পশ্চিমবঙ্গের HIDCO ভবনে ডাটা-এন্ট্রি-অপারেটর নিয়োগ ২০২৩ – বেতন ২৫,০০০ টাকা

WB HIDCO Data Entry Operator Recruitment 2023: পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড তরফে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 04 টি শূন্যপদ রয়েছে। এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 21.12.2022 তারিখ থেকে 10.01.2023 তারিখ পর্যন্ত অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। WB HIDCO Data Entry Operator Recruitment 2023 তে প্রার্থীরা কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাHIDCO Bhaban
পদের নামData Entry Operator
মোট শূন্যপদ04 টি
বেতন25,000/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন পদ্ধতিঅফলাইনে
স্থানপশ্চিমবঙ্গ
ওয়েবসাইটwbhidcoltd.com
টেলিগ্ৰামJoin Here

আরো পড়ুন: বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে ২০২৩

পশ্চিমবঙ্গের HIDCO ভবনে ডাটা-এন্ট্রি-অপারেটর নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

WBHIDCO Data Entry Operator Recruitment 2023 তে যে পদে নিয়োগ করা হবে সেটি হল – ডাটা এন্ট্রি অপারেটর।

মোট শূন্যপদ (Total Vacancy)

WBHIDCO Data Entry Operator Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সবমিলিয়ে মোট 04 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

WBHIDCO Data Entry Operator Recruitment 2023 তে আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে শিক্ষাগত যোগ্যতা বানিজ্য বিষয়ে স্নাতক অথবা CA ইন্টার পাশ করে থাকতে হবে এবং কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

WBHIDCO Data Entry Operator Recruitment 2023 তে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ 40 বছর বয়সে কম হতে হবে এবং এখানে বয়সের হিসাব ধরা হবে 01.01.2022 তারিখ অনুযায়ী।

বেতন (Salary)

পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমন্ট কর্পোরেশন লিমিটেড তরফে ডাটা এন্ট্রি অপারেটর পদে আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের প্রতিমাসে 25,000/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীরা এখানে একটি সাদা কাগজে লিখতে হবে আবেদনপত্র। প্রার্থীরা আবেদনপত্র লেখার সময় নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা,বয়স ইত্যাদি তথ্য লিখতে হবে। এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করতে হবে। তারপরে প্রার্থীরা নির্দিষ্ট সময়ে মধ্যে সঠিক ঠিকানা আবেদনপত্রটি পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

The Joint Managing director (Admn), WBHIDCO at ‘HIDCO BHABAN’ Premises No.-35-1111, Biswa Bengal Sarani, 3rd Rotary, New Town, Kolkata – 700156

আবেদনে শেষ তারিখ (Application Last Date)

WBHIDCO Data Entry Operator Recruitment 2023 তে আবেদন করতে পারবেন 21.12.2022 তারিখ থেকে 10.01.2023 তারিখ পর্যন্ত অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি (Selection Process)

WBHIDCO Data Entry Operator Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তিতে নিয়োগ পদ্ধতি সম্পর্কে কিছু বলা হয়নি।

গুরুত্বপূর্ণ তারিখ – Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত21.12.2022
আবেদন শুরু21.12.2022
আবেদনে শেষ তারিখ10.01.2023

প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links

  • অফিশিয়াল নোটিস – Download PDF
  • অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
  • আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment