Staff Nurse jobs recruitment 2022 in East Medinipur: পূর্ব মেদিনীপুরে স্টাফ নার্স ও আরো অন্যান্য পদে নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ
পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার স্টাফ নার্স ও আরো অন্যান্য ১৬ টি পদে নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে মোট ২২ টি শূন্যপদ রয়েছে প্রতিটি পদে আবেদন করার জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে যেমন 12 পাস, ডিপ্লোমা, ডিগ্রি, পিজি ডিগ্রি/ ডিপ্লোমা ইত্যাদি। লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা, ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর পর নিয়োগ করা হবে। অনলইন ও অফলাইন উভয় পদ্ধতির মাধ্যমে আপনি আবেদন করতে পারেন। বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিস টি দেখুন, নিচে লিঙ্ক দেওয়া রয়েছে।
Staff Nurse and Madical jobs recruitment 2022 in East Medinipur
প্রতিষ্ঠান | DHFWS, পূর্ব মেদিনীপুর |
পদের নাম | মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, ডাটা ম্যানেজার, ফার্মাসিস্ট এবং আরো অনেকগুলো |
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৭.০১.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা | উচ্চ মাধ্যমিক পাস, ডিপ্লোমা, ডিগ্রি, পিজি ডিগ্রি/ ডিপ্লোমা |
আবেদন শুরু | ২৭.০১.২০২২ |
আবেদন শেষ | ০৯.০২.২০২২ |
শূন্য পদ | ২২ |
চাকরির স্থান | পূর্ব মেদিনীপুর |
পদের নাম ~
মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, ডাটা ম্যানেজার, ফার্মাসিস্ট, কেয়ার কর্ডিনটর এছাড়াও আরো অনেকগুলি পদ রয়েছে
শিক্ষাগত যোগ্যতা ~
এখানে বিভিন্ন পদে আবেদন করার জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যথা – উচ্চ মাধ্যমিক পাস, ডিপ্লোমা, ডিগ্রি, পিজি ডিগ্রি/ ডিপ্লোমা ইত্যাদি
বয়স সীমা ~
সর্বনিম্ন বয়স সীমা রয়েছে ১৮ বছর ও সর্বোচ্চ বয়স সীমা ৪০ বা ৬০ বছর ( বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন )
সুণ্যপদ ~ এখানে মোট ২২ টি শূন্যপদ রয়েছে
বেতন ~ (₹) ৬০০০ – ৫০,০০০ টাকা (প্রতিটি পদের জন্য আলাদা বেতন রয়েছে)
আবেদনের শেষ তারিখ ~ ০৯.০২.২০২২ বিকেল ৫ টা পর্যন্ত প্রাপ্ত আবেদন পত্র গণ্য করা হবে।
আবেদন পদ্ধতি (How To Apply)
এখানে অনলাইন ও অফলাইন এর মাধ্যমে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করার পদ্ধতি আমরা বিশেষ কারণের জন্য বলতে পারছি না এর জন্য অফিসিয়াল নোটিস টি দেখুন। অফলাইন আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট এর সাথে আপনি নিচের দেওয়া ঠিকানায় যেতে পারেন বা পোস্ট অফিস এর মাধ্যমেও পাঠাতে পারেন। আবেদন করার জন্য প্রয়জনীয় ডকুমেন্ট এবং পোস্ট করার ঠিকানা নিচে দেওয়া হলো।
প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি –
- মাধ্যমিক এর অ্যাডমিট কার্ড
- ভোটার / আধার কার্ড
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র বা মার্কশিট
- অভিজ্ঞতার সার্টিফিকেট
- NOC Of Employment ( প্রয়োজন ক্ষেত্রে )
ঠিকানা – Office Of the CMOH & Secretary, District Health & Family Welfare Samiti, Purba Medinipur, Pin – 721636
নিয়োগ পদ্ধতি (Selection Process)
আবেদন করি পর্থীদর লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর পর নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্য অফিসিয়াল নোটিস এর মধ্যে রয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ ( Importent Dates )
বিজ্ঞপ্তি প্রকাশিত – ২৭.০১.২০২২
আবেদন শুরু – ২৭.০১.২০২২
আবেদন শেষ – ০৯.০২.২০২২
প্রয়োজনীয় লিঙ্ক ( Importent Links )
অফিসিয়াল নোটিস – Click Here
আবেদন করুন – Click Here
আমাদের টেলিগ্রাম – Click Here
আরো পড়ুন ~