UPSC Administrative Officer Recruitment 2023: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে প্রশাসনিক কর্মকর্তা (Administrative Officer) সহ আরো অন্যান্য পদে নিয়োগ করা হবে। প্রার্থীরা এখানে আগামী ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। UPSC Administrative Officer Recruitment 2023 তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা আবেদন করার পদ্ধতি এবং প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | The Union Public Service Commission (UPSC) |
---|---|
পদের নাম | Marketing Specialist or Economist, Archivist, Administrative Officer |
মোট শূন্যপদ | ১০ টি |
বেতন | নিয়ম অনুযায়ী |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
UPSC-তে নিয়োগ ২০২৩ (UPSC Administrative Officer Recruitment 2023)
পদের নাম (Post Name)
এখানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) তে Marketing Specialist or Economist, Archivist এবং Administrative Officer পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এখানে সব মিলিয়ে মোট ১০টি শূন্যপদ রয়েছে। Marketing Specialist or Economist – ১ টি শূন্যপদ, Archivist – ১ টি শূন্যপদ এবং Administrative Officer – ৮ টি শূন্যপদ।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এখানে প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি থাকা প্রয়োজন। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।
বয়সসীমা (Age Limit)
এখানে প্রতিটি পদে আবেদন করার জন্য আলাদা বয়সসীমা রয়েছে। পদ অনুযায়ী বয়সসীমা নিচের ছকে দেওয়া হয়েছে।
পদের নাম | সর্বোচ্চ বয়সসীমা |
---|---|
Marketing Specialist or Economist | ৪০ বছর |
Archivist (Oriental Records) | ৩৫ বছর |
Administrative Officer | ৪০ বছর |
আবেদন পদ্ধতি (Apply Online)
আগ্রহী ও যোগ্য পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে নিয়োগ করতে পারবেন। আবেদন করার জন্য প্রথমে https://upsconline.nic.in/ ওয়েবসাইট যেতে হবে অথবা নিচের দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে যাবার পর রেজিষ্টেশন করে নিতে হবে। তারপর যে পদের জন্য আবেদন করতে চান সেটির অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে এবং আবেদন মূল্য জমা করতে হবে।

আবেদন করার আগে অবশ্যই নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৮.০১.২০২৩ |
আবেদন শুরু | ২৮.০১.২০২৩ |
আবেদন শেষ | ১৬.০২.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Here
- অফিসিয়াল ওয়েবসাইট: upsc.gov.in
- আমাদের টেলিগ্রাম: Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
আরো পড়ুন ~
- মাধ্যমিক পাসে গ্রামীণ ডাক সেবক (GDS) নিয়োগ ২০২৩ – মোট ৪০৮৮৯ টি শূন্যপদ
- ভারতীয় পশুপালন নিগম লিমিটেডে নিয়োগ ২০২৩ – মোট ২৮২৬টি শূন্যপদ
- পশ্চিমবঙ্গে বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে ২০২৩
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |