WBP Agragami Result 2022: পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কর্তৃপক্ষের কর্মকর্তারা পশ্চিমবঙ্গ পুলিশ অগ্রগামী ফলাফল প্রকাশ করেছেন। 26 সে ডিসেম্বর 2021 ও 30 সে জানুয়ারি 2022 এ অনুষ্ঠিত WBP অগ্রগামী পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ এর অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in এ গিয়ে দেখতে পারবেন তাছাড়া পোস্টের নিচে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন।
নিয়োগ সংস্থা | পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড |
পদর নাম | অগ্রগামী (WBCEF & WWCD) |
পরীক্ষার তারিখ | WBNVF: 26 ডিসেম্বর 2021, WBCEF এবং WWCD: 30 জানুয়ারী 2022 |
ফলাফল প্রকাশ | 28/06/2022 |
স্থান | পশ্চিমবঙ্গ |
সরকারি ওয়বসাইট | wbpolice.gov.in |

WBP অগ্রগামী – Cut Off Marks 2022
পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ সংস্থা WBP Agragami পরীক্ষার জন্য কঠিন কম্পিটিশন এর ব্যাবস্থা করেছেন। পশ্চিমবঙ্গ পুলিশ অগ্রগামী (WBCEF এবং WWCD) পদের পরীক্ষার Cut Off Marks নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে –
শ্রেণী | কাট অফ মার্কস |
---|---|
UR | ৬৯.২৫ |
OBC-A | ৬০.৫ |
OBC-B | ৬৬.৪২ |
ST | ৪৩ |
SC | ৬০.৮৩ |
WBP অগ্রগামী (WBCEF & WWCD) মেধা তালিকা 2022
পশ্চিমবঙ্গ নিয়োগ সংস্থা বোর্ড ঘোষণা করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট শীঘ্রই মেধা তালিকা প্রকাশ করার হবে। WBP অগ্রগামী (WBCEF & WWCD) মেধা তালিকা দেখার জন্য চোখ রাখুন West Bengal Police Recruitment Bord এর অফিসিয়াল ওয়েবসাইটে।
WBP অগ্রগামী (WBCEF & WWCD) ফলাফল দেখার পদ্ধতি ( WBP Agragami Result 2022 Chake Online)
WBP অগ্রগামী (WBCEF & WWCD) ফলাফল দেখার পদ্ধতি নিচে স্টেপ বায় স্টেপ দেখানো হলো –
- প্রথমে WBP এর অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in এ যান
- উপরের ডান দিকে Recruitment Selection এ ক্লিক করুন
- এর পর আপনি অনেকগুলি লিঙ্ক দেখতে পাবেন
- WB Police Agragami Result 2022 সম্পর্কিত যে লিঙ্ক রয়েছে সেটিতে ক্লিক করুন
- এর পর নিজের ক্রমিক সংখ্যা ও জন্ম তারিখ লিখে সাবমিট করুন
- এখন আপনি আপনার ফলাফল দেখতে পারবেন এবং ফলাফলটি ডাউনলোড করতে পারেন।
WBP অগ্রগামী ফলাফল দেখার ডাইরেক্ট লিঙ্ক
ফাইনাল ফলাফলের বিজ্ঞপ্তি | Download PDF |
WWCD-এর জন্য অস্থায়ীভাবে নির্বাচিত 117 জন প্রার্থীর তালিকা | Download PDF |
WWCEF-এর জন্য অস্থায়ীভাবে নির্বাচিত 169 জন প্রার্থীর তালিকা | Download PDF |
সাক্ষাৎকারের ফলাফল | Click Here |
সরকারি ওয়েবসাইট – https://wbpolice.gov.in
আরো পড়ুন ~
- বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে
- অগ্নিপথ প্রকল্পে বায়ু সেনাতে নিয়োগ 2022
- পশ্চিমবঙ্গের সাস্থ্য দপ্তরে অ্যাসিস্টেন্ট পদে নিয়োগ 2022