বিরাট চাকরির সুযোগ, UPSC-এর মাধ্যমে ১৩১২টি শূন্যপদে কর্মী নিয়োগ

Photo of author

By Joydeep

UPSC Recruitment 2023: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট ১৩১২ টি শূন্যপদ রয়েছে। আগ্রহী ও যোগ্য পার্থী এখানে আগামী ৯ মে ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি, পরীক্ষার তারিখ সম্পর্কিত বিস্তারিত তথ্য নিচে প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাUnion Public Service Commission (UPSC)
পদের নামIndian Economic Service ও Combined Medical Service Examination
মোট শূন্যপদ১৩১২ টি
বেতন (₹)৫৬,১০০ – ১,৭৭,৫০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটupsc.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

UPSC-এর মাধ্যমে কর্মী নিয়োগ ২০২৩ (UPSC Recruitment 2023)

পদের নাম (Post Name)

এখানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর পক্ষ থেকে Indian Economic Service/ Indian Statistical Service এবং Combined Medical Service পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

সব মিলিয়ে মোট ১৯১২ টি শূন্যপদ রয়েছে। Indian Economic Service/ Indian Statistical Service তে ৫১ টি শূন্যপদ এবং Combined Medical Service তে ১২৬১ টি শূন্যপদ।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

Indian Economic Service/ Indian Statistical Service পদে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং Combined Medical Service পদে আবেদন করার জন্য MBBS ডিগ্রি থাকা প্রয়োজন।

বয়সসীমা (Age Limit)

এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ১ আগস্ট ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে এবং Combined Medical Service পদে সর্বোচ্চ ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।

এছাড়াও এখানে OBC প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছর, SC/ST পর্থীদের ক্ষেত্রে ৫ বছর এবং PwD পর্থীদের ক্ষেত্রে ১০ বছর বয়স ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

UPSC Recruitment 2023 Apply Online For 1312 Post

আগ্রহী ও যোগ্য পার্থী এখানে ইউনিয়ন পাব্লিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-তে গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে রাখতে হবে। এরপর অনলাইনের আবেদনপত্র পূরণ করে স্ক্যান করা ডকুমেন্ট আপলোড করে সাবমিট করতে হবে। এরপর অনলাইনের মাধ্যমে আবেদন মূল্য জমা করতে হবে (যদি প্রয়োজন)।

আবেদন মূল্য (Application Fee)

ইউনিয়ন পাব্লিক সার্ভিস কমিশন (UPSC) এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার জন্য ২০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST/PwD এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য জমা করতে হবে না।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

UPSC Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অনলাইনে আবেদন করার এবং আবেদন মূল্য জমা করার শেষ তারিখ হলো ৯ মে ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা এবং পার্সোনাল ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে দেখুন।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত
আবেদন শুরু১৯.০৪.২০২৩
আবেদন শেষ০৯.০৫.২০২৩
পরীক্ষা (Indian Economic Service/ Indian Statistical Service Examination)২৩.০৬.২০২৩
পরীক্ষা (Combined Medical Service Examination)১৬.০৭.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি (১): Download PDF
  • অফিসিয়াল বিজ্ঞপ্তি (২): Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: upsc.gov.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.