WB Police Recruitment 2023: সমস্ত চাকরি প্রার্থীদের আরও একটি নতুন চাকরি খবর। সব মিলিয়ে মোট ২,৩৫৬ টি শূন্যপদে WB Police নিয়োগ করানো হবে জানা গেছে। এখানে আবেদনকারী প্রার্থীদের যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্যের যেকোনো স্থানে বাসিন্দা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
নিয়োগ সংস্থা | WB Police |
---|---|
পদের নাম | WB Police |
মোট শূন্যপদ | ২,৩৫৬ টি |
বেতন (₹) | নিয়ম অনুযায়ী |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | wbpolice.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
WB Police Recruitment 2023
পদের নাম
এখানে আবেদনকারী প্রার্থীদের যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো – WB Police
মোট শূন্যপদ
জানা গেছে এখানে WB Police পদে সব মিলিয়ে মোট ২,৩৫৬ টি শূন্যপদে নিয়োগ করানো হবে।
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের বাংলা ভাষায় বলতে ও লিখতে এবং পড়তে জানতে হবে, তাহলে আবেদন যোগ্য।
বয়সসীমা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ৩০ বছর বয়সে মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি
এখানে WB Police পদে আবেদন করা জন্য প্রার্থীদেরকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে গেলে আবেদন ফর্ম পূরণ করতে করতে হবে। এরপরে সব কিছু ভালোভাবে যাচাই করে দেখে নেওয়ার পর ফাইনাল সাবমিট করতে হবে। তারপরে আবেদনপত্রটি প্রিন্ট আউট করে বের করে রাখতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
- বয়সের প্রমানপএ।
- আধার কার্ড
- ভোটার কার্ড।
- শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্ট।
- কাস্ট সার্টিফিকেট।
- স্থায়ী বাসিন্দা প্রমানপএ।
- পাসপোর্ট সাইজের রঙিন ফটো।
আবেদন মূল্য
এখানে আবেদন করার জন্য OBC/ GEN/ EWS প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১৭০/- টাকা ধার্য করা হয়েছে এবং SC/ ST/ PWD প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ২০/- টাকা ধার্য করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি, আবেদন প্রক্রিয়া শুরু হয়ে হবে সেপ্টেম্বর মাসে।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | [শীঘ্রই জানানো হবে] |
আবেদন শুরু | [শীঘ্রই জানানো হবে] |
আবেদন শেষ | [শীঘ্রই জানানো হবে] |
প্রয়োজনীয় লিঙ্ক
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Click Here
- আবেদন লিঙ্ক: Added Soon
- অফিসিয়াল ওয়েবসাইট: wbpolice.gov.in
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
I want a job
I want a job immediately