পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে SSC কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।যে কোন স্থানে বাসিন্দা হলেই আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা সকলে আবেদন যোগ্য। চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরি সম্বম্বে জানতে হলে অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া আছে চাকরি করা আগে অবশ্যই ভালো করে জেনে নিতে পারেন।
প্রতিষ্ঠান | SSC |
পদের নাম | Group C, Group D (Multitasking) |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাস |
শূন্য পদ | 6000 এরও বেশি |
আবেদন শেষ | 30/04/2022 |
স্থান | ভারতের সমস্ত রাজ্য |
SSC কর্মী নিয়োগের | SSC recruitment 2022
পদের নাম ~ চাকরি প্রার্থীদের এসএসসির মাধ্যমে গ্ৰুপ সি গ্ৰুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে।MTS Havaldar
শিক্ষাগত যোগ্যতা ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধু মাত্র মাধ্যমিক পাস।
বয়সসীমা~ চাকরি প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে।SC/ST চাকরি প্রার্থীরা 5 বছর বয়সে ছাড় পাবেন এবং OBC চাকরি প্রার্থীরা 3 বছর বয়সে ছাড় পাবেন।
বেতন ~ চাকরি প্রার্থীদের প্রথম অবস্থায় 25,000 টাকার মতো বেতন দেওয়া হবে।
আবেদন শেষ তারিখ ~ চাকরি প্রাথীদের সরাসরি অনলাইনে আবেদন চলবে 30/04/2022 তারিখ পর্যন্ত।
আবেদন মূল্য ~ জেনারেল বা OBC প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে 100 টাকা দিতে হবে এবং SC/ST/PH ক্যাটাগরি হিসেবে কোন আবেদন মূল্য হিসেবে কোন টাকা দিতে হবে না।
মোট শূন্যপদ ~ মোট শূন্য পদ রয়েছে সব মিলিয়ে 6000 বেশি ।
আবেদন পদ্ধতি (SSC Job Apply Process)
যেহেতু এখানে অনলাইন সুবিধা রয়েছে তাই সরাসরি এসসির ওয়েবসাইটের গিয়ে অনলাইন মাধ্যম আবেদন করতে হবে। নিচে অনলাইনে আবেদন করা লিংক ও অফিশিয়াল ওয়েবসাইট লিংক দেওয়া আছে যেখান থেকে সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারেন।
নিয়োগ পদ্ধতি (SSC Job Selection Process)
এখানে চাকরি প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ ও লিখিত পরীক্ষা উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ ও লিঙ্ক (Importent Dates & Links For SSC Jobs)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২২.০৩.২০২২ |
আবেদন শুরু | ২২.০৩.২০২২ |
আবেদন শেষ | ৩০.০৫.২০২২ |
আরো পড়ুন ~
Ami 8th pass amar age-31