কলকাতার জাহাজ বন্দরে কর্মী নিয়োগ চলছে, আবেদন চলবে ১৯ জুলাই পর্যন্ত

Syama Prasad Mookerjee Port Diving Officer Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী কলকাতার জাহাজ বন্দর শ্যামা প্রসাদ মুখার্জি পোর্টে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদে Diving Officer পদে নিয়োগ করানো হবে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৪৬,৫০০/- টাকা বেতন দেওয়া হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে ১৯ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাSyama Prasad Mookerjee Port
পদের নামDiving Officer
মোট শূন্যপদ০১ টি
বেতন (₹)৪৬,৫০০/-
আবেদন মোডঅফলাইন
স্থানকলকাতা
ওয়েবসাইটsmportkolkata.shipping.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

শ্যামা প্রসাদ মুখার্জি পোর্টে কর্মী নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট এর পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো – ডাইভিং অফিসার।

মোট শূন্যপদ (Total Vacancy)

Syama Prasad Mookerjee Port এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Diving Officer পদে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

ভারতীয় নৌবাহিনী দ্বারা জারি করা জাহাজ ডুবুরি শংসাপত্র থাকতে হবে। ভারতীয় নৌবাহিনী থেকে এয়ার ক্রু ডুবুরি সার্টিফিকেট বা ক্লিয়ারেন্স ডাইভার সার্টিফিকেট সহ কর্মী অগ্রাধিকার দেওয়া হবে। জল পরীক্ষা সহ ডাইভিং কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

এখানে Diving Officer পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৪৫ বছর এর মধ্যে হতে হবে। প্রার্থীদের এখানে বয়সের হিসাব ধরা হবে ১৯ জুলাই ২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন (Salary)

এখানে আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে ৪৬,৫০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

এখানে Diving Officer পদে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে smportkolkata.shipping.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তারপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। এরপরে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি যুক্ত করে নিচে উল্লেখিত ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্ট্রার পোস্ট এর মাধ্যমে পাঠাতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

to the Office of the Sr. Dy. Manager (P&IR), Haldia Dock Complex, Jawahar Tower, 6th floor, P.O.: Haldia Township, Dist.: Purba Medinipur, W.B.PIN: 721607

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য কোন প্রকার আবেদন মূল্যের প্রয়োজন নেই।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

Syama Prasad Mookerjee Port এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Diving Officer পদে অফলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হলো ১৯ জুলাই ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

শ্যামা প্রসাদ মুখার্জি পোর্টে Diving Officer নিয়োগ-তে আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত২০.০৬.২০২৩
আবেদন শুরু২০.০৬.২০২৩
আবেদন শেষ১৯.০৭.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি/আবেদনপত্র: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: smportkolkata.shipping .gov.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.

Leave a Comment