বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গেষ্ট টিচার নিয়োগ, বেতন ১২০০০ টাকা

Visva Bharati Guest Teacher Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পক্ষ থেকে Weaving (Guest Teacher) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ০১ টি শূন্যপদ রয়েছে। এখানে নির্বাচন প্রার্থীদের প্রতিমাসে ১২,০০০/- টাকা বেতন দেওয়া হবে। এখানে আবেদন করা জন্য কোন রকম আবেদন মূল্য লাগবে না। ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ২২ জুন ২০২৩ তারিখ পর্যন্ত। এখানে আবেদন করা জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে। ‌

নিয়োগ সংস্থাVisva Bharati
পদের নামWeaving (Guest Teacher)
মোট শূন্যপদ০১ টি
বেতন (₹)১২,০০০/-
আবেদন মোডঅফলাইন
স্থানপশ্চিমবঙ্গ
ওয়েবসাইটvisvabharati.ac.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গেষ্ট টিচার নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

এখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে Weaving (Guest Teacher) পদে নিয়োগ করানো হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে Weaving পদে আবেদন করা জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে Weaving তে ০৫ বছরের ডিপ্লোমা, BFA করে থাকতে হবে অথবা প্রার্থীদের সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের কম্পিউটারের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য।

বয়সসীমা (Age Limit)

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এর অফিশিয়াল বিজ্ঞপ্তিতে বয়সসীমা সম্পর্কিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

বেতন (Salary)

এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১২,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গেষ্ট টিচার নিয়োগ (Visva Bharati Guest Teacher Recruitment 2023)

অনলাইনে আবেদনের সুবিধা না থাকায় প্রার্থীদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। Weaving পদে আবেদন করা জন্য প্রার্থীদের প্রথমে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বায়োডাটা সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নিদির্ষ্ট অফিসে গিয়ে জমা দিতে হবে ২২ জুন ২০২৩ তারিখ এর আগে পর্যন্ত।

প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য কোন প্রকার আবেদন মূল্যের প্রয়োজন নেই।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

Siksha- Satra Office, Visva-Bharati, Sriniketan

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করা শেষ তারিখ হলো ২২ জুন ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারী প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০৬.০৬.২০২৩
আবেদন শুরু০৬.০৬.২০২৩
আবেদন শেষ২২.০৬.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: visvabharati.ac.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.

Leave a Comment