WB Primary Teacher Recruitment 2022 | পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ

 WB Primary Teacher Recruitment In Birbhum district of West Bengal, India (পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় সরকারি বিদ্যালয়ে শিক্ষক/ শিক্ষিকা নিয়োগ)

WB Primary Teacher Recruitment 2022

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসিস্টেন্ট শিক্ষক/শিক্ষিকা নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত। যেকোনো ভারতীয় নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে চাকরি করার জন্য TET পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য অনলাইন সুবিধা নেই। কিভাবে আবেদন করবেন, প্রয়োজনীয় ডকুমেন্ট এবং এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা জানতে পুরো পোস্টটি পড়ুন। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন, লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

WB Primary Teacher Recruitment 2022 

শিক্ষাগত যোগ্যতা ~

এখানে আবেদন করার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ছাড়াও শিক্ষক প্রশিক্ষণ ট্রেনিং করা থাকতে হবে। d.el.ed অথবা বিএড করা থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন।

বয়স সীমা ~

এই পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থী সর্বনিম্ন বয়স হতে হবে 18বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40বছর চাকরি প্রার্থীরা এখানে সরাকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

সুণ্যপদ ~ উল্লেখ নেই

বেতন ~ এখানে চাকরি প্রার্থীকে 2019 সালে যে অনুপাতে বেতন ছিল সেই অনুপাতে বেতন দেওয়া হবে। প্রতি মাসে 22,700/-টাকা থেকে 58,500/-টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ ~ ৩০ সে এপ্রিল বিকেল ৪ টা পর্যন্ত প্রাপ্ত আবেদন পত্র গ্রহণ করা হবে।

আবেদন মূল্য ~ এখানে কোনো আবেদন মূল্য রাখা হয়নি।

আবেদন পদ্ধতি (How To Apply)

যেহেতু অনলাইনে আবেদনের সুবিধা রাখা হয়নি সেইজন্য এখানে চাকরি প্রার্থীরাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে হলে নিচে দেওয়া অফিশিয়াল ফর্ম টি ডাউনলোড করে সেটি প্রিন্ট আউট করে ফিলাপে করে এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট সুংযুক্ত করে সেটি নিচে দেওয়া ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদন পএের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট দেবেন ~

  1. মাধ্যমিকের এডমিট কার্ড
  2. উচ্চমাধ্যমিকের মার্কশিট ও‌ সাটিফিকেট
  3. কাস্ট সাটিফিকেট (যদি থাকে)
  4. পাসপোর্ট সাইজের ফটো
  5. শিক্ষক প্রশিক্ষণ ট্রেনিং সাটিফিকেট
  6. পরিচয় পএ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড
আবেদন পত্র পাঠানোর ঠিকানা ~ Member Secretary, Sri Sri Ramakrishna Satyanada Dristideep Shikshaniketan, Kalidanga, Po – Rampurhat, District -Birbhum, 731233

নিয়োগ পদ্ধতি (Selection Process)

এখানে যারা আবেদন করবেন তাদের শর্টলিস্ট করা হবে এবং তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তারপর এখানে যোগ্য পার্থী দের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন, পোস্টটির নিচে অফিসিয়াল নোটিসের লিঙ্ক দেওয়া রয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ ( Importent Dates )

বিজ্ঞপ্তি প্রকাশিত – ৩০.০৩.২০২২

আবেদন শুরু – ৩০.০৩.২০২২

আবেদন শেষ – ৩০.০৪.২০২২

প্রয়োজনীয় লিঙ্ক ( Importent Links )

অফিসিয়াল নোটিস – Click Here

আবেদন ফর্ম – Download Here

আমাদের টেলিগ্রাম – Click Here

আরো পড়ুন ~

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment