UPSC এর দ্বারা বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, আবেদন চলবে ১০ আগস্ট পর্যন্ত

UPSC Aeronautical Officer Recruitment 2023: ভারতের সমস্ত বেকার যুবক ও যুবতীদের জন্য বিরাট সুখবর রয়েছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে Aeronautical Officer, Senior Administrative Officer সহ আরো বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট ৫৬ টি শূন্যপদ রয়েছে। ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ১০শে আগষ্ট ২০২৩ তারিখ পর্যন্ত। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাUnion Public Service Commission (UPSC)
পদের নামAeronautical Officer, Senior Administrative Officer সহ আরো বিভিন্ন
মোট শূন্যপদ৫৬ টি
বেতন (₹)নিয়ম অনুযায়ী
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটupsc.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

UPSC এর দ্বারা বিভিন্ন পদে নিয়োগ ২০২৩

পদের নাম

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে সমস্ত পদে নিয়োগ করানো হবে সেগুলি নিচের তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

  • Aeronautical Officer
  • Principal Civil Hydrographic Officer
  • Senior Administrative Officer Grade-II
  • Scientist B
  • Assistant Geophysicist

মোট শূন্যপদ

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে ৫৬ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদে সংখ্যা নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামশূন্যপদের সংখ্যা
Aeronautical Officer২৬ টি
Principal Civil Hydrographic Officer০১ টি
Senior Administrative Officer Grade-II২০ টি
Scientist B০৭ টি
Assistant Geophysicist০২ টি

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে BE বা B.Tech, AMIE, স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে।

বয়সসীমা

এখানে Assistant Geophysicist পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৪০ বছর বয়সে মধ্যে হতে হবে। এছাড়াও আরো বাকি পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৩৫ বছর বয়সে মধ্যে হতে হবে।

বেতন

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারী প্রার্থীদের নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে Aeronautical Officer, Senior Administrative Officer সহ আরো বিভিন্ন পদে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে upsc.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে অনলাইনের মাধ্যমে আবেদনপত্রটি ফিলাপ করতে হবে। তারপরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে সব কিছু ভালোভাবে যাচাই করে দেখে নেওয়ার পর ফাইনাল সাবমিট করতে হবে। আবেদন সম্পন্ন হলে রেফারেন্স এর জন্য আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিজেদের কাছে ভালো করে রাখতে হবে।

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য OBC/ GEN/ EWS প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ২৫/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ PWD প্রার্থীদের কোন রকম আবেদন মূল্য লাগবে না।

আবেদনের শেষ তারিখ

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হলো ১০শে আগষ্ট ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপরে ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদন শুরু২২.০৭.২০২৩
আবেদন শেষ১০.০৮.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: upsc.gov.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

Leave a Comment