আবার নতুন করে ব্লকে ব্লকে আশা কর্মী নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করুন

Uttar Dinajpur District ASHA Worker Recruitment 2023: পশ্চিমবঙ্গ রাজ্যের উওর দিনাজপুর জেলার বেশ কয়েকটি ব্লকে উপস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে আশা ওয়ার্কার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ৩১ টি শূন্যপদ রয়েছে। এখানে আবেদনকারী প্রার্থীরা মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। এখানে আবেদনকারী প্রার্থীরা ১০ মে ২০২৩ তারিখ পর্যন্ত অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাASHA Selection Sammittee, Raiganj Sub-Division, Uttar Dinajpur
পদের নামASHA Worker
মোট শূন্যপদ৩১ টি
বেতন (₹)৫,৫০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅফলাইন
স্থানউওর দিনাজপুর
ওয়েবসাইটuttardinajpur.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

উত্তর দিনাজপুর জেলায় আশা কর্মী নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

পশ্চিমবঙ্গ রাজ্যের উওর দিনাজপুর জেলার বেশ কয়েকটি ব্লকে উপস্বাস্থ্য কেন্দ্রের যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো – ASHA Worker

মোট শূন্যপদ (Total Vacancy)

Uttar Dinajpur District ASHA Worker Vacancy 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ৩১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

Uttar Dinajpur District ASHA Worker Recruitment 2023 তে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং প্রার্থীদের সংশ্লিষ্ট ব্লকে এবং গ্ৰামের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আবেদন যোগ্য।

বয়সসীমা (Age Limit)

এখানে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ৩০ বছর বয়স থেকে ৪০ বছর বয়সে মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেনী প্রার্থীরা ২২ বছর বয়স থেকে আবেদন করতে পারবেন।

বেতন (Salary)

Uttar Dinajpur District ASHA Worker Recruitment 2023 তে নির্বাচন প্রার্থীদের প্রতিমাসে ৫,৫০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

Uttar Dinajpur District ASHA Worker Recruitment 2023

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে অনলাইনে সুবিধা না থাকায় প্রার্থীদের অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে www.uttardinajpur.gov.in অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তারপরে আবেদনকারী প্রার্থীরা সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। এরপরে প্রার্থীরা নিজেদের ব্লক অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

এখানে আগামী ১০ মে ২০২৩ তারিখ পর্যন্ত অফলাইনে মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউ এর ভিত্তিতে নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১৭.০৪.২০২৩
আবেদন শুরু১৭.০৪.২০২৩
আবেদন শেষ১০.০৫.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি/আবেদনপত্র: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: uttardinajpur.gov.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.