মাধ্যমিক রেজাল্ট ২০২২ (পশ্চিমবঙ্গ) | WBBSE Result 2022 Chake Online

পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২০২২: West Bengal Madhyamik Result 2022 (WBBSE) 

 

Madhyamik Results 2022

 

পশ্চিমবঙ্গের ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার (WBBSE) রেজাল্ট অনলাইনে আপনার স্মার্টফোন এর মাধ্যমে কিভবে দেখতে পাবেন। কতো তারিখ মাধ্যমিক পরীক্ষার ফলাফল অনলাইনে প্রকাশিত কর হবে ও কতো তারিখ আপনাদের স্কুলে রেজাল্ট দেওয়া হবে এই সমস্ত বিষয়ে জানতে পুরো পোস্ট টি পড়ুন। নিচে সবকিছু বিস্তারিত দেওয়া রয়েছে।

বোর্ডের নাম WBBSE
পরীক্ষার নামমাধ্যমিক
বছর২০২২
পরীক্ষার তারিখ৭-১৪.০৩.২০২২
রেজাল্ট-এর তারিখ০৩.০৬.২০২২
স্থানপশ্চিমবঙ্গ
রেজাল্ট প্রকাশিত সাইটwbresults.nic.in, www.wbbse.org, indiaresults.com, www.exametc.com
অফিসিয়াল ওয়েবসাইটwbbse.org

মাধ্যমিক রেজাল্ট দেখার পদ্ধতি 2022  (Madhyamik Result 2022)

আপনারা অনলাইন এর মাধ্যমে ও এসএমএস এর মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। SMS এর মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার পদ্ধতিটি ধির হবার কারণে সবাই অনলাইন পদ্ধতিতেই রেজাল্ট দেখতে পছন্দ করে, যদি আপনার ইন্টারনেট কানেকশন না থেকে থাকে তাহলে SMS এর মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পারেন।  এই দুটি পদ্ধতি নিচে দেওয়া রয়েছে।

অনলাইনে মাধ্যমিক রেজাল্ট দেখার পদ্ধতি ২০২২ ( Online Madhyamik Result 2022)

কিভাবে আপনারা খুব সহজে আপনার মোবাইল বা কম্পিউটার এর মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন তা নিচে কিছু স্টেপ এর মাধ্যমে দেওয়া রয়েছে

  1. প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে wbresults.nic.in ওয়েবসাইট টি খুলুন।
  2. এর পর Latest Announcement এর নিচে লেখা Madhyamik Porikha (SE) Results – Year 2022 তে ক্লিক করুন।
  3. আপনার সামনে যে পেজটি খুলবে সেখানে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার জন্য আপনার রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ চাইবে, সেই পূরণ করুন।
  4. জন্ম তারিখ লেখার সময় দিন/মাস/বছর এইভাবে লেখতে হবে। নয়তো রেজাল্ট দেখা যাবে না।
  5. রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিক দেওয়ার পরে Submit বটন এ ক্লিক করুন।

এই চারটি স্টেপ ফলো করলেই আপনারা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন। আপনারা চাইলে এটি স্ক্রীনশট ও করে রাখতে পারেন।

মাধ্যমিক রেজাল্ট দেখুন – Click Here

SMS এর মাধ্যমে মাধ্যমিক রেজাল্ট দেখার পদ্ধতি ২০২২ ( Madhyamik Result 2022 Via SMS)

আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন না থেকে থাকলে আপনি SMS এর মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পারেন, কিন্তূ এটি ধির গতিতে কাজ করে।

SMS এর মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার জন্য প্রথমে WB 10<space>roll number -এই ফর্ম্যাটএ ম্যাসেজ তৈরি করুন এবং 56070 / 56263 এই দুটি নম্বরের যেকোনো একটিতে পাঠিয়ে দিন। কয়েক মিনিট পরে SMS এর মাধ্যমে আপনি আপনার ফোনে রেজাল্ট পেয়ে যাবেন।

Madhyamik Result 2022 – Website List

যে সব ওয়েবাইট থেকে খুব সহজে আপনার মোবাইল থেকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন তার তালিকা নিচে দেওয়া রয়েছে –

  • wbresults.nic.in
  • www.wbbse.org
  • indiaresults.com
  • www.exametc.com

মাধ্যমিক রেজাল্ট ২০২২ তারিখ ও সময় (Madhyamik Result 2022 Time & Date)

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত করার তারিক এখনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। তবে এটা অনুমান করা যাচ্ছে যে ২১.৫.২০২২ সকাল ১০ টাই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত করা হবে। অফিসিয়ালি কোনো আপডেট এলে আপনাদের এখানে জানিয়ে দেওয়া হবে।

মাধ্যমিক পাস নম্বর

পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমিক পরীক্ষা পাস করার জন্য থিওরিতে ৩৪% এবং প্রাকটিক্যাল বিষয়ে ২০% নম্বর পেতে হবে। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কমপক্ষে 272 নম্বর পেতে হবে মাধ্যমিক পরীক্ষা ২০২২ পাস করার জন্য।

WBBSE বোর্ড সম্পর্কিত

পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড (WBBSE) পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা আইন, 1950 এর অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল, যদিও এটি শুধুমাত্র 1951 সালের দিকে কাজ শুরু করে। শিক্ষা বোর্ড পশ্চিমবঙ্গ রাজ্যে মাধ্যমিক স্তরের স্কুল শিক্ষা পরিচালনার জন্য দায়ী। WBBSE এছাড়াও অধিভুক্ত স্কুলগুলিতে পাঠ্যক্রম প্রদান করে, শিক্ষা নীতি বাস্তবায়নের তদারকি করে, WB মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করে এবং প্রতি বছর ফলাফল ঘোষণা করে।

Madhyamik Results 2022 – FAQ

প্র: কোন ওয়েবসাইটে থেকে মাধ্যমিক রেজাল্ট 2022 দেখতে পাবো?

ঊ: মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট দেখার ওয়েবসাইট গুলি হলো- wbresults.nic.in, www.wbbse.org, indiaresults.comom, www.exametc.com ইত্যাদি।

প্র: কতো তারিক মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে?

ঊ: এখনো মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের অফিসিয়ালি তারিখ প্রকাশিত করা হয়নি। আনুমানিক মে বা জুন মাসে মাধ্যমিক এর রেজাল্ট দেওয়া হবে।

প্র: মাধ্যমিক পাস করার জন্য কতো নম্বর প্রয়োজন?

ঊ: পশ্চিমবঙ্গ বোর্ডে মাধ্যমিক পাস করার জন্য ছাত্রছাত্রীদেরকে কমপক্ষে 272 নম্বর পেতে হবে।

আরো পড়ুন ~

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

1 thought on “মাধ্যমিক রেজাল্ট ২০২২ (পশ্চিমবঙ্গ) | WBBSE Result 2022 Chake Online”

  1. West Bengal Madhyamik Result 2022 Date– WBBSE will soon announce the Madhyamik 2022 result date for Class 10. It is expected that the result of West Bengal Madhyamik Result 2022 will be declared in May 2022. Students can check the West Bengal Madhyamik 2022 result online on the website- wbresults.nic.in 2022.

    Reply

Leave a Comment