উচ্চমাধ্যমিক পাসে রাজ্যের ব্লকে ব্লকে ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ চলছে, আবেদন চলবে ১২এই সেপ্টেম্বর পর্যন্ত

WB Volunteer Recruitment 2023 Nadia: যে সকল চাকরিপ্রার্থী ভলেন্টিয়ার পদে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার কৃষ্ণনগর সদর সাব-ডিভিশনের বিভিন্ন ব্লকে Para Legal Volunteer কর্মী নিয়োগ চলছে। এখানে সব মিলিয়ে মোট ৩৬টি শূন্যপদ রয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা এখানে আগামী ১২এই সেপ্টেম্বর পর্যন্ত অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন করার পদ্ধতি সম্পর্কে নিজে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাDLS, Nadia
পদের নামPara Legal Volunteer
মোট শূন্যপদ৩৬ টি
বেতন (₹)নিয়ম অনুযায়ী
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅফলাইন
স্থাননদীয়া, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটnadia.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

নদীয়া জেলার বিভিন্ন ব্লকে ভলেন্টিয়ার নিয়োগ ২০২৩

পদের নাম

এখানে পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার কৃষ্ণনগর সদর সাব-ডিভিশনের বিভিন্ন ব্লকে যে পদে কর্মী নিয়োগ করবো হচ্ছে সেটি হল – Para Legal Volunteer (PLV)।

মোট শূন্যপদ

এখানে সব মিলিয়ে মোট ৩৬টি শূন্যপদে নিয়োগ করানো হবে। ব্লক অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচের ছকে উল্লেখ করা হয়েছে।

ব্লকের নামশূন্যপদের সংখ্যা
Kaliganj৭ টি
Nakashipara৪ টি
Chapra৫ টি
Krishnaganj৭ টি
Krishnanagar I
Krishnanagar II৭ টি
Nabadwip৬ টি

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে এবং কম্পিউটার ও ইংরেজি ভাষার জ্ঞান থাকতে হবে। এছাড়াও একজন ভারতের স্থায়ী বাসিন্ধা হতে হবে। আবেদনকারীর নামে যেনো কোনো ক্রিমিনাল রেকর্ড না থেকে। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে দেখুন।

বয়সসীমা

এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ২৩.০৮.২০২৩ তারিখ অনুযায়ী ১৮ বছরের ঊর্ধ্বে হওয়া প্রয়োজন।

বেতন

এখানে Para Legal Volunteer (PLV) পদে নির্বাচিত প্রার্থীদের দৈনিক ৫০০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

এখানে অনলাইনে আবেদনের সুবিধা না থাকায় প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা নিচের দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। এরপর আবেদনপত্রটি একটি সাদা কাগজে প্রিন্ট করতে হবে। এরপর ব্যাক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি যুক্ত করতে হবে। এরপর সেটি একটি মুখবন্ধ খামে ভরে ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখের আগে নিচের দেওয়া ঠিকানায় জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

“The Secretary, District Legal Services Authority, Nadia”.
Address: – ADR Centre, District Judges’ Court Compound,
Krishnagar, Nadia, Pin- 741101

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য কোনো প্রকার আবেদন মূল্য জমা দেওয়ার প্রয়োজন নেই।

আবেদনের শেষ তারিখ

DLS, Nadia এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Para Legal Volunteer (PLV) পদে অফলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হল ১২ সেপ্টেম্বর ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া

এখানে আবেদনকারী প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২৫.০৮.২০২৩
আবেদন শুরু২৫.০৮.২০২৩
আবেদন শেষ১২.০৯.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি/আবেদনপত্র: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: nadia.gov.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

Leave a Comment