SSKM Hospital DEO Recruitment 2022-23: পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 01 টি শূন্যপদ রয়েছে। ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী 30 ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত। প্রার্থীরা এখানে কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | SSKM Hospital |
---|---|
পদের নাম | ডাটা এন্ট্রি অপারেটর |
মোট শূন্যপদ | 01 টি |
বেতন | 20,000/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন পদ্ধতি | অফলাইনে |
স্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | wbhealth.gov.in |
টেলিগ্ৰাম | Join Here |
SSKM Hospital-তে ডাটা-এন্ট্রি-অপারেটর পদে নিয়োগ ২০২২-২৩
পদের নাম – Post Name
পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি হলো – ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)।
মোট শূন্যপদ – SSKM Hospital Vacancy 2022
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট 01 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা – Educational Qualification
এখানে আবেদন করা জন্য প্রার্থীরা যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করে থাকতে হবে। কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে। এছাড়াও প্রার্থীরা ইংরেজি ভাষায় কথা বলতে জানতে হবে এবং কাজের অভিজ্ঞতা 3 বছরের থাকতে হবে।
বয়সসীমা – Age Limit
এখানে আবেদন করা জন্য প্রার্থীর সবোর্চ্চ বয়সসীমা 35 বছরের মধ্যে হতে হবে। এখানে প্রার্থীদের বয়সের হিসাব ধরা হবে 01.01.2022 তারিখ অনুযায়ী।
বেতন – Salary
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রার্থীদের প্রতিমাসে 20,000/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি – SSKM Hospital DEO Recruitment 2022 Apply Process
SSKM Hospital DEO Recruitment 2022 এর জন্য আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীরা সরাসরি নিচে দেওয়া লিঙ্ক ক্লিক অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে নিচে উল্লেখিত সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানা আবেদনপত্রটি জমা দিতে হবে।
আবেদন সময় যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন
- বয়সের প্রমানপএ।
- শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
- আধার কার্ড।
- ভোটার কার্ড।
- জাতিগত শংসাপত্র।
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
The Director IPGME&R, 244, A.J.C Bose Road, Kolkata-20
আবেদনের শেষ তারিখ – Application Last Date
ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 20 ডিসেম্বর 2022 তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে 30 ডিসেম্বর 2022 তারিখ।
নিয়োগ পদ্ধতি – SSKM Hospital DEO Recruitment 2022 Selection Process
এখানে আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের প্রথমে একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। এরপরে প্রার্থীদের কম্পিউটার টেস্ট জন্য ডেকে নেওয়া হবে। তারপরে প্রার্থীদের ইন্টারভিউ জন্য ডাকা হবে। তারপরে প্রার্থীদের নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ – Importent Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৬.১২.২০২২ |
আবেদন শুরু | ২০.১২.২০২২ |
আবেদনে শেষ তারিখ | ৩০.১২.২০২২ |
প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links
- অফিশিয়াল নোটিস – Download PDF
- অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
- আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group
অন্যান্য চাকরির খবর
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |