উচ্চমাধ্যমিক পাসে SSC-এর মাধ্যমে ক্লার্ক এবং ডাটা-এন্ট্রি-অপারেটর নিয়োগ, ১৬০০টি শূন্যপদ

SSC CHSL Recruitment 2023: পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। SSC এর পক্ষ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট ১৬০০টি শূন্যপদে নিয়োগ করা হবে। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস করে থাকলেই এখানে আবেদন করতে পারবেন। আপনি যদি উচ্চমাধ্যমিক পাস করে থাকেন এবং এখানে আবেদন করার কথা ভাবছেন তাহলে পুরো নিবন্ধটি পড়ুন। এই পোস্টের মধ্যে SSC Clerk & DEO Recruitment 2023-তে আবেদন করার পদ্ধতি, প্রয়োজনীয় যোগ্যতা এবং প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাStaff Selection Commission Combined Higher Secondary (10+2) Level (SSC CHSL)
পদের নামDEO, LDC, Junior Secretariat Assistant
মোট শূন্যপদ১৬,০০ টি
বেতন (₹)১৯,৯০০ – ৯২,৩০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটssc.nic.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

SSC-এর মাধ্যমে নিয়োগ ২০২৩ (SSC CHSL Recruitment 2023)

পদের নাম (Post Name)

এখানে স্টাফ সিলেকশন কমিশন এর পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে Lower Division Clerk/ Junior Secretariat Assistant, Data Entry Operator (DEO) এবং Data Entry Operator Grade A পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (SSC CHSL Total Vacancy 2023)

স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখন আপাতত মোট ১৬০০ টি শূন্যপদ রয়েছে। ভবিষ্যতে আরও শূন্যপদ বাড়লে SSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা (SSC CHSL Educational Qualification)

এখানে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

বয়সসীমা (SSC CHSL Recruitment 2023 Age Limit)

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স ০১.০৮.২০২৩ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।

শ্রেণীবয়স ছাড়
OBC০৩ বছর
SC, ST০৫ বছর
PwBD (UR) ১০ বছর
PwBD (OBC)১৩ বছর
PwBD (SC/ST) ১৫ বছর

বেতন (SSC CHSL Recruitment 2023Salary)

এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৯,৯০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। পদ অনুযায়ী বেতনের পরিমাণ নিচের ছকে উল্লেখ করা হয়েছে।

পদের নামবেতন
Lower Division Clerk/ Junior Secretariat Assistant১৯,৯০০/- থেকে ৬৩,২০০/-
Data Entry Operator (DEO)২৫,৫০০/- থেকে ৯২,৩০০/-
Data Entry Operator Grade A২৫,৫০০/- থেকে ৮১,১০০/-

আবেদন পদ্ধতি (SSC CHSL Recruitment 2023 Apply Online)

SSC CHSL Recruitment 2023 (উচ্চমাধ্যমিক পাসে SSC-এর মাধ্যমে ক্লার্ক এবং ডাটা-এন্ট্রি-অপারেটর নিয়োগ ২০২৩)

আগ্রহী ও যোগ্য পার্থী এখানে স্টাফ সিলেকশন কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in-তে গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার পদ্ধতি নিচের তালিকায় কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে।

  • প্রথমে ssc.nic.in ওয়েবসাইটে যান।
  • এরপর লগইন তে ক্লিক করুন।
  • আপনি যদি এখানে প্রথম হয়ে থাকেন তাহলে One Time Registation তে ক্লিক করুন।
  • প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিষ্টেশন সম্পন্ন করুন।
  • এরপর রেজিষ্টেশন নম্বর দিয়ে লগইন করুন।
  • এরপর Latest Notification এর বিভাগে যান।
  • এখন ‘Combined Higher Secondary (10+2) Level Examination 2023’ এর নিচে Apply লিঙ্কে ক্লিক করুন।
  • অনলাইন আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করুন।
  • পাসপোর্ট সাইজ ফটো এবং স্বাক্ষর আপলোড করুন।
  • এরপর preview তে ক্লিক করে আবেদনটি যাচাই করুন।
  • সমস্ত তথ্য সঠিক থাকলে আবেদনটি সাবমিট করুন।
  • আবেদন সম্পন্ন হলে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত বা প্রিন্ট করে রাখুন।

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য ১০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST/PwBD/Ex-Servicemen এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য প্রয়োজন নেই। এখানে অনলাইনের মাধ্যমে অথবা চালানের মাধ্যমে আবেদন মূল্য জমা করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ (SSC CHSL Recruitment 2023 Last Date)

স্টাফ সিলেকশন কমিশনে ‘Combined Higher Secondary (10+2) Level Examination 2023’ তে অনলাইনে আবেদন করার শেষ তারিখ হলো ৮এই জুন, ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

SSC-তে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, স্কিল টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা Tier I এবং Tier II এই দুটি পর্যায়ে হবে। পরীক্ষার নিয়মাবলী, নম্বর বিভাজন এবং পরীক্ষার কেন্দ্র সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

আবেদন শুরু০৯.০৫.২০২৩
আবেদন শেষ০৮.০৬.২০২৩
অনলাইন আবেদন ফী জমা শেষ১০.০৬.২০২৩
অফলাইন চালান তৈরি শেষ১১.০৬.২০২৩
চালান এর মাধ্যমে পেমেন্ট শেষ১২.০৬.২০২৩
অনলাইন আবেদনপত্র সংশোধন১৪.০৬.২০২৩
১৫.০৬.২০২৩
Tier I পরীক্ষাআগস্ট, ২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: ssc.nic.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.

Leave a Comment