SSC Sub-Inspector Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী চাকরির সন্ধান করছেন তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর মাধ্যমে মোট ১৮৭৬ টি শূন্যপদে Sub-Inspector নিয়োগ করানো হবে। ভারতের সমস্ত নাগরিক এখানে আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের জন্য শূন্যপদ রয়েছে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৩৫,৪০০/- থেকে ১,১২,৪০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Staff Selection Commission (SSC) |
---|---|
পদের নাম | Sub-Inspector |
মোট শূন্যপদ | ১৮৭৬ টি |
বেতন (₹) | ৩৫,৪০০ – ১,১২,৪০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | ssc.nic.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
SSC-এর মাধ্যমে সাব ইন্সপেক্টর নিয়োগ ২০২৩ (SSC Sub-Inspector Recruitment 2023)
পদের নাম
স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে যে সমস্ত পদে নিয়োগ করানো হবে সেগুলি হলো – Sub Inspector (Exe.) in Delhi Police এবং Sub Inspector (GD) in CAPE
মোট শূন্যপদ (SSC Sub-Inspector Vacancy 2023)
SSC এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ১৮৭৬ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদে সংখ্যা নিচে ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
পদের নাম | মোট শূন্যপদ |
---|---|
Sub Inspector (Exe.) in Delhi Police | ১৬২ টি |
Sub Inspector (GD) in CAPE | ১৭১৪ টি |
ডিপার্মেন্ট অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচের ছকে দেওয়া হয়েছে।
ডিপার্টমেন্টের নাম | শূন্যপদের সংখ্যা (পুরুষ) | শূন্যপদের সংখ্যা (মহিলা) |
---|---|---|
Delhi Police | ১০৯ টি | ৫৩ টি |
BSF | ১০৭ টি | ৬ টি |
CISF | ৫৬৭ টি | ৬৩ টি |
CRPF | ৭৮৮ টি | ৩০ টি |
ITBP | ৫৪ টি | ৯ টি |
SSB | ৮৫ টি | ৫ টি |
শিক্ষাগত যোগ্যতা (SSC Sub-Inspector Recruitment 2023 Qualification)
এখানে আবেদন করার জন্য আবেদনকারী যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্ৰী কমপ্লিট করে থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
বয়সসীমা (Age Limit For SSC Sub-Inspector Vacancy 2023)
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স অবশ্যই ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।
বেতন (Salary)
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৩৫,৪০০/- টাকা থেকে ১,১২,৪০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (SSC Sub-Inspector Recruitment 2023 Apply Online)
আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে সমস্ত তথ্য দিয়ে অনলাইনে মাধ্যমে আবেদনপত্রটি পূরণ করতে হবে। তারপরে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে। আবেদন সম্পন্ন তোলে রেফারেন্স এর জন্য আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিজেদের কাছে ভালো করে রাখতে হবে।
আবেদন মূল্য
এখানে আবেদন করার জন্য সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০/- টাকা ধার্য করা হয়েছে। এবং সংরক্ষিত শ্রেনীর প্রার্থীদের কোন রকম আবেদন মূল্য জমা দেওয়ার প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখ
স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হলো, ১৫ আগষ্ট ২০২৩।
আরও পড়ুন: BECIL-তে MTS ও আরও অন্যান্য পদে কর্মী নিয়োগ চলছে, বেতন ২০,৪৮৮ টাকা থেকে শুরু
নির্বাচন প্রক্রিয়া
এখানে আবেদনকারী প্রার্থীদের প্রথমে কম্পিউটার পরীক্ষা নেওয়া হবে। এরপরে শারীরিক দক্ষতার পরীক্ষা/শারীরিক মানের পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষা নেওয়া হবে তারপরে ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে। পরীক্ষার নিয়মাবলী বা প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২২.০৭.২০২৩ |
আবেদন শুরু | ২২.০৭.২০২৩ |
আবেদন শেষ | ১৫.০৮.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Here
- অফিসিয়াল ওয়েবসাইট: ssc.nic.in
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here