Siliguri Municipal Corporation Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী পৌরসভায় চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনর পক্ষ থেকে Officer On Special Duty (Legal) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ০১ টি শূন্যপদ রয়েছে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৩০,০০০/- টাকা বেতন দেওয়া হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে আবেদন করা জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জানার জন্য পুরো পোস্টটি পড়ুন।
নিয়োগ সংস্থা | Siliguri Municipal Corporation |
---|---|
পদের নাম | Officer On Special Duty (Legal) |
মোট শূন্যপদ | ০১ টি |
বেতন (₹) | ৩০,০০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | ইন্টারভিউ |
স্থান | দার্জিলিং |
ওয়েবসাইট | www.siligurismc.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
শিলিগুড়ি পৌরসভায় নিয়োগ ২০২৩
পদের নাম (Post Name)
এখানে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে পক্ষ থেকে Officer On Special Duty (Legal) পদে নিয়োগ করানো হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এখানে আবেদন করা জন্য প্রার্থীদের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্ৰাজুয়েশন পাস করে থাকতে হবে এবং কম্পিউটারের অপারেটিং সিস্টেম সমন্ধে অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
এখানে আবেদন করা জন্য প্রার্থীদের বয়স অবশ্যই সর্বনিম্ন ২৫ বছর বয়স থেকে সবোর্চ্চ ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে।
বেতন (Salary)
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৩০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)

এখানে Officer On Special Duty (Legal) পদে আলাদা ভাবে কোন রকম আবেদন করার প্রয়োজন নেই। আবেদনকারী প্রার্থীরা ইন্টারভিউ দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এর অরিজিনাল কপি এবং জেরক্স কপি নিয়ে নিচে উল্লেখিত ঠিকানা সঠিক সময়ের মধ্যে ইন্টারভিউ এর জন্য উপস্থিত হতে হবে।
আবেদন মূল্য (Application Fee)
এখানে আবেদন করা জন্য কোন রকম আবেদন মূল্য ধার্য করা হয়নি।
ইন্টারভিউ স্থান
Conference Hall Of Siliguri Municipal Corporation, Baghajatin Road, Siliguri Municipal Corporation, District – Darjeeling, Siliguri – 734001
ইন্টারভিউ তারিখ
শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া ১৬ জুন ২০২৩ তারিখ।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে আবেদনকারী প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ৩১.০৫.২০২৩ |
ইন্টারভিউ তারিখ | ১৬.০৬.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: siligurismc.in
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |
Yes