সরকারি মডেল স্কুলে Guest Teacher এবং Group-D পদে নিয়োগ, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ

WB Guest Teacher And Group-D Recruitment 2022-23: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আরো সুখবর। পশ্চিমবঙ্গ রাজ্যের বিরভূম জেলার স্কুলে গেস্ট টিচার ও গ্ৰুপ -ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী 21 ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত। এখানে মোট 06 টি শূন্য পদে নিয়োগ করা হবে। আগ্ৰহী প্রার্থীরা এখানে কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাGovt Model School, Birbhum
পদের নামগেস্ট টিচার ও গ্ৰুপ-ডি
মোট শূন্যপদ06 টি
বেতননিয়ম অনুযায়ী
আবেদন শেষ তারিখ21.12.2022
স্থানবীরভূম, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইট

বীরভূম জেলার সরকারি মডেল স্কুলে Guest Teacher এবং Group-D পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-২২

পদের নাম – Post Name

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রার্থীদের যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি নিচের তালিকায় উল্লেখিত রয়েছে।

  • Guest Teacher
  • Group -D

মোট শূন্যপদ – Total Vacancy

এখানে সব মিলিয়ে মোট 06 টি শূন্যপদে নিয়োগ করা হবে। বিস্তারিত নিচের ছকে দেওয়া হয়েছে।

পদের নামমোট শূন্যপদ
Guest Teacher3
Group -D3

শিক্ষাগত যোগ্যতা – Educational Qualification

এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখুন।

বয়সসীমা – Age Limit

এখানে আবেদন করা জন্য প্রয়োজনীয় বয়সসীমা 64 বছরের মধ্যে হতে হবে।

বেতন – Salary

এখানে প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি – WB Guest Teacher And Group-D Recruitment 2022-23 Apply Process

আগ্ৰহী প্রার্থীরা এখানে আগে থেকে কোন রকম আবেদন করা প্রয়োজন নেই। প্রার্থীরা ইন্টারভিউয়ের দিন সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ স্থানে সঠিক সময়ে মধ্যে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ দিন যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন

  • বয়সের প্রমানপএ।
  • মাধ্যমিকের এডমিট কার্ড।
  • প্রার্থীর নিজস্ব বায়োডাটা।
  • শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
  • পাসপোর্ট সাইজের 1 কপি ফটো।
  • কাস্ট সার্টিফিকেট যদি থাকে।

ইন্টারভিউ স্থান

Office Chember of S.D.O, Suri, Sadar (1st Floor of Prashashan Bhawan), Birbhum

WB Guest Teacher And Group-D Recruitment 2022-23 তে ইন্টারভিউয়ের তারিখ

এখানে আগ্ৰহী প্রার্থীদের ইন্টারভিউ শুরু হবে আগামী 21 ডিসেম্বর 2022 তারিখ এবং এখানে ইন্টারভিউ নেওয়া হবে, সময় 11:30 মিনিট থেকে।

গুরুত্বপূর্ণ তারিখ – Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত01.12.2022
ইন্টারভিউ এর তারিখ21.12.2022

প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links

  • অফিশিয়াল নোটিস – Download PDF
  • আমাদের টেলিগ্ৰামে – Join Group
  • আমাদের হোয়াটসঅ্যাপ- Join Group

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment