প্রচুর পরিমাণে SSC কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি|SSC recruitment 2022

পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে SSC কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।যে কোন স্থানে বাসিন্দা হলেই আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা সকলে আবেদন যোগ্য। চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরি সম্বম্বে জানতে হলে অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া আছে চাকরি করা আগে অবশ্যই ভালো করে জেনে নিতে পারেন।

প্রতিষ্ঠানSSC
পদের নামGroup C, Group D (Multitasking)
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাস
শূন্য পদ6000 এরও বেশি
আবেদন শেষ30/04/2022
স্থানভারতের সমস্ত রাজ্য

SSC কর্মী নিয়োগের | SSC recruitment 2022

পদের নাম ~ চাকরি প্রার্থীদের এসএসসির মাধ্যমে গ্ৰুপ সি গ্ৰুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে।MTS Havaldar

শিক্ষাগত যোগ্যতা ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধু মাত্র মাধ্যমিক পাস।

বয়সসীমা~ চাকরি প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে।SC/ST চাকরি প্রার্থীরা 5 বছর বয়সে ছাড় পাবেন এবং OBC চাকরি প্রার্থীরা 3 বছর বয়সে ছাড় পাবেন।

বেতন ~ চাকরি প্রার্থীদের প্রথম অবস্থায় 25,000 টাকার মতো বেতন দেওয়া হবে।

আবেদন শেষ তারিখ ~ চাকরি প্রাথীদের সরাসরি অনলাইনে আবেদন চলবে 30/04/2022 তারিখ পর্যন্ত।

আবেদন মূল্য ~ জেনারেল বা OBC প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে 100 টাকা দিতে হবে এবং SC/ST/PH ক্যাটাগরি হিসেবে কোন আবেদন মূল্য হিসেবে কোন টাকা দিতে হবে না।

মোট শূন্যপদ ~ মোট শূন্য পদ রয়েছে সব মিলিয়ে 6000 বেশি ।

আবেদন পদ্ধতি (SSC Job Apply Process)

যেহেতু এখানে অনলাইন সুবিধা রয়েছে তাই সরাসরি এসসির ওয়েবসাইটের গিয়ে অনলাইন মাধ্যম আবেদন করতে হবে। নিচে অনলাইনে আবেদন করা লিংক ও অফিশিয়াল ওয়েবসাইট লিংক দেওয়া আছে যেখান থেকে সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারেন।

নিয়োগ পদ্ধতি (SSC Job Selection Process)

এখানে চাকরি প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ ও লিখিত পরীক্ষা উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ ও লিঙ্ক (Importent Dates & Links For SSC Jobs)

বিজ্ঞপ্তি প্রকাশিত২২.০৩.২০২২
আবেদন শুরু২২.০৩.২০২২
আবেদন শেষ৩০.০৫.২০২২

আরো পড়ুন ~

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

2 thoughts on “প্রচুর পরিমাণে SSC কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি|SSC recruitment 2022”

Leave a Comment