WB TET Assistant Teacher Interview Schedule 2023: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbbpe.org-তে WB TET সহকারী শিক্ষক পদের ইন্টারভিউ এর তারিখ প্রকাশ করা হয়েছে। আপনারা যদি এখানে আবেদন করে থাকেন তাহলে অবশ্যই ডাউনলোড করে তারিখটি দেখে নেবেন। ডাব্লিউ বি কে টেস্ট সিস্টেম টিচার ওদের ইন্টারভিউ এর তারিখের শর্ট নোটিশ কিভাবে ডাউনলোড করবেন তা নিচে দেওয়া রয়েছে।
WB TET অ্যাসিস্ট্যান্ট টিচার পদের ইন্টারভিউ (দ্বিতীয় পর্যায়)-এর তারিখ
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড (WBBPE) দ্বারা একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যার মধ্যে ডব্লিউ বি টেট অ্যাসিস্ট্যান্ট টিচার পদের ইন্টারভিউ তারিখ এবং ইন্টারভিউ দিতে যাওয়ার কিছু নিয়মাবলী দেওয়া রয়েছে। এই বিজ্ঞপ্তি অনুসারে যেসব পার্থী জেলা কলকাতা বেছেনিয়েছেন তাদের আগামী ১০এই জানুয়ারি ২০২৩ WB TET অ্যাসিস্ট্যান্ট টিচার ইন্টারভিউ (দ্বিতীয় পর্যায়) অনুষ্ঠিত হতে চলেছে। যোগ্য প্রার্থীদের এখানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সংস্থার নাম | পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড (WBBPE) |
---|---|
পরীক্ষার নাম | WB TET Assistant Teacher Interview (Phase 2) |
তারিখ | ১০.০১.২০২৩ |
পরীক্ষার ধরন | মৌখিক/ইন্টারভিউ |
ওয়েবসাইট | wbbpe.org |
হোয়াটসঅ্যাপ | Join Group |
টেলিগ্রাম | Join Here |
WB TET অ্যাসিস্ট্যান্ট টিচার পদের ইন্টারভিউ (দ্বিতীয় পর্যায়)-এর বিজ্ঞপ্তি ডাউনলোড করার পদ্ধতি
West Bengal Board of Primary Education এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে WB TET অ্যাসিস্ট্যান্ট টিচার পদের ইন্টারভিউ (দ্বিতীয় পর্যায়)-এর বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন।
- প্রথমে -www.wbbpe.org-এ যান।
- তারপর হোমপেজ “Notification for Interview/ Viva-voce and Aptitude Test of candidates recruitment to the posts of Assistant Teacher in Primary Schools (Phase 2)”-তে ক্লিক করুন।
- একটি PDF ফাইল ডাউনলোড হবে।
- PDF ফাইলটি সেভ করুন।
আপনারা নিচের দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে সরাসরি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবেন।
WB TET অ্যাসিস্ট্যান্ট টিচার পদের ইন্টারভিউ (দ্বিতীয় পর্যায়)-এর বিজ্ঞপ্তি ডাউনলোড: এখানে ক্লিক করুন
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
F.A.Q.
WB TET অ্যাসিস্ট্যান্ট টিচার পদের ইন্টারভিউ (দ্বিতীয় পর্যায়) কতো তারিখ আনুষ্ঠিত হবে?
WB TET অ্যাসিস্ট্যান্ট টিচার পদের ইন্টারভিউ (দ্বিতীয় পর্যায়) আনুষ্ঠিত হবে ১০এই জানুয়ারি ২০২৩।
WB TET অ্যাসিস্ট্যান্ট টিচার দ্বিতীয় পর্যায় বিজ্ঞপ্তি ডাউনলোড করবো কিভাবে?
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট wbbpe.org-তে গিয়ে ডাউনলোড করতে পারবেন।