জেলার DM অফিসে ডাটা এন্ট্রি অপারেটর (DEO) নিয়োগ 2022 | WB Data Entry Operator Recruitment 2022 Darjeeling

WB Data Entry Operator Recruitment 2022: পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার DM অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী পার্থী এখানে আগামী 29 সেপ্টেম্বর 2022 তারিখ পর্যন্ত ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফর্ম এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন। দার্জিলিং জেলার DM অফিসে ডাটা এন্ট্রি অপারেটর (DEO) নিয়োগ 2022 এর যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া এবং আবেদন করার পদ্ধতি সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

বিষয় সূচী ~

DM অফিসে ডাটা এন্ট্রি অপারেটর (DEO) নিয়োগ 2022 | WB Data Entry Operator Recruitment 2022

নিয়োগ বিজ্ঞপ্তিGovt Of West Bengal
পদের নামData Entry Operator (DEO)
শিক্ষাগত যোগ্যতাগ্র্যাজুয়েশন
মোট শূন্যপদ4 টি
বেতন11,000/-
আবেদন মোডঅফলাইন
স্থানদার্জিলিং, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটdarjeeling.gov.in

বিনামূল্যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরি খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন।

WB Data Entry Operator Recruitment 2022 – বিবরণ

পদের নাম | Post Name

এখানে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার DM অফিসে ডাটা এন্ট্রি অপারেটর (DEO) পদে নিয়োগ করা হচ্ছে।

DM অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ শিক্ষাগত যোগ্যতা | Educational Qualification

এখানে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করা থাকতে হবে। তার সঙ্গে কম্পিউটার এর সাধারণ ধারণা থাকা প্রয়োজন।

বয়সসীমা | WB Data Entry Operator Recruitment 2022 Age Limit

এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 18 বছর থেকে 40 বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

মোট শূন্যপদ | Total Vacancy

পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার DM অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট 4 টি শূন্যপদে নিয়োগ করা হবে।

বেতন | Salary

Darjeeling District Data Entry Operator Recruitment 2022 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রতিমাসে 11,000 টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি | Darjeeling District Data Entry Operator Recruitment 2022 Apply Process

দার্জিলিং জেলার DM অফিসে Data Entry Operator (DEO) পদে নিয়োগ 2022 এর জন্য আগ্রহী চাকরি প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে কিভাবে আবেদন করতে হবে নিচে কয়েকটি সহজ পদক্ষেপ এর মাধ্যমে পরিবেশন হয়েছে।

  • প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশের সঙ্গে যুক্ত আবেদন পত্র ডাউনলোড করতে হবে।
  • তারপর আবেদন পত্রটি A4 সাইজের সাদা কাগজে প্রিন্ট করতে হবে।
  • আবেদনপত্রটি সঠিক ভাবে পূরণ করতে হবে।
  • আবেদন ফর্ম এর সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি যুক্ত করতে হবে।
  • তারপর পোস্ট অফিসের মাধ্যমে অথবা নিজে গিয়ে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট | Required Documents

  • আধার কার্ড বা ভোটার কার্ড।
  • মাধ্যমিক এর অ্যাডমিট কার্ড।
  • গ্র্যাজুয়েশন এর মার্কশিট।
  • কম্পিউটার সার্টিফিকেট।
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ~

Treasury Department In office of the district magistrate, Darjeeling, Lebong Cart Rd.

আবেদনের শেষ তারিখ | Application Last Date

আগ্রহী পার্থী দার্জিলিং জেলার DM অফিসে Data Entry Operator (DEO) পদে নিয়োগ 2022 তে আগামী 29 সেপ্টেম্বর 2022 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া | WB Data Entry Operator Recruitment 2022 Selection Prosess

এখানে আবেদনকারী চাকরি পর্থীদর কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। এখানে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ নেওয়া হবে। কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ তে সফল হওয়া পর্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ | Imoortent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত12.09.2022
আবেদন শুরু12.09.2022
আবেদন শেষ29.09.2022

প্রয়োজনীয় লিঙ্ক | Importent Links

  • অফিসিয়াল নোটিশ/আবেদন ফর্ম: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের টেলিগ্রাম: Join Here Free
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

নতুন চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ITI পাশে চাকরি580+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

সরকারি চাকরির আপডেট

নিয়োগমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ50000+Apply Here..
আশা কর্মী নিয়োগ4500+Apply Here..
IBPS তে নিয়োগ65000+Apply Here..
ভারতীয় ডাক বিভাগে নিয়োগ7800+Apply Here..
ভারতীয় রেলওয়ে নিয়োগ56000+Apply Here..
সাস্থ্য দপ্তরে নিয়োগ10000+Apply Here..

WB Data Entry Operator Recruitment 2022 সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর

WB Data Entry Operator Recruitment 2022

WB Data Entry Operator Recruitment 2022 কোন জেলায় নিয়োগ করা হচ্ছে?

WB Data Entry Operator Recruitment 2022 পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় নিয়োগ করা হচ্ছে।

দার্জিলিং জেলার DM অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ তে কতগুলি শূন্যপদ আছে?

দার্জিলিং জেলার DM অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ তে মোট 4 টি শূন্যপদ আছে।

দার্জিলিং জেলার DM অফিসে ডাটা এন্ট্রি অপারেটর চাকরির আবেদনের শেষ তারিখ কত?

দার্জিলিং জেলার DM অফিসে ডাটা এন্ট্রি অপারেটর চাকরির আবেদনের শেষ তারিখ হলো 29 সেপ্টেম্বর 2022.

Darjeeling District Data Entry Operator Recruitment 2022 এর আবেদন ফর্ম কোথায় পাবো?

Darjeeling District Data Entry Operator Recruitment 2022 এর আবেদন ফর্ম এর লিঙ্ক উপরে দেওয়া রয়েছে। সেখানে Download PDF তে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment