পশ্চিমবঙ্গের সাস্থ্য দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, বেতন ২২,০০০ টাকা থেকে শুরু | WB Helth Recruitment 2022 Pirulia

WB Helth Recruitment 2022 Pirulia: পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার সাস্থ্য সমিতিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ব্লক মহামারী বিশেষজ্ঞ (Block Epidemiologist), ব্লক স্বাস্থ্য ম্যানেজার (Block Health Manager), ল্যাবরেটরি টেকনিশিয়ান (Laboratory Technician) এবং ব্লক ডেটা ম্যানেজার(Block Deta Manager) পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে এখানে মোট 25 টি শূন্যপদ রয়েছেDHFWS Purulia Recruitment 2022 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে 22,000 টাকা থেকে শুরু করে 35,000 টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে। আগ্রহী পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

DHFWS Purulia Recruitment 2022 তে আবেদন করার পদ্ধতি, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ্ করা হয়েছে।

নিয়োগ সংস্থাDHFWS Purulia
পদের নামBlock Epidemiologist,
Block Health Manager,
Laboratory Technician,
Block Deta Manager.
মোট শূন্যপদ25 টি
বেতন22,000 – 35,000/-
আবেদন মোডঅনলাইন
স্থানপুরুলিয়া, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটpurulia.gov.in

পুরুলিয়া জেলায় সাস্থ্য দপ্তরে নিয়োগ ২০২২ | WB Helth Recruitment 2022 Pirulia

পদের নাম | Post Name

পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় DHFWS এর তরফ থেকে 4 টি ভিন্ন ভিন্ন পদে নিয়োগ করা হবে।

  1. ব্লক মহামারী বিশেষজ্ঞ (Block Epidemiologist)
  2. ব্লক স্বাস্থ্য ম্যানেজার (Block Health Manager)
  3. ল্যাবরেটরি টেকনিশিয়ান (Laboratory Technician)
  4. ব্লক ডেটা ম্যানেজার(Block Deta Manager)

শিক্ষাগত যোগ্যতা | Educational Qualification

প্রত্যেকটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। যথা, উচ্চ মাধ্যমিক পাশ, গ্র্যাজুয়েশন, M.Sc, B.Sc, ডিপ্লোমা ইত্যাদি। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।

বয়সসীমা | Age Limit

ল্যাবরেটরি টেকনিশিয়ান (Laboratory Technician) পদের জন্য বয়সসীমা রয়েছে 19 থেকে 40 বছর এবং বাকি অন্যান্য পদের জন্য বয়সসীমা রয়েছে 21 থেকে 40 বছর

মোট শূন্যপদ | Total Vacancy

সব মিলিয়ে এখানে মোট 25 টি শূন্যপদে নিয়োগ করা হবে। বিস্তারিত নিচে দেওয়া রয়েছে।

পদের নামমোট শূন্যপদ
Block Epidemiologist05
Block Health Manager05
Laboratory Technician10
Block Deta Manager05
মোট25 টি

বেতন | Salary

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রতিমাসে 22,000 টাকা থেকে শুরু করে 35,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি | Apply Online

আগ্রহী পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে purulia.gov.in বা purulia.nic.in ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়তে হবে। তারপর আবেদন সংক্রান্ত লিঙ্কে ক্লিক করে অনলাইন আবেদন পত্র সঠিকভাবে পূরণ করে সাবমিট করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট | Required Documents

  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
  • আধার/ভোটার কার্ড।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  • পাসপোর্ট সাইজ ফটো ও সাক্ষর।
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
  • বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি।
  • অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি প্রয়োজন)।

আবেদনের শেষ তারিখ | Application Last Date

আগ্রহী পার্থী এখানে আগামী 26 অক্টোবর 2022 বিকেল 5 টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া | Selection Process

এখানে আবেদনকারী চাকরি প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পর্থদের কম্পিউটার টেস্ট দিতে হবে। তারপর উত্তীর্ণ পর্থীদের ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ | Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত24.09.2022
আবেদন শুরু28.09.2022
আবেদন শেষ26.10.2022

প্রয়োজনীয় লিঙ্ক | Importent Links

  • অফিসিয়াল নোটিস: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের টেলিগ্রাম: Join Here Free
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

নতুন চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ITI পাশে চাকরি580+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

সরকারি চাকরির আপডেট

নিয়োগমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ50000+Apply Here..
আশা কর্মী নিয়োগ4500+Apply Here..
IBPS তে নিয়োগ65000+Apply Here..
ভারতীয় ডাক বিভাগে নিয়োগ7800+Apply Here..
ভারতীয় রেলওয়ে নিয়োগ56000+Apply Here..
সাস্থ্য দপ্তরে নিয়োগ10000+Apply Here..

WB Helth Recruitment 2022 Pirulia – FAQ

WB Helth Recruitment 2022 Pirulia

DHFWS পুরুলিয়াতে কি কি পদে নিয়োগ করা হচ্ছে?

DHFWS পুরুলিয়াতে ব্লক মহামারী বিশেষজ্ঞ (Block Epidemiologist), ব্লক স্বাস্থ্য ম্যানেজার (Block Health Manager), ল্যাবরেটরি টেকনিশিয়ান (Laboratory Technician) এবং ব্লক ডেটা ম্যানেজার(Block Deta Manager) পদে নিয়োগ করা হচ্ছে।

WB Helth Recruitment 2022 Pirulia তে কতগুলি শূন্যপদ আছে?

WB Helth Recruitment 2022 Pirulia তে মোট 25 টি শূন্যপদ আছে।

WB Helth Recruitment 2022 Pirulia আবেদনের শেষ তারিখ কত?

WB Helth Recruitment 2022 Pirulia আবেদনের শেষ তারিখ হলো 26 অক্টোবর 2022.

WB Helth Recruitment 2022 Pirulia এর অফিসিয়াল নোটিস ডাউনলোড করবো কিভাবে?

WB Helth Recruitment 2022 Pirulia এর অফিসিয়াল নোটিস এর লিঙ্ক উপরে দেওয়া রয়েছে। সেখানে Download PDF তে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

1 thought on “পশ্চিমবঙ্গের সাস্থ্য দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, বেতন ২২,০০০ টাকা থেকে শুরু | WB Helth Recruitment 2022 Pirulia”

Leave a Comment