South Central Railway Apprentice Recruitment 2023: ভারতের দক্ষিণ মধ্যে রেলওয়েতে Apprentices পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ৪১০৩ টি শূন্যপদ রয়েছে। এখানে প্রার্থীরা ২৯ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। South Central Railway Apprentices Recruitment ২০২৩ তে প্রার্থীরা কি ভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | South Central Railway |
পদের নাম | Apprentice |
মোট শূন্যপদ | ৪১০৩ টি |
চাকরির ধরন | সরকারি চাকরি (শিক্ষানবিশ) |
আবেদন পদ্ধতি | অনলাইনে |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | scr.indianrailways.gov.in |
টেলিগ্ৰাম | Join Here |
South Central Railway Apprentice Recruitment 2023
পদের নাম (Post Name)
পশ্চিমবঙ্গে দক্ষিণ মধ্যে রেলওয়েতে Apprentice পদে নিয়োগ করা হবে। যে সমস্ত ট্রেড গুলিতে নিয়োগ করা হবে সেগুলি নিচের তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
- AC Mechanic
- Carpenter
- Diesel Mechanic
- Electrician
- Electronic Mechanic
- Fitter
- Machinist
- Mechanic mechine Tool Maintenance
- Mill Wright Maintenance
- Painter
- Welder
মোট শূন্যপদ ( Total Vacancy)
South Central Railway Apprentices Recruitment 2023 তে সব মিলিয়ে মোট ৪১০৩ টি শূন্য পদ রয়েছে। বিস্তারিত নিচের ছকে দেওয়া হয়েছে।
পদের নাম | মোট শূন্যপদ |
AC Mechanic | ২৫০ টি |
Carpenter | ১৮ টি |
Disesel Mechanic | ৫৩১ টি |
Electrician | ১০১৯ টি |
Electronic Mechanic | ৯২ টি |
Fitter | ১৪৬০ টি |
Machinist | ৭১ টি |
Mechanic mechine Tool Maintenance | ৫ টি |
Mill Wright Maintenance | ২৪ টি |
Painter | ৮০ টি |
Welder | ৫৫৩ টি |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
পশ্চিমবঙ্গে দক্ষিণ মধ্যে রেলওয়েতে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে 50 শতাংশ নাম্বার নিয়ে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং ITI পাস করে থাকতে হবে তাহলে প্রার্থীরা এখানে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।
বয়সসীমা (Age Limit)
South Central Railway Apprentices Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ 15 বছর বয়স থেকে 24 বছরের বয়সে মধ্যে হতে হবে। এখানে বয়সের হিসাব ধরা হবে 30 ডিসেম্বর 2022 তারিখ অনুযায়ী। এছাড়াও প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি (Apply Process)
আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীরা প্রথমে https://scr.indianrailways.gov.in/ ওয়েবসাইট গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রার্থীরা রেজিস্ট্রেশন করা সময় প্রার্থীদের অবশ্যই বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করতে হবে। বিস্তারিত জানতে পুরো খবরটি পড়ুন।

আবেদনে সময় যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন
- বয়সের প্রমানপএ।
- মাধ্যমিকের মার্কশীট এডমিট কার্ড।
- ITI কোর্স সার্টিফিকেট।
- আধার কার্ড।
- কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
- পাসপোর্ট সাইজের ফটো।
আবেদন ফি (Application Fee)
এখানে আবেদন করা জন্য 100/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST/PWD/Women প্রার্থীদের ক্ষেএে কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই। ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে আবেদন মূল্য জমা দিতে পারবেন।
আবেদনে শেষ তারিখ (Application Last Date)
আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা South Central Railway তে এপ্রেন্টিস পদে ২৯ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি (Selection Process)
South Central Railway Apprentices Recruitment 2023 তে আবেদনকারী চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নাম্বারের শতাংশ ও ট্রেড টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ৩০.১২.২০২৩ |
আবেদন শুরু | ৩০.১২.২০২৩ |
আবেদনে শেষ তারিখ | ২৯.০১.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিশিয়াল নোটিস – Download PDF
- অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
- আবেদনপত্র – Apply Here
- আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
F.A.Q
South Central Railway Apprentices Recruitment 2023 তে কত গুলি শূন্যপদ আছে?
South Central Railway Apprentices Recruitment 2023 তে সব মিলিয়ে মোট ৪১০৩ টি শূন্যপদ আছে।
South Central Railway Apprentices Recruitment 2023 তে প্রার্থীরা কি ভাবে আবেদন করবেন?
South Central Railway Apprentices Recruitment 2023 তে প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।
South Central Railway Apprentices Recruitment 2023 তে আবেদন শেষ তারিখ কত?
South Central Railway Apprentices Recruitment 2023 তে আবেদন শেষ তারিখ হলো 29.01.2023।