WAPCOS Limited Field Supervisor Recruitment 2023: পশ্চিমবঙ্গ রাজ্যের ওয়াপকোস লিমিটেড তরফে ফিল্ড সুপারভাইজার পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ১২০ টি শূন্যপদ রয়েছে। এখানে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত। WAPCOS Limited Recruitment 2023 তে আবেদন করা জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | WAPCOS Limited |
পদের নাম | ফিল্ড সুপারভাইজার |
মোট শূন্যপদ | ১২০ টি |
বেতন | ১৪,০০০/- থেকে ১৭,০০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | ইন্টারভিউ |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | www.wapcos.gov.in |
টেলিগ্ৰাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
WAPCOS Limited Field Supervisor Recruitment 2023
পদের নাম (Post Name)
WAPCOS Limited Recruitment 2023 তে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি হলো – ফিল্ড সুপারভাইজার।
মোট শূন্যপদ (Total Vacancy)
WAPCOS Limited Vacancy 2023 তে সব মিলিয়ে মোট ১২০ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
ফিল্ড সুপারভাইজার পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে Electrical Engineering/ Electrical and Electronics/ Electronics Communication/Electronics Instrumentation এ Diploma/B.E./B.Tech করে থাকতে হবে এবং প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের কাজের দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
WAPCOS Limited Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৪০ বছর বয়সে মধ্যে হতে। এবং প্রার্থীদের এখানে বয়সের হিসাব ধরা হবে ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন (Salary)
WAPCOS Limited Fild Supervisor পদে আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে ১৪,০০০/- থেকে ১৭,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)
আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে আলাদা ভাবে আবেদন করা কোন প্রয়োজন নেই প্রার্থীরা সরাসরি ইন্টারভিউ দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে নিচে উল্লেখিত ঠিকানা সঠিক সময়ে মধ্যে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ স্থান
WAPCOS Project Office Lucknow, ৩/৩০৯, Vikram Khand, Gomit Nagar, Lucknow (UP)- ২২৬০১০
ইন্টারভিউ তারিখ
এখানে ফিল্ড সুপারভাইজার পদে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত।
গুরুত্বপূর্ণ তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৭.০১.২০২৩ |
ইন্টারভিউ শুরু | ০৪.০২.২০২৩ |
ইন্টারভিউ শেষ তারিখ | ০৫.০২.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিশিয়াল নোটিস – Download PDF
- অফিশিয়াল ওয়েবসাইট – www.wapcos.gov.in
- আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group
আরো পড়ুন ~
- মাধ্যমিক পাসে গ্রামীণ ডাক সেবক (GDS) নিয়োগ ২০২৩ – মোট ৪০৮৮৯ টি শূন্যপদ
- ভারতীয় পশুপালন নিগম লিমিটেডে নিয়োগ ২০২৩ – মোট ২৮২৬টি শূন্যপদ
- পশ্চিমবঙ্গে বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে ২০২৩
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |