Top 5 Low Bought Business Ideas 2023 : আজকের দিনে দাঁড়িয়ে সরকারি চাকরি পাওয়া বড়ো একটা চ্যালেঞ্জ। আজকাল যুবক -যুবতী থেকে শুরু করে বয়স্করাও ছোট খাটো ব্যবসা শুরু করেছে। কিন্তু শুধু ব্যবসা শুরু করলেই তো হবে না, প্রথমে এটা জানতে হবে কোন ব্যবসা লাভ বেশি অর্থাৎ কম পুঁজিতে কোন ব্যবসায় অধিক লাভ হবে। আজকে আপনাদের সঙ্গে এই আর্টিকেলের মাধ্যমে মোট ৫ টি কম পুঁজির ব্যবসার ( Business Ideas 2023 ) আইডিয়া নিয়ে আলোচনা করবো। যেই ব্যবসা গুলো করে আপনি প্রতিমাসে ৫০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

১) ক্যাটারিং ব্যবসা (Catering Business) :
যেকোনো অনুষ্ঠানে সুস্বাদু খাবার পরিবেশনের জন্য ক্যাটারার অবশ্যই প্রয়োজন। বিয়ে, জন্মদিন থেকে শুরু করে যেকনো অনুষ্ঠানে যেখানে মানুষের সমাগম বেশি হয় সেই সব অনুষ্ঠানে ক্যাটারিং এর জন্য ক্যাটারার দের প্রয়োজন হয়। এই ব্যবসা অনেকটা লাভজনক। বাড়িতে যেকোনো অনুষ্ঠান হলে আপনি খাওয়া – দাওয়ার ডিপার্টমেন্টটা সম্পর্ক ক্যাটারারদের উপর ছেড়ে দিতে পারেন এবং আপনি অনুষ্ঠানের অন্যান্য কাজ গুলি দেখাশুনা করতে পারবেন। এই ব্যবসা শুরু করার জন্য আপনাকে প্রথমে ৭-৮ জন ব্যাক্তি কে টিমে নিতে হবে যাঁরা সুস্বাদু খাবার বানাতে পারে, সাথে রান্না করার যেই সমস্ত সরঞ্জাম গুলি হয় সেই গুলো আপনাকে কিনতে হবে। প্রথমে হয়তো আপনাকে কিছু টাকা ইনভেস্ট করতে হবে।তারপরে আপনাকে আর কোনো টাকা খরচ করতে হবে না। আপনার এই ব্যবসা (Business Ideas 2023) ভালো চললে আপনি প্রতিমাসে ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
২) চায়ের (স্টল) :
চায়ের দোকান নাম টা শুনেই অনেকেই মনে করবেন এই ব্যবসা আমার দ্বারা হবে না। কিন্তু আপনি হয়তো সোশ্যাল মিডিয়া তে প্রতিনিয়ত খবর দেখতে পান – B. Tech cha wala, B. A Pass Cha Wala এইসব নাম দিয়ে চায়ের দোকান খুলেছে। আপনিও এই ধরণের একটি ইউনিক নাম দিয়ে আপনার দোকান খুলুন। অবশ্যই আপনার দোকানের চায়ের স্বাদ যেন মানুষ কে আকৃষ্ট করে রাখে। এই ব্যবসায় পুঁজির পরিমান অনেক কম। একটি ছোট্ট জায়গা আর ২-৩ হাজার টাকা থাকলেই এই ব্যবসা শুরু করা যাবে। আপনার ব্যবসা ভালো চললে আপনি এই চায়ের স্টল থেকেই প্রতিমাসে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা আয় করতে পারবেন। যেকোনো ব্যবসায় আপনাকে ধৈর্য অবশ্যই রাখতে হবে, না হলে আপনি কোনো ব্যবসায় ভালোভাবে (Business Ideas 2023) করতে পারবেন না। একবার ইচ্ছে হবে এটা ব্যবসা করি তো একবার ইচ্ছে হবে ওটা ব্যবসা করি। শেষমেষ দেখবেন আপনি পুঁজি টাই আপনি শেষ করে দিয়েছেন। তাই আপনি যেই ব্যবসা করুন না কেন অবশ্যই ওই ব্যবসার উপর আপনার মন দিতে হবে।
৩) জিম সেন্টার (GYM Center):
আজকাল প্রত্যেকটা পুরুষ এবং মহিলা প্রত্যেকেই চায় যেন তার শরীরটা সব সময় ফিট থাকে। আর এই ফিটনেস ধরে রাখতে হলে আপনাকে নিয়মিত জিম, ব্যায়াম করতে হবে। অনেকেই হয়তো বাড়িতে জিম, ব্যায়াম এইসব ভালোভাবে করতে পারেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জিম সেন্টার এ যেতে হবে। তাহলে আপনারা যাঁরা ভাবছেন জিম সেন্টার এর এই ব্যবসা শুরু করবেন, তাঁদের অবশ্যই মনে রাখতে হবে এই ব্যবসা শুরু করার জন্য আপনাকে অন্যান্য ব্যবসার পুঁজির তুলনায় এই ব্যবসায় (Business Ideas 2023) বেশি পরিমানে পুঁজি লাগবে। যেমন পুঁজি বেশি পরিমনে লাগবে সেই মতোই আপনার ইনকামও প্রতিমাসে ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত হবে। এই ব্যবসার শুরু করার জন্য আপনার প্রয়োজন হবে একটি বড়ো আকারের হল রুম, যেই রুমে ১০-১৫ জন একসাথে জিম করতে পারে। তার সাথে আপনাকে কিনতে হবে জিম করানোর জন্য সমস্ত সরঞ্জাম। যদি আপনার বাড়িতেই সেই রকম রুম থাকে তাহলে আপনি এই ব্যবসাটি বাড়িতেই করতে পারবেন। তো বন্ধুরা আর দেরি না শুরু করুন জিম সেন্টার এর এই ব্যবসাটি।
৪) রেস্টুরেন্ট ব্যবসা (Open a Restaurant) :
আজকাল মানুষ বাড়ির বাইরে কোথাও ঘুরতে গেলে অথবা কেনাকাটা করতে গেলে কিছু হালকা খাবার অথবা দুপুরের খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্ট এর খোঁজ করে। রেস্টুরেন্ট করার জন্য আপনাকে অবশ্যই একটা বড়ো জায়গার প্রয়োজন। তার সঙ্গে আপনাকে কিছু কর্মচারী রাখতে হবে। এই ব্যবসাতে আপনাকে পুঁজি বেশি ইনভেস্ট করতে হলেও এই ব্যবসা বেশ লাভজনক। এই ব্যবসা শুরু করার জন্য আপনাকে FSSAI license করতে হবে। এই লাইসেন্স আপনি খুব সহজেই করে নিতে পারবেন। আপনি চাইলে আপনি রেস্টুরেন্ট থেকে হোম ডেলিভারির ব্যবসাও করতে পারবেন। আর আজকের দিনে হোম ডেলিভারির বিশেষ চাহিদা রয়েছে। আপনি যদি আপনার হোম ডেলিভারি ব্যবসাকে (Business Ideas 2023) আরও বড়ো করতে চান তাহলে আপনি Swiggy, Zomato ইত্যাদির সাহায্য নিতে পারেন অর্থাৎ তাঁদের প্লাটফর্ম এর মাধ্যমে আপনার রেস্টুরেন্ট এর খাবার বিক্রি করতে পারবেন।
৫) অনলাইন সেন্টার (Cyber Cafe) :
অনলাইন সেন্টার এর ব্যবসা আজীবন চলতেই থাকবে। আপনার এই ব্যবসার একটা পরিচিতি হয়ে গেলে আপনার দোকানে কাস্টমার এর অভাব থাকবে না। আপনার অনলাইনে সেন্টার এ আপনি অনলাইনে যাবতীয় কাজ যেমন – রেল টিকিট, ভোটার, পান, আঁধার কার্ডের কাজ, কলেজের ফর্ম ফিলাপ, সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ ইত্যাদি আপনি করতে পারবেন। এই ব্যবসা শুরু করার জন্য অবশ্যই আপনাকে একটা দোকানে ঘর লাগবে। তার সঙ্গে আপনাকে কম্পিউটার / ল্যাপটপ লাগবে এবং কম্পিউটার নলেজ থাকতে হবে। (Business Ideas 2023) আপনি অনলাইনের কাজ এর পাশাপাশি আপনার দোকানে আপনি মোবাইল এর সরঞ্জাম রাখতে পারবেন। যেই সরঞ্জাম গুলি আপনি অনেক কম দামেই হোলসেলে দোকানে পেয়ে যাবেন। এই ব্যবসাতেও আপনাকে অবশ্যই ধৈর্য লাগবে। চেষ্টা করবেন যেন আপনার দোকানটি একটি জনবহুল এলাকায় হয়, অথবা কোনো স্কুল, কলেজ, অফিস এর আশেপাশে হয়। তাহলে আপনার দোকানের পরিচিতি হতে বেশি সময় লাগবে না।
তো বন্ধুরা এই ছিলো ২০২৩ সালের লাভ জনক ৫ টি ব্যবসার আইডিয়া। পরবর্তীতে আরও ব্যবসার আইডিয়া জানতে আমাদের ওয়েবসাইটটি অবশ্যই ফলো রাখবেন।
On line centre এর বিজনেস করলে অনেক সময় ফটো এডিট করতে হয় , ফটো upload করতে হয় । তাই জানতে চাই কোন software এর সাহায্য নিয়ে ফটো ব্যাপারের কাজ করতে সুবিধা হবে ।
Photoshop use korte paren