বাড়িতে বসে মাসে ২৫,০০০/- টাকা ইনকাম করার সুযোগ, মহিলা/গৃহবধূ খুব সহজেই করতে পারবেন

Top 5 Business Ideas For Woman 2023 : বাড়িতে বসেই বাড়ির কাজ করার পাশাপাশি কয়েক ঘন্টা সময় দিয়ে মাসে ২৫,০০০/- টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। বর্তমানে হয়তো আপনি কাজের ফাঁকে একটু ফেইসবুক, হোয়াটস্যাপ, ইন্সট্রাগ্রাম এই সব দেখে সময় অতিবাহিত করেন। এই সময়টুকু কে কাজে লাগিয়ে আপনি চাইলে কোনো দোকান ঘর ছাড়াই, বাড়িতে বসেই বেশ কয়েকটি বিজনেস করতে পারবেন। আজকের এই আর্টিকেল এর মাধ্যমে মোট ৫ টি বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করবো, যেই গুলি যেকোনো মহিলা / গৃহবধূ খুব সহজেই করতে পারবেন। খুব কম টাকা ইনভেস্ট করেই। তো অবশ্যই আপনারা আজকের এই ৫ টি বিজনেস আইডিয়া পড়ুন। এই বিজনেস গুলি করেই আপনি নিজের যাবতীয় খরচ নিজেই চালাতে পারবেন।

Top 5 Business Ideas For Woman 2023

১) টেলারিং (Tailoring Business)

অনেক মহিলার ইচ্ছে থাকে যে বাড়িতে বসেই বিভিন্ন ধরণের ড্রেস তৈরী করার। কিন্তু ভাবছেন সেই বিজনেস কিভাবে শুরু করবেন? তো অবশ্যই আর কোনো চিন্তার কারণ নেই, আজকে আপনাদের এই বিজনেস এর সমস্ত রকম আইডিয়া জানিয়ে দিচ্ছি। যেকোনো কাজ করার জন্য প্রথম ছোট থেকেই শুরু করতে হয়। (Business Ideas 2023) পরবর্তী আপনার বিজনেস ভালো চললে আপনার পরিচিত বাড়লে, ব্যবসা অটোমেটিক একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। টেলারিং এর কাজ প্রথমত আপনাকে শিখে রাখতে হবে। আপনি টেলারিং সম্পূর্ণ ভাবে শিখে গেলে একটি সেলাই মেশিন নিতে হবে। এই ব্যবসায় আপনাকে বেশি পুঁজি লাগাতে হবে না। সেলাই মেশিনের পাশাপাশি আপনাকে কিছু অল্প পরিমানে সুতা ও কাপড় কিনতে হবে। তারপর আপনার ব্যবসা উন্নতির দিকে গেলে আপনি নতুন নতুন পোষাক গুলো পাইকারি কিনে নিয়ে এসে ব্যবসা করতে পারেন।

২) টিউশন পড়ানো : (Coaching Center)

বিশেষ করে বাড়ির মহিলারা যাঁরা শিক্ষা ক্ষেত্রে শিক্ষিকা হিসেবে একটি পরিচিতি তৈরী করতে চান, তাঁরা প্রথমত বাড়িতেই ক্লাস ১,২,৩,৪,৫ এর ছেলে – মেয়েদের নিয়ে টিউশন শুরু করুন। আপনার বাড়ির কাজ যেই সময় থাকবে না, সেটা হতে পারে বিকেল অথবা সন্ধ্যা বেলা এই টাইম এই আপনি ছেলে মেয়েদের নিয়ে ক্লাস করাতে পারেন। এই টিউশন এর ব্যবসা শুরু করার জন্য আপনাকে ১ টাকাও খরচ করতে হবে না। আপনি আপনার বাড়ির বারান্দায় অথবা আপনার রুমে কিছু জন ছেলে মেয়েকে নিয়ে টিউশন শুরু করতে পারেন। (Business Ideas 2023) এক্ষেত্রে আপনার কাছে যদি ৫-১০ জন ছেলে মেয়ে ভর্তি হয় তাহলে আপনি প্রতিমাসে একটা ভালো ইনকাম করতে পারবেন। অবশ্যই আপনাকে পড়াশোনা করানোর জন্য অভিজ্ঞতা লাগবে। আপনি উচ্চমাধ্যমিক পাশ থাকলে খুব ভালো হবে। আর যদি আপনি কলেজ এ পড়াশোনার পাশাপাশি এই কাজটি করেন তাহলে আপনি ক্লাস ১০ পর্যন্ত ছেলে মেয়েদের পড়াতে পারবেন। যদি আপনি কলেজ এ নির্দিষ্ট কোন অনার্স নিয়ে পড়াশোনা করেন তাহলে সেই সাবজেক্ট এর জন্য স্টুডেন্ট আপনার কাছে টিউশন এর জন্য ভর্তি হবে। সেক্ষেত্রে মাসিক বেতন টা তুলনামূলক ভাবে বেশি পাবেন। ১ থেকে ২ ঘন্টা সময় দিয়েই এই টিউশন পড়ানোর কাজটি আপনি করতে পারবেন।

৩) বিউটি পার্লার ( Beauty Parlor Business)

Business Ideas 2023 : কে না চায় যে তার চেহেরা আরও উজ্জ্বল হোক। আজকাল বিয়ে বাড়ি থেকে শুরু করে, যেকোনো অনুষ্ঠানে ঘুরতে গেলে প্রথমত মেকাপ করার জন্য বিশেষ করে মেয়েরা বিউটি পার্লারে যায়। আর আপনি যদি এই বিউটি পার্লারের ব্যবসা করতে পারেন তাহলে আপনার কাস্টমারের অভাব থাকবে না। প্রথমত আপনি বিউটিশিয়ান কোর্স করে নিবেন। তারপর একটি ভালো ঘর রেডি করবেন বিউটি পার্লার শুরু করার জন্য। এই ব্যবসায় আপনাকে মোটামুটি ১০-১৫ হাজার টাকা ইনভেস্ট করতে হতে পারে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই আপনি কয়েক মাসের মধ্যেই এই টাকা অর্থাৎ আপনার পুঁজি ফিরে আসবে। এটা এমনি একটা ব্যবসা যেটাতে আপনি ভালো পরিষেবা দিতে পারলে আপনি বিউটি পার্লারের লাইন লেগে যাবে। আর আপনার প্রতি মাসে ২০-২৫ হাজার টাকা এমনিতেই হয়ে যাবে। এই ব্যবসার পরিচিতি বাড়ানোর জন্য আপনি আপনার ফ্রেন্ড দের হেল্প নিতে পারেন তার সঙ্গে আপনি সোশ্যাল মিডিয়া তে আপনার বিউটি পার্লারের প্রচার করতে পারেন।

৪) ইউটুব চ্যানেল ( Youtube Channel )

Business Ideas 2023: আজকাল যেকোনো কিছু শেখার জন্য আমরা ইউটুবের সাহায্য নিয়ে থাকি। তো আপনি যদি সেই ইউটুবে নিজেই একটি একাউন্ট খুলে,ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনি এক সময় প্রতিমাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। প্রথমত আপনাকে ইউটুব চ্যানেল খুলতে হবে। তারপর আপনার ইচ্ছে অনুযায়ী ক্যাটাগরি তে ভিডিও আপলোড করতে থাকবেন। অনেকেই হয়তো ব্লগ করতে ভালোবাসেন, অনেকেই নিউস, এডুকেশন এবং আরও বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও করতে পারেন। আপনি ইউটুব থেকে এডসেন এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। এর জন্য আপনার চ্যানেলে অবশ্যই ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম এর প্রয়োজন হয়। আপনার যেকোনো একটা ভিডিও ভাইরাল হলেই আপনি এই ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম খুব সহজেই করে নিতে পারবেন। এই গুলি শর্ত পূরণ হয়ে গেলেই আপনার ইউটুবে ইনকাম শুরু। আপনি যত ভিডিও পোস্ট করবেন আপনার ততো বেশি ইনকাম হতে থাকবে। এই ব্যবসা শুরু করার জন্য আপনাকে কোনো ইনভেস্ট করতে হয়না। আপনার কাছে একটা ভালো স্মার্টফোন থাকলেই আপনি এই ইউটুব চ্যানেল খুলে ব্যবসা শুরু করতে পারবেন। তো আর দেরি না করে আজকেই ইউটুব চ্যানেল তৈরী করে ভিডিও আপলোড দেওয়া শুরু করুন।

৫) নাচের ক্লাস করানো (Dancing Class)

Business Ideas 2023: বিভিন্ন অনুষ্ঠানে অথবা স্কুলের বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানে আমরা দেখতে পাই অনেক ছোট ছোট ছেলে মেয়েরা নাচে অংশগ্রহণ করে। তো এই নাচ সে নিজে নিজের কখনোই শিখতে পারবে না। তারপর জন্য অবশ্যই একজন নাচের শিক্ষক অথবা শিক্ষিকা প্রয়োজন। আর আপনি যদি নাচ শেখাতে পারেন তাহলে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। কোনো রকম ইনভেস্ট ছাড়ায়। প্রথমত আপনাকে একটা বড়ো ঘরের প্রয়োজন হবে, যেই ঘরে একসাথে ১০-১৫ জন ছেলে মেয়ে নাচ শিখতে পারে। এই ব্যবসায় পরিচিতি বাড়ানোর জন্য বিভিন্ন স্কুলে যোগাযোগ রাখতে হবে।(Business Ideas 2023) আপনি চাইলে একটি কার্ডের মতো করে আপনার ব্যবসাটি প্রচার করতে পারেন। এই ব্যবসাতে আপনি প্রতিমাসে খুব ভালো একটা পরিমান টাকা ইনকাম করতে পারবেন। আপনি পুরো দিনের মধ্যে দুই টাইম এই নাচ ক্লাস টি করাতে পারেন। আপনার ফাঁকা সময় বিবেচনা করে। আর এই নাচ শেখার জন্য অনেক ছেলে মেয়ে আগ্রহী থাকে। এই ব্যবসা শুরু করার আগে আপনি নিজে একটা ভালো নাচ শিক্ষিকার কাছ থেকে নাচ এর সমস্ত বিস্তারিত শিখে নেবেন।

তো বন্ধুরা এই ২০২৩ এ বাড়ির কাজের পাশাপাশি ৫ টি বিজনেস আইডিয়ার। (Business Ideas 2023) এই বিজনেস গুলি করেই আপনি মাসে খুব ভালো পরিমান টাকা ইনকাম করতে পারবেন। পরবর্তীতে আরও এই ধরণের বিজনেস আইডিয়ার আর্টিকেল পড়ার জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখবেন।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

1 thought on “বাড়িতে বসে মাসে ২৫,০০০/- টাকা ইনকাম করার সুযোগ, মহিলা/গৃহবধূ খুব সহজেই করতে পারবেন”

Leave a Comment