WB Govt Hospital Recruitment 2023: পশ্চিমবঙ্গের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্মেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে চুক্তিভিত্তিক স্টোর কিপার পদে নিয়োগ করা হবে, এটি কোনভাবেই স্থায়ী সরকারি চাকরি হবে না। এখানে আগে থেকে আবেদন করার প্রয়োজন নেই। আগ্রহী ও যোগ্য প্রার্থী সরাসরি ইন্টারভিউ স্থলে উপস্থিত থাকলেই হবে। Sarat Chandra Chattopadhyay Government Medical Collage & Hospital তে Store Keeper পদে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত, বয়সসীমা এবং আবেদন করার পদ্ধতি সম্পর্কে জানতে পুরো খবরটি পড়ুন।
নিয়োগ সংস্থা | Sarat Chandra Chattopadhyay Government Medical Collage & Hospital |
পদের নাম | Store Keeper |
মোট শূন্যপদ | ২ টি |
বেতন (₹) | ১০,০০০/- |
চাকরির ধরন | চুক্তিভিত্তিক |
আবেদন মোড | ইন্টারভিউ |
স্থান | হাওড়া, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | wbhealth.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
সরকারি হাসপাতালে চুক্তিভিত্তিক স্টোর কিপার নিয়োগ ২০২৩ (WB Govt Hospital Recruitment 2023)
পদের নাম (Post Name)
এখানে পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়ার Sarat Chandra Chattopadhyay Government Medical Collage & Hospital-তে স্টোর কিপার (Store Keeper) পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এখানে মোট ২ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এখানে আবেদন করার জন্য সংশ্লিষ্ট বিষয়ের রিটার্ড সরকারি চাকরির হতে হবে। এবং তারসঙ্গে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
WB Govt Hospital Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে Sarat Chandra Chattopadhyay Government Medical Collage & Hospital-তে স্টোর কিপার পদে আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা হলো ৪৫ বছর।
বেতন (Salary)
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Store Keeper পদের কর্মকর্তাদের প্রতিমাসে ১০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)
এখানে আগে থেকে আবেদন করার প্রয়োজন নেই। প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে নির্দিষ্ট স্থানে নিচের দেওয়া ঠিকানায় উপস্থিত হতে হবে। আরো বিস্তারিত জানার জন্য নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখুন।

ইন্টারভি-এর সময়
আগামী ৩০এই জানুয়ারি ২০২৩ তারিখ দুপুর ১২ টা। আগ্রহী ও যোগ্য পর্থীদের সকাল ১১:৩০ এর মধ্যে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ-এর স্থান
College Council Room, Sarat Chandra Chattopadhyay Government Medical College & Hospital, Uluberia, Howrah.
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১১.০১.২০২৩ |
ইন্টারভিউ | ৩০.০১.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমাদের টেলিগ্রাম: Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
অন্যান্য চাকরির খবর
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |