UPSC দ্বারা বিভিন্ন পদে কর্মী নিয়োগ – আবেদন চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত

Union Public Service Commission Recruitment 2023: পশ্চিমবঙ্গে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে Deputy Commissioner (Horticulture) সহ আরো বিভিন্ন পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রার্থীরা ৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাUnion Public Service Commission
পদের নামDeputy Commissioner (Horticulture) ও অন্যান্য
মোট শূন্যপদবিভিন্ন
বেতননিয়ম অনুযায়ী
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন পদ্ধতিঅনলাইন
স্থানপশ্চিমবঙ্গ
ওয়েবসাইটupsc.gov.in
টেলিগ্ৰামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

UPSC তে নিয়োগ ২০২৩ (UPSC Recruitment 2023)

পদের নাম (Post Name)

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে সেগুলি নিচের তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

  • Deputy Commissioner (Horticulture)
  • Assistant Director
  • Scientific Officer

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

Union Public Service Commission Recruitment 2023 তে Deputy Commissioner পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে Horticulture/Agriculture/Botany তে ডিগ্ৰি করে থাকতে হবে।‌‌‌ এছাড়াও প্রার্থীরা সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। Assistant Director পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে Veterinary Science Degree/PG করে থাকতে হবে এছাড়াও প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। Scientific Officer পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে Engineering এ Degree/PG করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীরা সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

Union Public Service Commission Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Deputy Commissioner (Horticulture) পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৫০ বছর বয়সে মধ্যে হতে হবে ও Assistant Director পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৩৫ বছর বয়সে মধ্যে হতে হবে এবং Seientific Officer পদে আবেদন করা প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৩৩ বছর বয়সে মধ্যে হতে হবে।

বেতন (Salary)

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে থেকে প্রার্থীদের প্রতিমাসে পে লেভেল অনুযায়ী বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। কি ভাবে আবেদন করবেন নিচে তালিকায় দেওয়া হয়েছে।

Union Public Service Commission Recruitment 2023
  • প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • তারপরে প্রার্থীরা রেজিস্ট্রেশন করা সময় অবশ্যই বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন করা আগে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন।

আবেদন ফি (Application Fee)

এখানে প্রার্থীদের আবেদন ফি হিসেবে ২৫/- টাকা ধার্য করা হয়েছে।

আবেদন শেষ তারিখ (Application Last Date)

Union Public Service Commission Recruitment 2023 তে আবেদন করা শেষ তারিখ হলো ৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখ (Importent Dates)

আবেদন শুরুশুরু হয়ে গেছে
আবেদনে শেষ তারিখ০৩.০২.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিশিয়াল নোটিস – Download PDF
  • আবেদনে লিঙ্ক – Apply Here
  • আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group

আরো পড়ুন ~

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment