WBCADC Recruitment 2023: পশ্চিমবঙ্গের এলাকা উন্নয়ন কর্পোরেশনে অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার ও অন্যান্য পদে নিয়োগ – আবেদন করুন

West Bengal Comprehensive Area Development Corporation (WBCADC) Recruitment 2023: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আরো একটি সুখবর। WBCADC দ্বারা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার সহ আরো অন্যান্য পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলার পার্থী এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার শেষ তারিখ হলো ৭এই মার্চ ২০২৩। WBCADC Recruitment 2023-তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাWest Bengal Comprehensive Area Development Corporation (WBCADC)
পদের নামবিভিন্ন
মোট শূন্যপদ১৪ টি
বেতন (₹)৪,৯০০ – ৪০,৫০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅফলাইন
স্থানপশ্চিমবঙ্গ
ওয়েবসাইটwbcadc.com
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

পশ্চিমবঙ্গের এলাকা উন্নয়ন কর্পোরেশনে নিয়োগ ২০২৩ (WBCADC Recruitment 2023)

পদের নাম (Post Name)

এখানে WBCADC-তে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। পদের নাম নিচের তালিকায় উল্লিখিত রয়েছে।

  • Programme Coordinator
  • Subject Matter Specialist (Crop Production)
  • Subject Matter Specialist (Home Science)
  • Subject Matter Specialist (Animal Husbandry)
  • Subject Matter Specialist (Agro Meteorology)
  • Programme Assistant (Lab Technician)
  • Programme Assistant (Agromat Observer)
  • Farm Manager
  • Stenographer
  • Assistant
  • Driver
  • Support Staff

মোট শূন্যপদ (WBCADC Vacancy 2023)

এখানে সব মিলিয়ে মোট ১৪ টি শূন্যপদ আছে। Assistant – ২টি শূন্যপদ, Support Staff – ২টি শূন্যপদ এবং বাকি সকল পদে ১টি করে শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

WBCADC Recruitment 2023-তে প্রতিটি পদে আবেদন করার ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এখানে যথাক্রমে মাধ্যমিক পাশ থেকে শুরু করে ITI ব্যাচেলার ডিগ্রী, মাস্টার ডিগ্রী, ডক্টরের ডিগ্রী শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থী আবেদন করতে পারবেন বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে দেখবেন।

বয়সসীমা (Age Limit)

Programme Coordinator পদে আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা হলো ৪০ বছর এবং বাকি সব পদে আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা হলো ৩২ বছর। এছাড়াও এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।

বেতন (Salary)

WBCADC Recruitment 2023-তে প্রতিটি পোদে আলাদা আলাদা পরিমাণে বেতন দেওয়া হবে। পদ অনুযায়ী বেতনের পরিমাণ জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন পদ্ধতি (How To Apply)

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে এবং ভালো করে পড়ে দেখতে হবে। তারপর অফিসের বিজ্ঞপ্তি এর সঙ্গে যুক্ত আবেদন পত্রটি প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করতে হবে। পূরণ করা আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টের কপি যুক্ত করে আবেদনের শেষ তারিখের আগে নিচের দেওয়া ঠিকানা স্পিড পোস্টের মাধ্যমে জমা করতে হবে।

WBCADC Recruitment 2023

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

the Administrative Secretary West Bengal Comprehensive Area Development Corporation, Mrittika Bhavan, 18/9, DD Block, Sector – 1, Salt Lake, Kolkata – 700 064

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য কোন রকম আবেদনমূলের প্রয়োজন নেই।

আবেদনের শেষ তারিখ (WBCADC Recruitment 2023 Last Date)

WBCADC Recruitment 2023-তে বেতন করার শেষ তারিখ হল ৭এই মার্চ ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

WBCADC Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া নিয়ম অনুযায়ী এখানে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে পার্থী নির্বাচন করা হবে। বিস্তারিত জানার জন্য নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০১.০২.২০২৩
আবেদন শুরু০১.০২.২০২৩
আবেদন শেষ০৭.০৩.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি/আবেদনপত্র: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের টেলিগ্রাম: Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment