Union Bank of India-তে কর্মী নিয়োগ চলছে, আবেদন চলবে ১২এই ফেব্রুয়ারি পর্যন্ত

UBI Specialist Officers Recruitment 2023: ভারতের অন্যতম জনপ্রিয় ব্যাংক Union Bank of India-তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে স্পেশালিস্ট অফিসার (Specialist Officers) পদে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এখানে আগামী ১২ এই ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। Union Bank of India Recruitment 2023-তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নীচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাUnion Bank of India (UBI)
পদের নামস্পেশালিস্ট অফিসার
মোট শূন্যপদ৪২ টি
বেতননিয়ম অনুযায়ী
চাকরির ধরনBank Jobs
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটunionbankofindia.co.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

UBI-তে নিয়োগ ২০২৩ (UBI Specialist Officers Recruitment 2023)

পদের নাম (Post Name)

এখানে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া (UBI)-তে স্পেশালিস্ট অফিসার (Specialist Officers) পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

UBI Specialist Officers Recruitment 2023-তে সব মিলিয়ে মোট ৪২টি শূন্যপদ রয়েরেছে। পদ ও শ্রেণী ভিত্তিক শূন্যপদের সংখ্যা নিচের ছকে দেওয়া হয়েছে।

শ্রেণীর নামচিফ ম্যানেজারসিনিয়র ম্যানেজারম্যানেজারমোট শূন্যপদ
SC১০ টি১০ টি
ST১ টি১৩ টি৫ টি১৯ টি
OBC২ টি১১ টি১৩ টি
মোট শূন্যপদ ৩ টি৩৪ টি৫ টি৪২ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে প্রতিটি পদে আবেদন করার জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। Chief Manager (Chartered Accountants) পদে আবেদন করার জন্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI) এর একজন সহযোগী সদস্য (ACA) হতে হবে। বাকি দুটি পদে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক করা থাকতে হবে।

এছাড়াও প্রতিটি পদে আবেদন করার জন্য সংশ্লিষ্ট বিষয়ের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

বয়সসীমা (Age Limit)

এখানে প্রতিটি পদে আবেদন করার জন্য প্রয়োজনীয় বয়সসীমা নিচের ছকে দেওয়া হয়েছে।

পদের নামবয়সসীমা
Vacancy of chief manager২৫ – ৪০ বছর
Vacancy of senior manager২৫ – ৩৫ বছর
Vacancy of manager২২ – ৩৫ বছর

আবেদন পদ্ধতি (UBI Specialist Officers Recruitment 2023 Apply Online)

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। Union Bank of India Recruitment 2023-তে স্পেশালিস্ট অফিসার পদে আবেদন করার পদক্ষেপ গুলি নিচের তালিকার মধ্যে উল্লেখ করা হয়েছে।

UBI Specialist Officers Recruitment 2023
  • প্রথমে নিচের দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করুন।
  • আপনার সামনে IBPS এর ওয়েবসাইট খুলবে।
  • এরপর রেজিষ্টেশন করুন।
  • অনলাইন আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করুন।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • আবেদন মূল্য জমা করুন (যদি প্রয়োজন হয়)।
  • আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত/প্রিন্ট করে রাখুন।

এখানে আবেদন করার আগে অবশ্যই নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন।

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য ৮৫০/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST/PWBD পর্থীদের ক্ষেত্রে ১৫০/- টাকা আবেদন মূল্য প্রয়োজন।

আবেদনের শেষ তারিখ (UBI Specialist Officers Recruitment 2023 Last Date)

এখানে আগামী ১২এই ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

UBI Specialist Officers Recruitment 2023-তে আবেদনকারী চাকরি প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের পরে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার মান বিভাজন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে দেখুন।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত২১.০১.২০২৩
আবেদন শুরু২১.০১.২০২৩
আবেদন শেষ১২.০২.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Click Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের টেলিগ্রাম: Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

আরো পড়ুন ~

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

UBI Recruitment 2023 – FAQ

ইউনিয়ন ব্যাংকে কোন পদে নিয়োগ করা হচ্ছে?

ইউনিয়ন ব্যাংকে স্পেশালিস্ট অফিসার নিয়োগ করা হচ্ছে।

UBI Recruitment 2023-তে আবেদনের শেষ তারিখ কত?

UBI Recruitment 2023-তে আবেদনের শেষ তারিখ হলো ১২এই ফেব্রুয়ারি ২০২৩।

UBI Specialist Officers Recruitment 2023 Notification ডাউনলোড করবো কিভাবে?

উপরে Download PDF তে ক্লিক করে UBI Specialist Officers Recruitment 2023 Notification ডাউনলোড করতে পারবেন।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment