SSC Constabl Deiver Recruitment 2022: কনস্টেবল ড্রাইভার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন স্থানের বাসিন্দা উচ্চ মাধ্যমিক পাস করে সরকারি চাকরি খোঁজ করছেন তাদের জন্য বিরাট বড় সুখবর রয়েছে।যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অব্যশই এই খবরটি বিস্তারিত ভাবে জেনে নিবেন। নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া রয়েছে সেখান থেকে ভালো করে জেনে নেবেন।
নিয়োগ সংস্থা | Delhi Police |
পদের নাম | কন্সটেবল ড্রাইভার |
শিক্ষাগত যোগ্যতা | উচ্চমাধ্যমিক পাশ |
মোট শূন্যপদ | 1411 টি |
আবেদন শেষ তারিখ | 29.07.2022 |
স্থান | সারা ভারত |

কন্সটেবল ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (Constabl Deiver Recruitment 2022)
পদের নাম ~ Constabl Deiver Recruitment 2022 তে যে পদে নিয়োগ করা হবে সেটি হল – কনস্টেবল ড্রাইভার।
শিক্ষাগত যোগ্যতা ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস এবং এর সঙ্গে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ও গাড়ি মেন্টেনেন্স এর কাজ জানতে হবে।
মোট শূন্যপদ ~ Constabl Deiver Recruitment 2022 চাকরি প্রার্থীদের 1411 টি শূন্যপদে নিয়োগ করা হবে। OBC ক্যাটাগরি চাকরি প্রার্থীদের 353 টি শূন্য পদ রয়েছে,SC ক্যাটাগরি চাকরি প্রার্থীদের 262 টি শূন্য পদ রয়েছে,ST ক্যাটাগরি চাকরি প্রার্থীদের 50 টি শূন্য পদ রয়েছে,UR ক্যাটাগরি চাকরি প্রার্থীদের 604 টি শূন্য পদ রয়েছে, EWS - ক্যাটাগরি চাকরি প্রার্থীদের 142 টি শূন্য পদ রয়েছে।
বয়সসীমা ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে।1 জুলাই 2022 তারিখে অনুয়ায়ী। এছাড়াও চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন OBC ক্যাটাগরি চাকরি প্রার্থীরা 3 বছরের ছাড় পাবেন এবং SC/ST ক্যাটাগরি চাকরি প্রার্থীরা 5 বছরের ছাড় পাবেন।
বেতন ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের প্রতিমাসে পে লেভেল 3 অনুযায়ী 21,700/- টাকা থেকে 69,100/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Constabl Deiver Recruitment 2022 Apply Online)
যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অব্যশই অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীরা নিচে দেওয়া অফিশিয়াল www.ssc.nic.in ওয়েবসাইট গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করা সময় চাকরি প্রার্থীদের বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে।
আবেদন সময় যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন ~
- বয়সে প্রমানপএ।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
- আধার কার্ড অথবা ভোটার কার্ড।
- অভিজ্ঞতা সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট।
- পাসপোর্ট সাইজের 2 কপি ফটো।
আবেদন ফি ~ এখানে চাকরি প্রার্থীদের আবেদন ফি হিসেবে 100 টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা দিতে হবে নেট ব্যাঙ্কিং,ইউপিআই, ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের মাধ্যমে। SC/ST/Ex-servicemen চাকরি প্রার্থীদের কোন রকম আবেদন ফি দিতে হবে না।
আবেদন শেষ তারিখ ~ চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন 29.07.2022 তারিখ পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি (Constabl Deiver Recruitment 2022 Selection Process)
এখানে চাকরি প্রার্থীদের কম্পিউটার টেস্ট পরীক্ষার ও মেডিকেল টেস্ট ও ড্রাইভিং টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
পরীক্ষা কেন্দ্র ~ পশ্চিমবঙ্গের ক্ষেএে পরীক্ষা কেন্দ্র গুলি হলো – আসানসোল,কল্যানী, কলকাতা ও শিলিগুড়ি।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক (Constabl Deiver Recruitment 2022 Dates & Links)
বিজ্ঞপ্তি প্রকাশিত | 08.07.2022 |
আবেদন শুরু | 08.07.2022 |
আবেদন শেষ তারিখ | 29.07.2022 |
অফিশিয়াল নোটিস | Download PDF |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের টেলিগ্ৰাম | Join Here |
আরো পড়ুন ~
- বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে
- ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ রেলি ২০২২ (অগ্নিবীর)
- আশা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি 2022
3 thoughts on “SSC কন্সটেবল ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি 1411 টি শূন্যপদ | Constabl Deiver Recruitment 2022”