Vidyasagar University Recruitment 2022-23: পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর জেলার বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে Office Assistant (Sport & NSS) পদে নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 02 টি শূন্য পদে নিয়োগ করা হবে। Vidyasagar University Recruitment 2022-23 তে আবেদন করা জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Vidyasagar University |
---|---|
পদের নাম | Office Assistant (Sport & NSS) |
মোট শূন্যপদ | 02 টি |
শিক্ষাগত যোগ্যতা | গ্ৰ্যাজুয়েট পাশ |
ইন্টারভিউয়ের তারিখ | 19.12.2022 |
স্থান | মেদিনীপুর, পশ্চিমবঙ্গ |
টেলিগ্ৰাম | Join Here |
বিদ্যাসাগর ইউনিভারসিটিতে অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ ২০২২-২৩ | Vidyasagar University Recruitment 2022-23
পদের নাম – Vidyasagar University Recruitment 2022-23 Post Name
Vidyasagar University Recruitment 2022-23 তে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি হলো – Office Assistant (Sport & NSS)
মোট শূন্যপদ – Vidyasagar University Job Vacancy
Vidyasagar University Recruitment 2022-23 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট 02 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা – Vidyasagar University Recruitment 2022-23 Educational Qualification
Vidyasagar University Recruitment 2022-23 তে স্পোর্ট পদে আবেদন করা জন্য যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্ৰাজুয়েট পাশ করে থাকতে হবে ও ক্রীড়াবিদ হতে হবে এবং এনএসএস পদে আবেদন করা জন্য গ্ৰ্যাজুয়েট পাশ ও কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে।
আবেদন পদ্ধতি – Vidyasagar University Recruitment 2022-23 Apply Process
আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের প্রথমে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিশিয়াল নোটিস থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস ও শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট নিয়ে সঠিক সময়ে মধ্যে নির্দিষ্ট ঠিকানা ইন্টারভিউ দিন উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ স্থান
বিদ্যাসাগর ইউনিভারসিটি এর Committee Room-1, Vidyasagar Bhavan
ইন্টারভিউ এর তারিখ
Vidyasagar University Recruitment 2022-23 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আগ্ৰহী প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে 19.12.2022 তারিখ।
গুরুত্বপূর্ণ তারিখ – Importent Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | 12.12.2022 |
ইন্টারভিউয়ের তারিখ | 19.12.2022 |
প্রয়োজনীয় লিঙ্ক – lmportent Link
- অফিশিয়াল নোটিস/আবেদনপত্র- Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট – Click Here
- আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ – Join Group
অন্যান্য চাকরির খবর
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |