WB Helth Recruitment 2022: পশ্চিমবঙ্গের সাস্থ্য দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, বেতন 40 হাজার টাকা

WB Helth Recruitment 2022: পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সমিতির (WBSHFWS) তরফে ডিসট্রিক্ট এপিডেমিওলজিস্ট পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 12 টি শূন্য পদে নিয়োগ করা হবে। আগ্ৰাহী প্রার্থীরা সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন চলবে 1 অক্টোবর 2022 থেকে 15 অক্টোবর 2022 তারিখ পর্যন্ত। এখানে আবেদন করা জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাWBSHFWS
পদের নামDistrict Epidemiologist
মোট শূন্যপদ12 টি
বেতন40,000/-
আবেদন শেষ তারিখ15.10.2022
স্থানপশ্চিমবঙ্গ
ওয়েবসাইটwbhealth.gov.in

পশ্চিমবঙ্গের সাস্থ্য দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | WB Helth Recruitment 2022

পদের নাম – WB Helth Recruitment 2022 Post Name

WBSHFWS Recruitment 2022 -তে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি হলো – District Epidemiologist (ডিসট্রিক্ট এপিডেমিওলজিস্ট)

মোট শূন্যপদ – WB Helth Recruitment Total Vacancy 2022

WBSHFWS District Epidemiologist Recruitment 2022 -তে সব মিলিয়ে মোট 12 টি শূন্য পদ রয়েছে।

পদের নামমোট শূন্যপদ
SC3
ST3
OBC1
PWD1
UR4
মোট12

শিক্ষাগত যোগ্যতা -WBSHFWS Jobs Education Qualification

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সমিতির (WBSHFWS) অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করা জন্য চাকরি প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – WBSHFWS Recruitment Age Limit 2022

WBSHFWS Recruitment 2022 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আবেদন করা সর্বোচ্চ বয়সসীমা 40 বছরের মধ্যে হতে হবে এবং আবেদনকারীর বয়সের হিসাব ধরা হবে 01.01.2022 তারিখ অনুযায়ী।

বেতন – Salary

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রতিমাসে বেতন দেওয়া হবে 40,000/- টাকা

আবেদন পদ্ধতি – WBSHFWS Job Vacancy Apply Online 2022

আগ্ৰাহী প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে আবেদনকারীরা নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদন করতে হবে। এরপর আবেদনকারীরা নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। তার পরে আবেদনকারীরা ফর্ম টি ফিলাপ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত আপলোড করতে হবে। আবেদন মূল্য জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে। আগ্ৰাহী প্রার্থীরা আবেদন করা আগে অবশ্যই অফিশিয়াল নোটিশ টি ভালো করে পড়ে নেবেন।

আবেদন মূল্য – Application Fee

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারীদের আবেদন মূল্য হিসেবে 100/- টাকা ধার্য করা হয়েছে এবং এসসি, এসটিদের জন্য 50/- টাকা আবেদন মূল্য দিতে হবে।

আবেদন শেষ তারিখ – WB Helth Recruitment 2022 Application Last Date

ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়ে গেছে 01.10.2022 তারিখ থেকে এবং আবেদন চলবে 15.10.2022 তারিখ পর্যন্ত।

নিয়োগ পদ্ধতি – WB Helth Recruitment Selection Process 2022

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সমিতিতে (WBSHFWS) District Epidemiologist পদে আবেদনকারী চাকরি পর্থীদের প্রথমে অ্যাকাডেমিক স্কোর অনুযায়ী বাছাই করা হবে। তারপর লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হব।

গুরুত্বপূর্ণ তারিখ – Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত28.09.2022
আবেদন‌ শুরু01.10.2022
আবেদন শেষ15.10.2022

প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links

  • অফিশিয়াল নোটিস – Download PDF
  • আবেদন লিঙ্কClick Here
  • অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
  • আমাদের টেলিগ্ৰামে লিঙ্কJoin Here

নতুন চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

WB Helth Recruitment 2022 সম্পর্কিত প্রশ্নোত্তর

WB Helth Recruitment 2022 District Epidemiologist

পশ্চিমবঙ্গে সাস্থ্য দপ্তরে কোন পদে নিয়োগ করা হচ্ছে?

পশ্চিমবঙ্গে সাস্থ্য দপ্তরে District Epidemiologist (ডিসট্রিক্ট এপিডেমিওলজিস্ট) পদে নিয়োগ করা হচ্ছে।

WB Helth Recruitment 2022 তে আবেদন শুরু কত তারিখ?

WB Helth Recruitment 2022 তে আবেদন শুরু 1 অক্টোবর 2022 সকাল 10 টা থেকে।

WB Helth Recruitment 2022 তে District Epidemiologist পদে আবেদনের শেষ তারিখ কত?

WB Helth Recruitment 2022 তে District Epidemiologist পদে আবেদনের শেষ তারিখ হলো 15 অক্টোবর 2022।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment