R.C. Bose Centre For Cryptology & Security – Technical Assistant And Junior Research Engineer Jobs Recruitment 2022:
কেন্দ্র সরকার দ্বারা RCB তে Technical Assistant অবং Junior Research Engineer পদে নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদের জন্য পশ্চিমবঙ্গে চাকরি পর্থীরও আবেদন করতে পারবে। কোন পদে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তা নিচে দেওয়া রয়েছে। এখানে কিভাবে আবেদন করবেন এবং নিয়োগ পদ্ধতি নিচে বিস্তারিত দেওয়া রয়েছে। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি ডাউনলোড করে পড়তে পারেন।
প্রতিষ্ঠান | R.C. Bose Centre For Cryptology Security |
পদের নাম | Technical Assistant অবং Junior Research Engineer |
বিজ্ঞপ্তি প্রকাশিত | ৩০.০৩.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা | Graduate, B.Tech |
আবেদন শুরু | ৩০.০০৩.২০২২ |
আবেদন শেষ | ১৪.০৪.২০২২ |
শূন্য পদ | ৫ |
চাকরির স্থান | ভারত |
Technical Assistant And Junior Research Engineer Jobs Recruitment 2022
শিক্ষাগত যোগ্যতা ~
টেকনিক্যাল অ্যাসিস্ট্যন্ট পদে প্রার্থী শিক্ষাগত যোগ্যতা গ্ৰাজুয়েশন পাস হতে হবে।
জুনিয়র রিচার্জ ইঞ্জিনিয়ার পদে শিক্ষাগত যোগ্যতা বিটেক পাস হতে হবে। এছাড়াও ইন্টারনেটের উপর দক্ষতা থাকতে হবে।
বয়স সীমা ~
উভয় পদের চাকরি প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। (সরকারি নিয়ম অনুযায়ী বয়স এর ছাড় এর সুবিধা রয়েছে)
সুণ্যপদ ~ মোট ৫ টি শূন্যপদ রয়েছে
বেতন ~ প্রথম পদের চাকরি প্রার্থীর দের প্রতিমাসে 20,000/- টাকা থেকে 25,000/- টাকার মধ্যে বেতন দেওয়া হবে। এবং দ্বিতীয় পদের চাকরি প্রার্থী দের প্রতিমাসে 25000/- টাকা থেকে 32500/- টাকা পর্যন্ত দেওয়া হবে।
আবেদন শেষ তারিখ ~ আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে 14-04-2022 তারিখ পর্যন্ত।
আবেদন মূল্য ~ এখানে আবেদন মূল্য প্রয়োজন নেই
আবেদন পদ্ধতি (How To Apply)
এখানে অফিসিয়াল ওয়েবসাইট বা অফলাইন এর মাধ্যমে আবেদনের সুবিধা নেই। এখানে আবেদন করার জন্য প্রথমে আবেদন পত্রটি ভালো করা পূরণ করে এবং তার সঙ্গে নিজের সমস্ত ডকুমেন্ট একসঙ্গে PDF করে নিচের দেওয়া ইমেইল আইডিতে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ইমেইল আইডি: rcbose@isical.ac.in
নিয়োগ পদ্ধতি (Selection Process)
এখানে চাকরিপ্রার্থী সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের ইন্টারভিউ দিন ও যাবতী তথ্য ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ( Importent Dates )
বিজ্ঞপ্তি প্রকাশিত – ৩০.০৩.২০২২
আবেদন শুরু – ৩০.০৩.২০২২
আবেদন শেষ – ১৪.০৪.২০২২
প্রয়োজনীয় লিঙ্ক ( Importent Links )
অফিসিয়াল নোটিস – Click Here
আমাদের টেলিগ্রাম – Click Here