Sikshashree Scheme: “শিক্ষাশ্রী প্রকল্পে” পড়ুয়াদের টাকা দিচ্ছে রাজ্য সরকার, রইল আবেদন করার পদ্ধতি

Sikshashree Scheme Online Application: শিক্ষাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার দ্বারা শুরু করা হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা। পশ্চিমবঙ্গের তপশিল জাতি ও উপজাতি শ্রেণীর গরিব পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য প্রতিবছর নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে এই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিজে প্রদান করা হয়েছে এবং তার সঙ্গে আবেদনপত্রের পিডিএফ ডাউনলোড করার লিংক নিচে দেওয়া হয়েছে।

শিক্ষাশ্রী কী? (What is Sikshashree Scheme)

পশ্চিমবঙ্গ রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই শিক্ষাশ্রী প্রকল্প- এর সুযোগ-সুবিধা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। প্রকল্পটি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয়। শিক্ষাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের তপশীল জাতি ও তপশিলি উপজাতি শ্রেণীর দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের তপশীল জাতি ও উপজাতি শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি বছর ৮০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই টাকা সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে দেওয়া হয়।

Sikshashree Scheme Application In Bengali

শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধা (Benifits of Sikshashree Scheme)

এই প্রকল্পে পশ্চিমবঙ্গের তপশিল জাতি বা উপজাতির পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের প্রতিবছর আর্থিক সহায়তা প্রদান করা হয়। বৃত্তির পরিমাণ নিচের ছকে উল্লেখ করা হয়েছে।

শ্রেণীবৃত্তির পরিমাণ
পঞ্চম শ্রেণী৫০০ টাকা
ষষ্ঠ শ্রেণি৬৫০ টাকা
সপ্তম শ্রেণী৭০০ টাকা
অষ্টম শ্রেণী৮০০ টাকা

প্রয়োজনীয় যোগ্যতা (Eligibility for Applying Sikshashree Scheme)

১) শিক্ষাশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২) এই প্রকল্পে আবেদনকারী শিক্ষার্থীদের পরিবারের বাৎসরিক আয় ৫ লক্ষ টাকার কম হতে হবে।

৩) শুধুমাত্র স্বীকৃত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

৪) সরকারি চাকরিতে কর্মরত পরিবারের ছাত্র-ছাত্রীরা শিক্ষাশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন না।

৫) এই প্রকল্পটি শুধুমাত্র পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য।

৬) এখানে আবেদন করার জন্য শিক্ষার্থীদের নিজস্ব ব্যাংক একাউন্ট থাকা বাধ্যতামূলক।

৭) হোস্টেলে বসবাসকারী শিক্ষার্থীরা এই প্রকল্পের কোন অসুবিধা পাবে না।

৮) শুধুমাত্র তপশীল জাতি ও উপজাতি শ্রেণীর ছাত্র-ছাত্রীরা শিক্ষাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

৯) আবেদন করার জন্য জাতিগত সংসদপত্র থাকা বাধ্যতামূলক।

১০) ছাত্র-ছাত্রীরা অন্য কোন স্কিমের সুবিধা পেয়ে থাকলে, রুপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না।

আবেদন করার পদ্ধতি (How To Apply)

শিক্ষার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে অথবা অফলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করার জন্য শিক্ষার্থীদের নিজ স্কুল থেকে শিক্ষাশ্রী প্রকল্প আবেদন করার জন্য আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং সেটিকে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর পূরণ করা আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টের কপিযুক্ত করে স্কুলে জমা করতে হবে।

অথবা, শিক্ষাশ্রী প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে শিক্ষার্থীদের anagrasarkalyan.gov.in ওয়েবসাইটে যেতে হবে। তারপর অনলাইন আবেদন পত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে সাবমিট করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents For Sikshashree Scheme)

  • আধার কার্ড
  • কাস্ট সার্টিফিকেট
  • ইনকাম সার্টিফিকেটে
  • স্কুল সার্টিফকেট
  • ব্যাংক একাউন্ট
  • পাসপোর্ট সাইজ ফটো
  • ঠিকানার প্রমাণপত্র

প্রয়োজনীয় লিংক (Importent Links)

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
আবেদন লিঙ্কApply Online
আবেদনপত্র বাংলা (Sikshashree Application Form In Bengali)Download PDF
আবেদনপত্র English (Sikshashree Application Form In English)Download PDF
হোয়াটসঅ্যাপJoin Group
টেলিগ্রামJoin Here
অন্যান্য খবরClick Here

Sikshashree Scheme – F.A.Q

Sikshashree Application Form কোথায় পাবো?

নিজ স্কুল থেকে Sikshashree Application Form সংগ্রহ করতে পারেন অথবা উপরের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে পারেন।

শিক্ষাশ্রী প্রকল্পের কতো টাকা দেওয়া হয়?

শিক্ষাশ্রী প্রকল্পের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বছরে ৮০০ টাকা পর্যন্ত দেওয়া হয়।

করা করা শিক্ষাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন?

পশ্চিমবঙ্গের তপশিল জাতি বা উপজাতির পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা শিক্ষাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

Leave a Comment