পশ্চিমবঙ্গ সরকার দ্বারা Group-D পদে কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণী পাস হলেই আবেদন করতে পারবেন

WB Group-D Recruitment Birbhum: শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় গ্রুপ-ডি পদে চাকরির সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সর্বনিম্ন অষ্টম শ্রেণীর পাশ থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে চুক্তিভিত্তিক মেট্রন, রাধুনী, রাধুনী সহকারী, নৈশপ্রহরী এবং কর্মবন্ধু পদে নিয়োগ করা হবে। এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য কি কি নিয়মাবলী রয়েছে এই নিয়ে আজকের প্রতিবেদন।

নিয়োগ সংস্থাপশ্চিমবঙ্গ সরকার
পদের নামGroup-D
মোট শূন্যপদবিভিন্ন
বেতন (₹)নিয়ম অনুযায়ী
চাকরির ধরনসরকারি চাকরি (চুক্তিভিত্তিক)
আবেদন মোডঅফলাইন
স্থানবীরভূম, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটbirbhum.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

পশ্চিমবঙ্গ সরকার দ্বারা Group-D পদে কর্মী নিয়োগ

পদের নাম

এখানে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা বীরভূম জেলার নাওপাড়া আহমেদিয়া উচ্চ মাদ্রাসার হোস্টেলে যে সকল চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হবে সেগুলি হল –

  • মেট্রন
  • রাধুনী
  • রাধুনী সহকারী
  • নৈশপ্রহরী
  • কর্মবন্ধু

মোট শূন্যপদ

শিক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে দেখুন।

প্রয়োজনীয় যোগ্যতা

এখানে কেবলমাত্র নাওপাড়া গ্রামের স্বনির্ভর দলগুলি আবেদন করতে পারবেন। স্বনির্ভর দলগুলি নথিভুক্ত এবং তিন বছর পুরনো হতে হবে, এছাড়াও সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বয়স সীমা সম্পর্কিত কোন তথ্য প্রদান করা হয়নি।

বেতন

নির্বাচিত দলকে কাজের জন্য প্রতি মাসে ১৮,৫০০ টাকা দেওয়া হবে। পদ অনুযায়ী বেতনের পরিমাণ নিচের তালিকা উল্লেখ করা হয়েছে।

  • মেট্রন – ৮,০০০/- টাকা
  • রাধুনী – ৩,০০০/- টাকা
  • রাধুনী সহকারী – ২,৫০০/- টাকা
  • নৈশপ্রহরী – ৩,০০০/- টাকা
  • কর্মবন্ধু – ২,০০০/- টাকা

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদনের সুবিধা না থাকায় এখানে প্রার্থীদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা নিচের দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করুন। সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন। পূরণ করা আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস এর কপি যুক্ত করুন। এরপর এটিকে একটি মুখবন্ধ খামের মধ্যে পুরে তার উপর “নাওপাড়া আহমেদিয়া উচ্চ মাদ্রাসার হোস্টেলের জন্য স্বনির্ভর দল নিয়োগের আবেদন পত্র” লিখুন। এরপর নির্দিষ্ট তারিখের মধ্যে খয়রাসোল সমষ্টি উন্নয়ন অধিকারিকের, দপ্তরে দলের প্যাডে বন্ধ খামে আবেদনপত্রটি জমা করুন। আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে দেখে নেবেন।

আবেদন মূল্য

করার জন্য কোন উপকার আবেদন মূল্য ধার্য করা হয়নি।

আবেদনের শেষ তারিখ

পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার নাওপাড়া আহমেদিয়া উচ্চ মাদ্রাসার হোস্টেলে স্বনির্ভর দল নিয়োগে আবেদন করার শেষ তারিখ হল ৩১ আগস্ট ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৬.০৮.২০২৩
আবেদন শুরু১৭.০৮.২০২৩
আবেদন শেষ৩১.০৮.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি/আবেদনপত্র: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: birbhum.gov.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

Leave a Comment