পশ্চিমবঙ্গ পুলিশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, মাধ্যমিক পাশ থাকলেই আবেদনের যোগ্য

Photo of author

By banglaportal.in

WB Police Lady Constable Recruitment 2023 : ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড এর পক্ষ থেকে নতুন ভাবে লেডি কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ১৪২০ টি শূন্যপদে শুধুমাত্র লেডি কনস্টেবল পদে নিয়োগ করানো হবে। মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদনের সুযোগ। অবশ্যই মনে রাখবেন এখানে শুধু মহিলারাই আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন,বয়স কত লাগবে, কোন ক্যাটাগরির জন্য কত শূন্যপদ সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই প্রতিবেদনে।

নিয়োগ সংস্থাWest Bengal Police Recruitment Board (WBPRB)
পদের নামLady Constable
মোট শূন্যপদ১৪২০ টি
বেতন (₹)২২,৭০০ – ৫৮,৫০০/-
চাকরির ধরনসরকারি
আবেদন মোডঅনলাইন
স্থানপশ্চিমবঙ্গ
ওয়েবসাইটwbp.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

পশ্চিমবঙ্গ পুলিশে লেডি কনস্টেবল নিয়োগ (West Bengal Police Lady Constable Recruitment 2023)

পদের নাম (Post Name)

এখানে শুধুমাত্র Ledy Constable পদে নিয়োগ করানো হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

WBPRB অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট ১৪২০ টি শূন্যপদ রয়েছে। কোন ক্যাটাগরির জন্য কত শূন্যপদ সেটি নিচে ছকে উল্লেখ করা হয়েছে।

Category (শ্রেণী)Total Vacancy (মোট শূন্যপদ)
Unreserved (UR)৩৪৩ টি
Unreserved (E. C)২২৭ টি
Unreserved (HG/NVF)১১৩ টি
Unreserved (Civic Volunteer)৭১ টি
Unreserved (Sports Quota)২৮ টি
Schedule Caste১৪১ টি
Schedule Caste (E.C)১০০ টি
Schedule Caste (HG/NVF)৪২ টি
Schedule Caste (Civic Volunteer)২৯ টি
Schedule Tribe২৮ টি
Schedule Tribe (E.C)২৯ টি
Schedule Tribe (HG/NVF)১৪ টি
Schedule Tribe (Civic Volunteers)১৪ টি
OBC – A৫৭ টি
OBC – A (E.C)৪২ টি
OBC – A (HG/NVF)২৯ টি
OBC – A (Civic Volunteers)১৪ টি
OBC – B৪৩ টি
OBC – B (E.C)২৮ টি
OBC – B (HG/NVF)১৪ টি
OBC – B (Civic Volunteer)১৪ টি
Total১৪২০ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। মাধ্যমিক পাশ থাকলেই আবেদন করা যাবে।

বয়সসীমা (Age Limit)

এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বনিন্ম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসেব ধরা হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের সর্বোচ্চসীমায় ছাড় পাবেন।

বেতন (Salary)

এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ২২,৭০০/- টাকা থেকে শুরু করে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

WB Police Lady Constable Recruitment 2023

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী ২৫ শে মে তারিখের মধ্যে অনলাইন আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদন করার জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbp.gov.in এ যেতে হবে। হোম পেজেই রিক্রুটমেন্ট নাম একটি অপশন পাবেন সেখানে ক্লিক করুন। নির্দিষ্ট পোস্টে ক্লিক করে ফর্ম ফিলাপ শুরু করুন। ফর্ম ফিলাপ শুরু করার আগে নিজের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে রাখুন সঙ্গে ফটো এবং স্বাক্ষর অবশ্যই আপলোড করতে হবে। সম্পূর্ণ ফর্ম ফিলাপ হয়ে গেলে আবেদন ফী পেমেন্ট করে ফাইনাল সাবমিট করুন। প্রিন্ট কপি নিজের কাছেই রেখে দিবেন,পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড এর সময় কাজে লাগবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)

  • মাধ্যমিক অ্যাডমিট
  • মাধ্যমিক মার্কশিট
  • আঁধার কার্ড
  • ভোটার কার্ড
  • SC/ST/OBC সার্টিফিকেট (যদি থাকে)
  • পাসপোর্ট সাইজ ফটো

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য SC/ST প্রার্থীদের ২০/- টাকা আবেদন মূল্য দিতে হবে এবং SC/ST বাদ দিয়ে বাকি সমস্ত প্রার্থীদের আবেদন করার জন্য ১৭০/- টাকা ফী পেমেন্ট করতে হবে। ফী পেমেন্ট অনলাইনেই করতে হবে।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

WBPRB এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অনলাইন আবেদনের শেষ তারিখ আগামী ২৫ শে মে ২০২৩। উক্ত তারিখের মধ্যেই আবেদন সম্পূর্ণ করুন ।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

পশ্চিমবঙ্গ পুলিশ লেডি কনস্টেবল নিয়োগ মোট ৫ টি ধাপে সম্পূর্ণ করা হবে।

  • Preliminary Written Test
  • PMT (Physical Measurement Test)
  • PET (Physical Efficiency Test)
  • Mains Written Test (Final Exam)
  • Interview

** অবশ্যই মনে রাখবেন প্রিলিমিনারী পরীক্ষা পাশ করতে পারলে তবেই আপনাকে PMT & PET তে সুযোগ দেওয়া হবে এবং PMT & PET পাশ করতে পারলে মেইন পরীক্ষায় বসার সুযোগ থাকবে।

** প্রিলিমিনারী পরীক্ষার তারিখ এখনো ঘোষণা হয়নি। আপনারা প্রস্তুতি এখন থেকেই শুরু করুন। খুব শিগ্রই পরীক্ষা তারিখ ঘোষিত হবে। তারিখ ঘোষণা হলেই আপনাদের সবার আগে এই ওয়েবসাইট এর মাধ্যমে আপডেট দিয়ে দেওয়া হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১১.০৪.২০২৩
আবেদন শুরু২৩.০৪.২০২৩
আবেদন শেষ২৫.০৫.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.

F.A.Q

পশ্চিমবঙ্গ পুলিশ লেডি কনস্টেবলে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে?

পশ্চিমবঙ্গ পুলিশ লেডি কনস্টেবল ২০২৩ এ আবেদন করার জন্য আবেদনকারী কে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে শুধুমাত্র মাধ্যমিক পাশ থাকলেই আবেদন করতে পারবেন।

পশ্চিমবঙ্গ পুলিশ লেডি কনস্টেবলে সর্বোচ্চ বয়সসীমায় সংরক্ষিত প্রার্থীরা কত বছরের ছাড় পাবেন?

পশ্চিমবঙ্গ পুলিশ লেডি কনস্টেবল ২০২৩ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে SC/ST প্রার্থীরা ৫ বছরের বয়সের সর্বোচ্চসীমায় ছাড় পাবেন এবং OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।

পশ্চিমবঙ্গ পুলিশ লেডি কনস্টেবলে চাকরি পাওয়ার পর কোথায় পোস্টিং হবে? পশ্চিমবঙ্গ এর মধ্যে নাকি বাইরে?

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল + লেডি কনস্টেবলদের পশ্চিমবঙ্গের মধ্যেই পোস্টিং হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলায় পোস্টিং হবে।