SSC MTS Job Vacancy 2023: সমস্ত বেকার যুবক ও যুবতীদের জন্য আরও একটি বিরাট সুখবর রয়েছে। এখানে সটাফ সিলেকশন কমিশন (SSC) এর পক্ষ থেকে Multi Tasking (Non Technical) Staff পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট ১৫৫৮ টি শূন্যপদ রয়েছে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ২৮,০০০/- টাকা থেকে ৩৬,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এখানে আবেদন শুরু হয়েছে ৩০শে জুন ২০২৩ তারিখ থেকে এবং আবেদন চলবে আগামী ২৩শে জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Staff Selection Commission (SSC) |
---|---|
পদের নাম | Multi Tasking (Non Technical) Staff |
মোট শূন্যপদ | ১৫৫৮ টি |
বেতন (₹) | ২৮,০০০ – ৩৬,০০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | ssc.nic.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
SSC এর মাধ্যমে MTS নিয়োগ ২০২৩ (SSC MTS Vacancy 2023)
পদের নাম (Post Name)
স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো – Multi Tasking (Non Technical) Staff এবং Havaldar in CBIC and CBN।
মোট শূন্যপদ (Total Vacancy)
SSC এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ১৫৫৮ টি শূন্যপদে নিয়োগ করানো হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়াও আরো উচ্চ শিক্ষিত হলেও এখানে আবেদন করতে পারবেন।
বয়সসীমা (Age Limit)
০১.০৮.২০২৩ তারিখ অনুসারে, MTS পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে এবং Havaldar in CBIC and CBN পদে আবেদন করার জন্য ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড় দেওয়া হবে।
বেতন (Salary)
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ২৮,০০০/- টাকা থেকে ৩৬,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)
এখানে Multi Tasking Non Technical) Staff এবং Havaldar in CBIC and CBN পদে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে অনলাইনে মাধ্যমে আবেদনপত্রটি ফিলাপ করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে আবেদন মূল্য জমা দিয়ে ফাইনাল সাবমিট করলেই, আবেদন সম্পন্ন হবে। আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে দেখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)
- মাধ্যমিকের এডমিট কার্ড।
- আধার কার্ড অথবা ভোটার কার্ড।
- শিক্ষাগত যোগ্যতা প্রমানপএ।
- মাধ্যমিকে সার্টিফিকেট ও মার্কশিট।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- পাসপোর্ট সাইজের ফটো কপি।
- প্রার্থীদের নিজস্ব সিগনেচার।
আবেদন মূল্য (Application Fee)
এখানে আবেদন করার জন্য OBC/ GEN/ EWS প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০/- টাকা ধার্য করা হয়েছে এবং সংরক্ষিত শ্রেনী প্রার্থীদের কোন রকম আবেদন মূল্য ধার্য করা হয়নি।
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
SSC এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হলো ২৩ জুলাই ২০২৩।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
SSC MTS Recruitment 2023-তে আবেদনকারী চাকরিপ্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপরে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ৩০.০৬.২০২৩ |
আবেদন শুরু | ৩০.০৬.২০২৩ |
আবেদন শেষ | ২৩.০৭.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Here
- অফিসিয়াল ওয়েবসাইট: ssc.nic.in
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |