WBCS Notification 2022: WBCS Form Fill Up 2022, WBCS Exam Date 2022, WBCS Result 2022, WBCS Online Registration, WBCS এর পরীক্ষার তারিখ ও আবেদনের তারিক ২০২২
পশ্চিমবঙ্গের যে সকল পার্থী WBPS এর বিজ্ঞপ্তি এর অপেক্ষা করছিল তাদের জন্য বিরাট সুখবর। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBCS) পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (প্রাক্তন) পরীক্ষার 2022-এর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যে প্রার্থীরা শূন্যপদের বিবরণে আগ্রহী এবং সমস্ত যোগ্যতার মানদণ্ড সম্পূর্ণ করেছেন তারা বিজ্ঞপ্তিটি পড়তে এবং অনলাইনে আবেদন করতে পারেন।
প্রতিষ্ঠান | WBCS |
পরীক্ষার নাম | পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসেস (WBCS 2022) |
পরীক্ষার ভাষা | বাংলা ইংরেজি |
শিক্ষাগত যোগ্যতা | গ্র্যাজুয়েশন |
রেজিষ্টেশন শুরু | ৩ মার্চ ২০২২ |
অ্যাপ্লিকেশন মোড | অনলাইন |
শূন্য পদ | উল্লেখ নেই |
সরকারি ওয়েবসাইট | https://wbpsc.gov.in/ |
WBCS বিজ্ঞপ্তি ২০২২ | WBCS Notification 2022
২৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিস (WBCS) এর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিচের লিংকে ক্লিক করে আপনার ওই বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন। বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ, আবেদন ফী জমা দেওয়ার তারিখ উল্লেখ করা রয়েছে। বিস্তারত জানতে পুরো পোস্ট টি পড়ুন।
WBPS Notification – Download Here
WBCS ফর্ম ফিলাপ | WBPS Form Fill Up 2022
WBCS পরীক্ষার জন্য আপনারা অনলাইন আবেদন করতে পারেন। WBPS এর সর্ট নোটিস এর মধ্যে বলাহয়েছে আগ্রহী পার্থী WBCS এর অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে ওই সাইটে one time registation করতে হবে। যাদের আগে থেকেই রেজিষ্টেশন করা রয়েছে তারা সেই পুরোনো আইডি দিয়েই আবেদন করতে পারবেন।
বয়স সীমা, অনলাইন ফিস, পরীক্ষার সিলেবাস এছাড়াও আরো অন্যান্য সব তথ্য সব wbpsc.gov.in ওয়েবসাইট এ জানানো হবে।
WBCS Form Fill Up Prosess 2022
- ধাপ-১ WBCS-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান @https://wbpsc.gov.in/
- ধাপ-২ পরীক্ষার জন্য আবেদন করার আগে, প্রার্থীদের হোমপেজের ডানদিকে উপস্থিত “ONE TIME Registration”-এ ক্লিক করে নিজেদের তালিকাভুক্ত করতে হবে।
- ধাপ-৩ রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড পেতে প্রয়োজনীয় বিবরণ গুলি পূরণ করুন।
- ধাপ-৪ “Login if Already Registered” এ ক্লিক করুন এবং রেজিষ্টার করা নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড এন্টার করুন।
- ধাপ-৫ WBCS আবেদনপত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং প্রয়োজনীয় অন্যান্য বিবরণ লিখুন।
- ধাপ-৬ Online Mode-এর মাধ্যমে প্রয়োজনীয় আবেদন ফি প্রদান করুন।
- ধাপ-৭ পূরণকৃত বিশদ বিবরণের পুনরায় যাচাই করার পরে পর WBCS আবেদনপত্র জমা দিন।
- ধাপ-৮ ভবিষ্যতের রেফারেন্সের জন্য WBCS আবেদনপত্রের একটি কপি ডাউনলোড করে রাখুন।
WBSC আবেদন মূল্য | WBCS Application Fee
WBCS Application Fee List –
- Genaral/OBC/EWS 👉 ২১০ টাকা + সার্ভিস চার্জ/GST
- SC/ST/PwD (পশ্চিমবঙ্গ রাজ্যের) 👉 কোনো ফী লাগবে না
- SC/ST/PwD (অন্যান্য রাজ্যের) 👉 ২১০ টাকা + সার্ভিস চার্জ/GST
WBCS এর যোগ্যতা | WBCS Eligibility 2022
WBCS 2022 এর যোগ্যতা WBCS এর অফিসিয়াল নোটিস এ উল্লেখ রয়েছে। WBCS আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন তা নিচে আলোচনা করা হয়েছে।
WBCS শিক্ষাগত যোগ্যতা | WBCS 2022 Education Qualification
WBCS 2022 শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড অনুযায়ী, প্রার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করতে হবে অর্থাৎ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। এছাড়া বাংলা ভাষায় কথা বলা ও বাংলা ভাষায় লেখা ও পড়ার ক্ষমতা থাকতে হবে( যাদের মাতৃভাষা নেপালি তাহের জন্য বাংলা ভাষা জানা প্রয়োজনীয় নয়)।
WBCS বয়স সীমা | WBCS Age Limit
WBPSC সমস্ত গ্রুপ পরিষেবার জন্য WB সিভিল পরিষেবা পরীক্ষার জন্য WBCS বয়স সীমা 2022 বিজ্ঞপ্তি দিয়েছে। বয়স সীমার বিস্তারিত নিচে রয়েছে।
WBCS পরিষেবা | বয়সসীমা |
গ্রুপ ‘এ’ এবং ‘সি’-তে অন্তর্ভুক্ত পরিষেবা এবং পদগুলির জন্য | ২১-৩৬ বছর |
শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশ পরিষেবা (অর্থাৎ গ্রুপ ‘বি’ পরিষেবা) | ২০-৩৬ বছর |
গ্রুপ ‘ডি’-তে অন্তর্ভুক্ত পরিষেবা এবং পদগুলির জন্য | ২১-৩৯ বছর |
বয়স ছাড় ~
শ্রেণী | বয়াস ছাড় |
পশ্চিমবঙ্গের SC/ST/BC-এর জন্য WBCS বয়সে ছাড় | ৫ বছর |
অন্যান্য রাজ্যের SC/ST-এর জন্য WBCS বয়সে ছাড় | ৫ বছর |
ওবিসি (নন-ক্রিমি লেয়ার) এর জন্য WBCS বয়স ছাড় | ৩ বছর |
প্রতিবন্ধী ব্যক্তি (PWD) | ৪৫ বছর পর্যন্ত |
WBCS ফলাফল ২০২২ | WBCS Result 2022
WBCS 2022 এর ফলাফল এর তারিখ এখনো অফিসিয়ালি জানানো হয়নি। WBCS 2022 পরীক্ষার ফলাফল প্রতিটি পর্যায়ের WBCS 2022 পরীক্ষার তারিখের অন্তত এক মাস পরে পাওয়া যাবে। প্রিলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মেইন পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হবেন এবং শুধুমাত্র যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরই ইন্টারভিউ/ব্যক্তিত্ব পরীক্ষার জন্য ডাকা হবে। মেইনস এবং ইন্টারভিউ রাউন্ডে প্রাপ্ত নম্বর অনুযায়ী চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হবে।
WBCS FAQ
প্র: WBCS 2022 এর ফর্ম ফিলআপ কতো তারিখ?
ঊ: WBCS 2022 এর ফর্ম ফিলাপ শুরু ৩ মার্চ থেকে ২৪ মার্চ ২০২২ তারিখ পর্যন্ত।
প্র: WBCS 2022 পরীক্ষার আবেদন করবো কিভাবে?
ঊ: wbpsc.gov.in ওয়েবসাইট থেকে WBPS 2022 এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। পদ্ধতি উপরে দেওয়া রয়েছে।
প্র: WBCS 2022 পরীক্ষা কতো তারিখ?
ঊ: WBCS 2022 এর পরীক্ষার তারিক এখনো জানানো হয়নি। ৩.৩.২০২২ – ২৪.০৩.২০২২ পর্যন্ত ফর্ম ফিলআপ হবে। তারপর অফিসিয়াল ওয়েবসাইট পরীক্ষার তারিখ জানানো হবে।
আরো পড়ুন ~