সাস্থ্য পরিবহন ভবনে ‘অষ্টম শ্রেণী’ পাসে কর্মী নিয়োগ 2022 | WB SHTO Recruitment 2022

West Bengal State Health Transport Organization (SHTO) Recruitment 2022: পশ্চিমবঙ্গের সাস্থ্য পরিবহন ভবনে অষ্টম শ্রেণী পাসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অষ্টম শ্রেণী পাসে ড্রাইভার এবং হেলপার পদে নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্যের যেকোন জেলার বাসিন্ধা হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন জানার জন্য পুরো খবরটি পড়ুন। আবেদন করার আগে অবশ্যয় একবার অফিসিয়াল নোটিশটি দেখে নেবেন, লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

নিয়োগ সংস্থাState Health Transport Organization
পদের নামড্রাইভার ও হেলপার
শিক্ষাগত যোগ্যতাঅষ্টম শ্রেণী পাস
মোট শূন্যপদ4 টি
আবেদনের শেষ তারিখ17.07.2022
স্থানপশ্চিমবঙ্গ
Join বাংলাপোর্টাল teligram channel

বিষয় সূচী ~

পশ্চিমবঙ্গের সাস্থ্য পরিবহন ভবনে নিয়োগ 2022 (State Health Transport Organization (SHTO) Recruitment 2022)

পদের নাম ~ পশ্চিমবঙ্গের সাস্থ্য পরিবহন ভবনে (West Bengal Health Transport Organization) এ মোট 2 টি পদে নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে –

  • ড্রাইভার
  • হেলপার

শিক্ষাগত যোগ্যতা ~

  • ড্রাইভার: এই পদে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাস করা প্রয়োজন। এবং ভারী বাহন বা মালগাড়ি চালানোর 2 বছরের অভিজ্ঞতা ও ড্রাইভিং লাইসেন্স থাকা প্রয়োজন।
  • হেলপার: এই পদে আবেদন করার জন্য অষ্টম শ্রেণী পাস এবং তার সঙ্গে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা প্রয়োজন। তাছাড়াও ইন্জিনিয়ারিং সম্পর্কিত ITI বা ডিপ্লোমা কোর্স করে থাকা প্রয়োজন।

বাসায় সীমা ~ উভয় পদে আবেদন করার জন্য আপনার বয়স অবশ্যয় 25 বছর থেকে 50 বছরের মধ্যে হতে হবে।

শূন্যপদ ~ এখানে মোট 4 টি শূন্যপদ রয়েছে। ড্রাইভার পদের জন্য 2 টি এবং হেলপার পদের জন্য 2 টি শূন্যপদ রয়েছে।

বেতন ~ ড্রাইভার পদের জন্য বেতন রয়েছে 15,000 টাকা প্রতিমাসে এবং হেলপার পদের জন্য বেতন রয়েছে 11,500 টাকা প্রতিমাসে।

আবেদন পদ্ধতি (S.H.T.O Driver & Helper Apply Process)

এখানে আবেদন করার জন্য অনলাইনের সুবিধা রাখা হয়নি। আগ্রহী পার্থীরা অফিসিয়াল নোটিসে দেওয়া আবেদন পত্রটি প্রিন্ট আউট করে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রথমে আবেদনপত্রটি ভালোকরে পূরণ করুন এবং তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি যুক্ত করে নিচের দেওয়া ঠিকানায় নিজে গিয়ে অথবা পোস্ট এর মাধ্যমে জমা করুন।

প্রয়োজনীয় ডকুমেন্ট ~

  • অফিসিয়াল নোটিশের মধ্যে দেওয়া আবেদন পত্র
  • পাসপোর্ট/ভোটার কার্ড/আধার কার্ড/পেন কার্ড (যেকোন একটি আইডি প্রমাণ)
  • জন্ম প্রমাণ পত্র
  • ড্রাইভিং লাইসেন্সের কপি
  • শিক্ষাগত প্রমাণ পত্র
  • অভিজ্ঞতার প্রাণ পত্র

আবেদন জমা দেয়ার ঠিকানা ~ Swasthya Paribahan Bhawan, S.H.T.O, 142, A.J.C. Bose Road, Kolkata – 700014

আবেদনের শেষ তারিখ ~ 17 জুলাই 2022 তারিখ পর্যন্ত প্রাপ্ত আবেদন পত্র গ্রহণ করা হবে।

নিয়োগ প্রক্রিয়া (S.H.T.O Driver & Helper Selection Process)

যে সকল পার্থী এখানে S.H.T.O Driver & Helper পদের জন্য আবেদন করবেন তাদের সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউ এর তারিখ এবং এই নিয়োগের সম্পর্কে আপডেট পেতে চোখ রাখুন পশ্চিমবঙ্গ সাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট wbhelth.gov.in তে।

গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক

বিজ্ঞপ্তি প্রকাশিত28.06.2022
আবেদন শুরু28.06.2022
আবেদন শেষ17.07.2022
অফিসিয়াল নোটিসDownload PDF
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
আমাদের টেলিগ্রামJoin Here

আরো পড়ুন ~

new আরো চাকরি দেখুন 👇
👉বর্তমানে ফর্ম ফিলাপ চলছে👉৮ পাসের চাকরি👉কোম্পানিতে চাকরি
👉রাজ্য সরকারের চাকরি👉১০ পাসে চাকরি👉ব্যাংকের চাকরি
👉কেন্দ্র সরকারের চাকরি👉১২ পাসে চাকরি👉Upcoming চাকরির খবর

পশ্চিমবঙ্গের সাস্থ্য পরিবহন ভবনে ড্রাইভার ও হেলপার পদে আবেদনের শেষ তারিখ কত ?

পশ্চিমবঙ্গের সাস্থ্য পরিবহন ভবনে ড্রাইভার ও হেলপার পদে আবেদনের শেষ তারিখ 17 জুলাই 2022

পশ্চিমবঙ্গের সাস্থ্য পরিবহন ভবনে ড্রাইভার ও হেলপার পদে বেতন কত?

পশ্চিমবঙ্গের সাস্থ্য পরিবহন ভবনে ড্রাইভার এর বেতন 15,000 টাকা প্রতিমাসে এবং হেলপারের বেতন 11,500 টাকা প্রতিমাসে

কতো বছর বয়স পর্যন্ত পশ্চিমবঙ্গের সাস্থ্য পরিবহন ভবনে ড্রাইভার ও হেলপার পদে আবেদন করা যাবে?

25 থেকে 50 বছর এর মধ্যে বয়স হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

2 thoughts on “সাস্থ্য পরিবহন ভবনে ‘অষ্টম শ্রেণী’ পাসে কর্মী নিয়োগ 2022 | WB SHTO Recruitment 2022”

Leave a Comment