পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত – বেতন ১৯,৫০০ টাকা থেকে শুরু

Siliguri Municipal Corporation Recruitment 2023: পশ্চিমবঙ্গে শিলিগুড়ি পৌরসভায় Borough Officer, Account Manager পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা ১৭ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে প্রার্থীরা কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ, প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাSiliguri Municipal Corporation
পদের নামBorough Officer, Account Manager
মোট শূন্যপদ০৩ টি
বেতন১৯,৫০০ – ২৩,০০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন পদ্ধতিইন্টারভিউ
স্থানশিলিগুড়ি, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটsiligurismc.in
টেলিগ্ৰামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

শিলিগুড়ি পৌরসভায় নিয়োগ ২০২৩ (Siliguri Municipal Corporation Recruitment 2023)

পদের নাম (Post Name)

পশ্চিমবঙ্গে শিলিগুড়ি পৌরসভায় যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি নিচের তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে –

  • Borough Officer
  • Accounts Manager

মোট শূন্যপদ (Total Vacancy)

Siliguri Municipal corporation Recruitment 2023 তে সব মিলিয়ে মোট ০৩ টি শূন্যপদ আছে। সেগুলি নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামমোট শূন্যপদ
Borough Officer০২ টি
Accounts Manager০১ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

পশ্চিমবঙ্গে শিলিগুড়ি পৌরসভায় Borough Officer পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে Post Graduate ও কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং Accounts Manager পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে CA/Cost Accountant/ICWA/M.coom করা থাকতে হবে এবং ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ও কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

Siliguri Municipal corporation Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Borough officer পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৬২ বছর বয়সে মধ্যে হতে হবে। Accounts Manager পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৪০ বছর বয়সে মধ্যে হতে হবে। এখানে প্রার্থীদের বয়সের হিসাব ধরা হবে ১ ডিসেম্বর ২০২২ তারিখ অনুযায়ী।

বেতন (Salary)

এখানে Borough officer পদে আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে ১৯,৫০০/- টাকা বেতন দেওয়া হবে এবং Accounts Manager পদে আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে ২৩,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Siliguri Municipal Corporation Recruitment 2023 Apply Process)

এখানে Borough officer পদে আবেদন করা জন্য প্রার্থীদের কোন রকম আলাদা আলাদা ভাবে আবেদন করা প্রয়োজন নেই প্রার্থীরা সরাসরি ইন্টারভিউ দিন শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বায়োডাটা , সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে সঠিক সময়ে মধ্যে উপস্থিত হতে হবে এবং Accounts Manager পদে আবেদন করা জন্য আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনকারীরা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বায়োডাটা, সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানা আবেদনপত্রটি পাঠাতে হবে।

Siliguri Municipal Corporation Recruitment 2023

Borough Officer পদে ইন্টারভিউ স্থান

Conference Hall of Siliguri Municipal corporation

Accounts manager পদে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

To the commissioner Siliguri Municipal corporation, Baghajatin Road,PO-Siliguri,Dist- Darjeeling, Pin- 734001

আবেদনে শেষ তারিখ (Siliguri Municipal Corporation Recruitment 2023 Last Dates)

এখানে Borough officer পদে প্রার্থীরা ১৭ জানুয়ারি ২০২৩ তারিখ ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে এবং Accounts Manager পদে প্রার্থীরা ১৭ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।

নিয়োগ পদ্ধতি (Siliguri Municipal Corporation Recruitment 2023 Slection Process)

এখানে Borough Officer পদে প্রার্থীরা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এবং Accounts Manager পদে প্রার্থীদের প্রথমে শিক্ষাগত যোগ্যতা নাম্বার শতাংশ ও কম্পিউটার টেস্ট এবং কাজের অভিজ্ঞতা ও ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে পুরো খবরটি পড়ুন।

গুরুত্বপূর্ণ তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত২১.১২.২০২২
আবেদন শুরু২১.১২.২০২২
আবেদন শেষ তারিখ১৭.০১.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিশিয়াল নোটিস – Download PDF
  • অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
  • আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment