UPSC Deputy Architect Recruitment 2023: যে সমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির খোঁজ করছেন তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে Deputy Architect, Administrative Officer সহ আরো বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট ৭১ টি শূন্যপদ রয়েছে। ভারতের সমস্ত নাগরিক এখানে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ২৭শে জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে জানার জন্য পুরো খবরটি পড়ুন।
নিয়োগ সংস্থা | Union Public Service Commission (UPSC) |
---|---|
পদের নাম | Deputy Architect, Administrative Officer |
মোট শূন্যপদ | ৭১ টি |
বেতন (₹) | নিয়ম অনুযায়ী |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | upsc.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
UPSC এর মাধ্যমে কর্মী নিয়োগ ২০২৩
পদের নাম (Post Name)
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে সমস্ত পদে নিয়োগ করানো হবে সেগুলি নিচের তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
- Legal Officer
- Scientific officer
- Deputy Architect
- Scientist B (Ballistics)
- Scientist B (Documents)
- Junior Scientific Officer
- Assistant Director Of Mines Safety
- Director General
- Administrative officer
মোট শূন্যপদ (Total Vacancy)
UPSC এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ৭১ টি শূন্যপদ রয়েছে। সেগুলি পদ অনুযায়ী শূন্যপদে সংখ্যা নিচে ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
পদের নাম | মোট শূন্যপদ |
---|---|
Legal Officer | ০২ টি |
Scientific officer | ০১ টি |
Deputy Architect | ৫৩ টি |
Scientist B (Ballistics) | ০১ টি |
Scientist B (Documents) | ০৬ টি |
Junior Scientific Officer | ০২ টি |
Assistant Director Of Mines Safety | ০২ টি |
Director General | ০১ টি |
Administrative officer | ০৩ টি |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
প্রতিটি পদে আবেদন করার জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। এখানে আবেদন করা জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি, মাস্টার ডিগ্ৰি, স্নাতকোত্তর ডিগ্রি/ডিপ্লমো, বিজ্ঞানে মাস্টার্স অফ মাস্টার অফ টেকনোলজি কমপ্লিট করে থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
বয়সসীমা (Age Limit)
এখানে Deputy Architect, Legal Officer, Scientist B (Ballistic), Scientist B (Documents) পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৩৫ বছর বয়সের মধ্যে হতে হবে এবং Scientifc Officer, Junior Scientific Officer পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৩০ বছর বয়সের মধ্যে হতে হবে। এছাড়াও আরো বাকি পদে বয়সসীমা সম্পর্কে জানতে হলে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিবেন।
আবেদন পদ্ধতি (Apply Process)
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) তে Deputy Architect, Administrative Officer সহ আরো বিভিন্ন পদে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে upsc.gov.in অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে মাধ্যমে আবেদনপত্রটি ফিলাপ করতে হবে। তারপরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে সব কিছু ভালোভাবে যাচাই করে দেখে নেওয়ার পর ফাইনাল সাবমিট করতে হবে। আবেদন সম্পন্ন হয়ে গেলে রেফারেন্স এর জন্য আবেদন নম্বরটি প্রিন্ট আউট করে বের করে নিজেদের কাছে ভালো করে রাখতে হবে।
আবেদন মূল্য (Application Fee)
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) তে আবেদন করা জন্য GEN/ OBC/ EWS প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ২৫/- টাকা ধার্য করা হয়েছে এবং SC/ ST/ PWD প্রার্থীদের কোন রকম আবেদন মূল্য লাগবে না।
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
UPSC এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হলো ২৭শে জুলাই ২০২৩।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপরে ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৮.০৭.২০২৩ |
আবেদন শুরু | ০৮.০৭.২০২৩ |
আবেদন শেষ | ২৭.০৭.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Here
- অফিসিয়াল ওয়েবসাইট: upsc.gov.in
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here