WB Health Recruitment 2023: পশ্চিমবঙ্গের সরকারি কলেজ প্রচুর কর্মী নিয়োগ – অনলাইনে আবেদন করুন

WB Health Recruitment 2023: পশ্চিমবঙ্গে সরকারি স্থায়ী পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে West Bengal Health Recruitment Board (WBHRB)-এর দ্বারা। এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে এখানে সরকারি কলেজে সিনিয়র লেকচারার এবং নার্স নিয়োগ করা হবে। এখানে মোট ৩২ টি শূন্য পদ রয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থী কুড়ি জানুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন। WB Health Recruitment 2023 আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া এবং আবেদন করার পদ্ধতি সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাWest Bengal Health Recruitment Board (WBHRB)
পদের নামসিনিয়র লেকচারার এবং নার্স
মোট শূন্যপদ৩২ টি
বেতননিয়ম অনুযায়ী
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানপশ্চিমবঙ্গ
ওয়েবসাইটwbhrb.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

WBHRB দ্বারা সরকারি কলেজ নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

এখানে পশ্চিমবঙ্গের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা নিয়া লেকচারার (Senior Lecturer) এবং নার্স (Govt. Collage of Nursing) পদে নিয়োগ করা হচ্ছে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এখানে সব মিলিয়ে মোট ৩২ টি শূন্য পদ রয়েছে। ভিত্তিক শূন্য পদের সংখ্যা নিচের ছকের মধ্যে দেওয়া হয়েছে।

শ্রেণীশূন্যপদের সংখ্যা
UR১৬ টি
SC০৮ টি
ST০১ টি
OBC (A)০৩ টি
OBC (B)০৩ টি
PWD০১ টি
মোট শূন্যপদ ৩২ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

সিনিয়ার লেকচারার এবং সরকারি কলেজের নার্সিং পদে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে whhrb.gov.in ওয়েবসাইটে দেওয়া রয়েছে।

বয়সসীমা (Age Limit)

এখানে আবেদন করার জন্য সীমা রয়েছে ১৮ থেকে ৩৯ বছর। বিস্তারিত জানার জন্য নিচের দেয়াল থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখুন।

আবেদন পদ্ধতি (How To Apply)

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (WBHRB) এর অফিসিয়াল ওয়েবসাইট wbhrb.in-তে গিয়ে সিনিয়র প্রফেসর এবং সরকারি কলেজের নার্সিং পদে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য নিচের পদক্ষেপগুলি অনুসরণ করুন।

  • প্রথমে wbhrb.in ওয়েবসাইটে যান।
  • তারপর এখানে লগইন করুন।
  • আপনি যদি প্রথম হয়ে থাকেন তাহলে রেজিস্টার করুন।
  • তারপর Online Application-তে ক্লিক করুন।
  • যে পদের জন্য আবেদন করতে চান সেটি বেছেনিন।
  • নিচে মোবাইল নাম্বার দিয়ে Submit-তে ক্লিক করুন।
  • আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করুন।
  • আবেদনটি সাবমিট করার আগে একবার ভালো করে যাচাই করে দেখে নিন।
  • আবেদন সম্পন্ন হলে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত/প্রিন্ট করে রাখুন

👉 আবেদন করার আগে অবশ্যই একবার অফিসের নোটিশটি ভালো করে দেখে নেবেন।

আবেদন মূল্য (Application Fee)

WBHRB অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আবেদন মূল্য সম্পর্কে কোন তথ্য প্রদান করা নেই।

আবেদনের শেষ তারিখ (WB Health Recruitment 2023 Last Date)

৬ই জানুয়ারী ২০২৩ থেকে কুড়ি জানুয়ারি ২০২৩ পর্যন্ত পশ্চিমবঙ্গের হেলথ রেক্রুটমেন্ট বোর্ডতে সিনিয়র লেকচারার এবং সরকারি কলেজের নার্সিং পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে। নিউ প্রক্রিয়া সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে দেখুন।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত২৮.১২.২০২৩
আবেদন শুরু০৬.০১.২০২৩
আবেদন শেষ২০.০১.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

F.A.Q

WB Health Recruitment 2023 তে কি কি পদে নিয়োগ করা হচ্ছে?

WB Health Recruitment 2023 তে লেকচারার (Senior Lecturer) এবং নার্স (Govt. Collage of Nursing) পদে নিয়োগ করা হচ্ছে

WBHRB Senior Lecturer পদে আবেদন করার শেষ তারিখ কত?

WBHRB Senior Lecturer পদে আবেদন করার শেষ তারিখ হলো ২০ জানুয়ারি ২০২৩।

WBHRB নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ ডাউনলোড করবো কিভাবে?

WBHRB নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর লিঙ্ক উপরে দেওয়া রয়েছে। সেখানে Download PDF তে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment