Swami Vivekananda Scholarship 2022-23: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022-23 এর আবেদন শুরু তারিখ, আবেদনের শেষ তারিখ প্রকাশিত হয়েছে। কি ভাবে আবেদন করবেন, পুনর্নবীকরণ (Renewal) করার পদ্ধতি এবং আপনার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022-23 চেক করবেন কিভাবে? এই সব বিষয়ে নিচে বিস্তারিত উল্লেখ রয়েছে।
প্রকল্পের নাম | স্বামী বিবেকানন্দ স্কলারশিপ |
চালু করেছেন | স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ট্রাস্ট, পশ্চিমবঙ্গ |
সুবিধা পাবেন | পড়ুয়ারা |
উদ্দেশ্য | স্কলারশিপ প্রদান করা |
লাস্ট ডেট | 17.07.2022 |
সরকারি ওয়েবসাইট | svmcm.wbhed.gov.in |
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship 2022-23)
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হলো পশ্চিমবঙ্গের একটি বৃত্তি (Scholarship) প্রকল্প। অনেকে এটিকে বিকাস ভবন স্কলারশীপ নামেও জেনে থাকে।স্নাতকোত্তর, আন্ডার গ্র্যাজুয়েশনে অধ্যয়নরত ছাত্রদের এবং 9ম থেকে 12ম শ্রেণীর ছাত্র ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করে, যাতে তাদের উপর কোনোরকম আর্থিক বোঝা না পড়ে এবং ভালোভাবে পড়াশোনা করতে পারে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর উদ্দেশ্য
Swami Vivekananda Scholarship এর মূল উদ্দেশ্য হলো মেধা ছাত্র ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা। রাজ্যের অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবার পড়ুয়ারা যাতে তাদের পড়াশোনা কোনো রকম আর্থিক সমস্যা ছাড়া এগিয়ে নিয়েজেতে পারে এই উদ্দেশেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রকল্পটি শুরু করা হয়েছে। এই প্রকল্প রাজ্যের মেধাবী ছাত্রদের উপর পড়া আর্থিক সমস্যার বোঝা হালকা করতে সাহায্য করে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022-23 অনলাইন আবেদন (Swami Vivekananda Scholarship 2022-23 Apply Online)
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022-23 এর জন্য অনলাইনের মাধ্যমে কিভাবে খুব সহজে আবেদন করতে পারবেন এবং কি কি ডকুমেন্ট প্রয়োজন তা নিচে স্টেপ-বাই-স্টেপ দেওয়া রয়েছে –
- svmcm.wbhed.gov.in সাইটে যান (লিঙ্ক নিচে দেওয়া রয়েছে)
- Registation এ ক্লিক করুন
- আপনার সামনে রেজিষ্টেশন ফর্ম আসবে
- ফর্মটি ফিলাপ কারুন
- মোবাইল নম্বর দিন
- ইমেইল এড্রেস দিন
- এর পর 15 টি সংখ্যার একটি আইডি তৈরি হবে।
- উৎপন্ন আইডি নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন
- ক্যাপচার কোডটি পূরণ করুন
- ছবি ও সাক্ষর এর স্ক্যান আপলোড করুন (ফরম্যাট – JPG/JPEG, সাইজ – 10 kb – 20 kb)
- ডকুমেন্ট আপলোড করুন
- আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ন করতে Submit এ ক্লিক করুন।
প্রয়োজনীয় ডকুমেন্ট ~
- ঠিকানার প্রমাণ পত্র
- রেশন কার্ড/ভোটার কার্ড
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণ
- ব্যাংক অ্যাকাউন্ট
- পাসপোর্ট সাইজ ফটো
- ইনকাম সার্টিফিকেট
- আবাসিক শংসাপত্র
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022-23 পুনর্নবীকরণ (Swami Vivekananda Scholarship 2022-23 Renewal)
Swami Vivekananda Scholarship 2022-23 Renewal করার জন্য প্রথমে স্বামী বিবেকান্দ স্কলারশীপ এর অফিসিয়াল ওয়েবসাইটে জন। ওয়েবসাইটের হোম পেজে লগইন এ ক্লিক করে আইডি ও পাসয়ার্ড দিয়ে লগইন করুন। এর পর আপনি আপনার পছন্দ মতো স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন। মনে রাখবেন যে নতুন একাডেমিক সেসন চালু হবার আগে আবেদন করতে হবে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চেক (Swami Vivekananda Scholarship chake)
Swami Vivekananda Scholarship chake: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চেক করার পদ্ধতি নিচে তালিকায় উল্লেখ করা হয়েছে –
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট খুলুন
- তারপর মেনু বারে আপনি আবেদনকারীর লগইন তে ক্লিক করুন
- আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন
- এখন আপনার প্রোফাইল সঠিক ভাবে লগইন হয়েছে
- এখন আপনি আপনার সমস্ত তথ্য চেক করতে পারেন
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022 যোগ্যতা (Swami Vivekananda Scholarship 2022 Eligibility)
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার জন্য প্রয়োজীয় যোগ্যতার তালিকা নিচে দেওয়া হলো –
- অবশ্যয় পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্ধা হতে হবে
- পরিবারের বার্ষিক আয় 2,50,000 টাকার কম হতে হেব।
- পরীক্ষায় যোগ্য নম্বর পেতে হবে।
পরীক্ষার যোগ্য নম্বর ~
কোর্স | প্রাপ্ত নম্বর (%) |
---|---|
মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/ডিপ্লোমা | 75% |
আন্ডার গ্র্যাজুয়েট | 75% (5 টির মধ্যে সেরা) |
পোস্ট গ্র্যাজুয়েট | 53% (স্নাতক স্তরে সম্মানের বিষয়) 55% (ইঞ্জিনিয়ারিং বিষয়ে) |
কন্যাশ্রী আবেদনকারী (K-3 উপাদান) | 45% |
M.Phil/NET গবেষণা ছাত্র | প্রয়োজন নেই |
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর পরিমাণ
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে প্রতিমাসে প্রাপ্ত টাকার পরিমাণের তালিকা –
- পোস্ট গ্রাজুয়েট (আর্ট এবং কমার্স) ছাত্র ছাত্রীরা পাবে 2000 টাকা
- পোস্ট গ্রাজুয়েট সাইন্স স্টুডেন্টরা পাবে 2000 টাকা
- আন্ডার গ্রাজুয়েট (সাইন্স এবং প্রফেশনাল কোর্স) ছাত্র ছাত্রীরা পাবে 1500 টাকা
- আন্ডার গ্রাজুয়েট (কমার্স- আর্টস) এর ছাত্র ছাত্রীরা পাবে 1000 টাকা
- এবং মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্টুডেন্টরা পাবে 1000 টাকা
- এবং যারা ডিপ্লোমা করছে পলিটেকনিক জিএনএম প্যারামেডিকেল তারা পাবে 1500 টাকা
- আন্ডার গ্রাজুয়েট (মেডিকেল, অনার্স, ইঞ্জিনিয়ারিং) স্টুডেন্টরা পাবে 5000 টাকা
আবেদনকারীর অভিযোগ জমা
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তারপর সেখানে অভিযোগ জমা দেওয়ার অপশন দেখতে পাবেন। অভিযোগ জমা দেওয়ার জন্য আপনাকে অভিযোগ ফর্মটি পূরণ করতে হবে। ফর্মটি পূরণ করার পর Submit তে ক্লিক করলেই আপনার অভিযোগটি জমা হয়ে যাবে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর যোগাজগ নাম্বার (Swami Vivekananda Scholarship Helpnine No.)
ইমেল আইডি:- helpdesk.svmcm-wb@gov.in
টোল ফ্রি নম্বর:- +1800-102-8014
আরো পড়ুন ~
- স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জব
- বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে
- মাধ্যমিক পাসের চাকরি
- উচ্চ মাধ্যমিক পাসের চাকরি
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
আবেদন লিঙ্ক | Click Here |
টেলিগ্রাম চ্যানেলে | Click Here |
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ FAQ
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কারা পাবে?
ক্লাস 9 থেকে পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত যে পড়ুয়ারা পরীক্ষায় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার যোগ্য নাম্বার পেয়ে থাকবে, সেই সব পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চেক করবো কিভাবে?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইটে (লিঙ্ক উপরে দেওয়া রয়েছে) গিয়ে নিজের আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে চেক করতে পারবেন।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ লাস্ট ডেট কবে?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ লাস্ট ডেট হলো 17 জুন 2022
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022 মাধ্যমিক এ কতো টাকা পাবে?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022 মাধ্যমিক এর ছাত্র ছাত্রীরা প্রতিমাসে 1000 টাকা করে পাবে।
1 thought on “Swami Vivekananda Scholarship 2022-23: মিস করলে টাকা পাবেনা – স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নতুন আপডেট”