আশা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত, আবেদনপত্র ডাউনলোড করুন | South 24 Parganas ASHA Karmi Recruitment 2022

South 24 Parganas ASHA Karmi Recruitment 2022: পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার উপস্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে শুধু মাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করা জন্য মাধ্যমিক পাস করে থাকতে হবে। ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী 23.12.2022 তারিখ পর্যন্ত। প্রার্থীরা এখানে কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাGovt Of West Bengal
পদের নামআশা কর্মী
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাস
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅফলাইন
আবেদন শেষ তারিখ23.12.2022
স্থানপশ্চিমবঙ্গ, দক্ষিণ 24 পরগনা
ওয়েবসাইটs24pgs.gov.in
টেলিগ্রামJoin Here

দক্ষিণ ২৪ পরগনা জেলায় আশা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি | South 24 Parganas ASHA Karmi Recruitment 2022

পদের নাম – Post Name

এখানে পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার মগরাহাট 1নং ব্লকে উপস্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মী পদে নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা – South 24 Parganas ASHA Karmi Recruitment 2022 Educational Qualification

South 24 Parganas ASHA Karmi Recruitment 2022 তে আবেদন করা জন্য যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে।

বয়সসীমা – South 24 Parganas ASHA Karmi Recruitment 2022 Age Limit

South 24 Parganas ASHA Karmi Recruitment 2022 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করা জন্য আবেদনকারীর প্রয়োজনীয় বয়সসীমা হলো 30 বছর থেকে 40 বছর বয়স হতে হবে। এখানে SC/ST প্রার্থীরা 22 বছর বয়স থেকে এখানে আবেদন করতে পারবেন।

বেতন – Salary

South 24 Parganas ASHA Karmi Recruitment 2022 তে প্রার্থীদের প্রতিমাসে 4,500/- টাকা বেতন দেওয়া হবে এবং প্রার্থীদের কাজের উপর ভিত্তি করে ভাতা দেওয়া হবে।

আবেদন পদ্ধতি – South 24 Parganas ASHA Karmi Recruitment 2022 Apply Process

আগ্ৰহী প্রার্থীদের এখানে অনলাইনে সুবিধা না থাকায় প্রার্থীদের অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীরা সরাসরি অফিশিয়াল নোটিস থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে নিচে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে। সঠিক সময়ে মধ্যে নির্দিষ্ট ঠিকানা আবেদনপত্রটি জমা দিতে হবে। এখানে প্রার্থীদের সংশ্লিষ্ট গ্ৰামের স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদন সময় যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন

  • বয়সের প্রমানপএ।
  • মাধ্যমিকের এডমিট কার্ড।
  • স্থায়ী বাসিন্দার প্রমানপএ।
  • জাতিগত শংসাপত্র।
  • স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের প্রমানপএ।
  • পাসপোর্ট সাইজের 2 কপি ছবি।

আবেদনপএ জমা দেওয়ার ঠিকানা

To The Office of the Block Development Officer Magrahat-1 Development. Block, Village- Usthi, P.O- Usthi, P.S- Usthi, Dist- South 24 Parganas, Pin-743375

আবেদনের শেষ তারিখ – South 24 Parganas ASHA Karmi Recruitment 2022 Last Date

এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 07.12.2022 তারিখ থেকে এবং আবেদন চলবে আগামী 23.12.2022 তারিখ পর্যন্ত।

নিয়োগ পদ্ধতি – Selection Process

South 24 Parganas ASHA Karmi Recruitment 2022 তে আবেদনকারী চাকরি প্রার্থীদের কোনোরকম লিখিত পরীক্ষা দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। এখানে প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ – Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত07.12.2022
আবেদন শুরু07.12.2022
আবেদনের শেষ তারিখ23.12.2022

প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links

  • অফিশিয়াল নোটিস/আবেদনপত্র – Download PDF
  • অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
  • আবেদনের লিঙ্ক – Apply Here
  • আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment