WB Govt 7th Pass Recruitment 2022: সপ্তম শ্রেণী পাসে রাধুনী, হেলপার ও আরো অন্যান্য পদে নিয়োগ ২০২২ @wb.gov.in

WB Govt 8th Pass Recruitment 2022: সপ্তম শ্রেণী পাসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা রাধুনী, হেলপার ও আরো অন্যান্য পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গেছে এবং আগামী 18 নভেম্বর 2022 তারিখ পর্যন্ত আবেদন চলবে। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাপশ্চিমবঙ্গ সরকার
পদের নামLaboratory assistant, Cook for hostel, Helper to cook, Sweeper
শিক্ষাগত যোগ্যতাসপ্তম শ্রেণী পাস
মোট শূন্যপদ6 টি
বেতনRs. 11,000 – 15,000/-
স্থানজলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটwb.gov.in

অষ্টম শ্রেণী পাসে রাধুনী, হেলপার ও আরো অন্যান্য পদে নিয়োগ ২০২২ | WB Govt 8th Pass Recruitment 2022

পদের নাম | Post Name

এখানে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা Laboratory assistant, Cook for hostel, Helper to cook এবং Sweeper পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা | Educational Qualification

WB Govt 8th Pass Recruitment 2022 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার জন্য শুধু মাত্র সপ্তম শ্রেণী পাস হলেই হবে।

বয়সসীমা | Age Limit

1 জানুয়ারি 2022 তারিখ অনযায়ী আবেদনকারীর সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর বয়স হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।

মোট শূন্যপদ | Total Vacancy

  • Laboratory assistant: 1 টি শূন্যপদ
  • Cook for hostel: 3 টি শূন্যপদ
  • Helper to cook: 1 টি শূন্যপদ
  • Sweeper: 1 টি শূন্যপদ

বেতন | Salary

পদের নামবেতন (₹)
Laboratory assistant15,000
Cook for hostel12,000
Helper to cook11,000
Sweeper11,000

আবেদন পদ্ধতি | Apply Process

আগ্রহী পার্থী এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার পদ্ধতি নিচে বিস্তারিত দেওয়া রয়েছে।

  • নিচের দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে।
  • আবেদন পত্রটি A4 সাইজের সাদা কাগজে প্রিন্ট করতে হবে।
  • আবেদনপত্রটি সঠিক ভাবে পূরণ করতে হবে।
  • তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি যুক্ত করতে হবে।
  • পোস্ট এর মাধ্যমে বা নিজে গিয়ে নিচের দেওয়া ঠিকানায় জমা করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট | Importent Documents

  • জন্ম প্রমাণপত্র (জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড)।
  • আইডি প্রমাণপত্র (ভোটার কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড বা ব্যাংক একাউন্ট)।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (মার্কশিট বা সার্টিফিকেট)।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

Project Officer cum District welfare Officer, Backward Classes Welfare & Tribal Devlopment Department, Sivaji Road, Hakimpara, P.O & Dist – Jalpaiguri, Pin- 735101

আবেদনের শেষ তারিখ

আগামী 18 নভেম্বর 2022 বিকেল 5 টা পর্যন্ত প্রাপ্ত আবেদন পত্র গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

নিয়োগ প্রক্রিয়া | Selection Process

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউ এর ভিত্তিতে নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি দেখুন।

গুরুত্বপূর্ণ তারিখ | Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত01.11.2022
আবেদন শুরু01.11.2022
আবেদন শেষ18.11.2022

প্রয়োজনীয় লিঙ্ক | Importent Links

  • অফিসিয়াল নোটিস/আবেদন পত্র: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: wb.gov.in
  • আমাদের টেলিগ্রাম: Join Here Free
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment