পশ্চিমবঙ্গের ডি.এম. অফিসে গ্রুপ-সি পদে নিয়োগ ২০২২ | WBDM Office Group-C Recruitment 2022

West Bengal DM Office Group-C Jobs Recruitment For 10th Pass Candidate

DM Office Group-C Jobs Recruitment


পশ্চিমবঙ্গের DM অফিসের Group-C পদে কর্মী নিয়োগ প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন স্থানে বাসিন্দা হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। গ্ৰুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। অফিসিয়াল নোটিসে যেহেতু শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তেমন কিছু বলা হয়নি অতএব আপনি যদি Group C পদের যোগ্য হন তাহলে আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন ও কবে শেষ তারিখ টা জানতে পুরো পোস্টটি পড়ুন। এবং আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।

প্রতিষ্ঠান WBDM
পদের নাম Group-C
বিজ্ঞপ্তি প্রকাশিত ০১.০৪.২০২২
শিক্ষাগত যোগ্যতা
আবেদন শুরু ০১.০৪.২০২২
আবেদন শেষ ২০.০৪.২০২২
শূন্য পদ ৪১ টি
চাকরির স্থান পশ্চিমবঙ্গ

West Bengal DM Office Group-C Jobs Recruitment

শিক্ষাগত যোগ্যতা ~

DM অফিসে গ্রুপ সি পদে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স 64 বছরের কম হতে হবে।

বয়স সীমা ~

DM অফিসে গ্রুপ সি পদে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স 64 বছরের কম হতে হবে।

সুণ্যপদ ~ এখানে মোট ৪১ টি শূন্যপদ রয়েছে

বেতন ~ (₹) ১০,০০০ টাকা প্রতি মাসে (বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন)

আবেদনের শেষ তারিখ ~ ২০ এপ্রিল বিকেল চারটা পর্যন্ত প্রাপ্ত আবেদন পত্র গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

আবেদন পদ্ধতি (How To Apply)

চাকরি প্রার্থী এখানে আবেদন করতে হলে তাদের প্রেসক্রাইব ফর্মাটে আবেদন করতে হবে। আবেদন ফর্ম টি   প্রিন্ট আউট করে ভালো করে ফিলাপে করে আপনার নিচে দেওয়া প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে সেটি নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন-

সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট

মাধ্যমিকের এডমিট কার্ড

পাসপোর্ট সাইজের ফটো

কাস্ট সাটিফিকেট (যদি থাকে)

আবেদনের ফর্ম

পরিচয় পএ হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড

আবেদনপত্র পাঠানোর ঠিকানা ~পশ্চিমবঙ্গের DM অফিসের গ্রুপ সি পদে এখানে যদি চাকরি করতে ইচ্ছুক তাহলে নিচের দেওয়া ঠিকানায় আবেদনপত্র টি জমা দিবেন-Office Of The District Magistrate, Birbhum,Prashashan Bhavan, Suri Birbhum l

নিয়োগ পদ্ধতি (Selection Process)

নিয়োগ পদ্ধতি সম্পর্কে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে তেমন কিছু বলা হয়নি।

গুরুত্বপূর্ণ তারিখ ( Importent Dates )

বিজ্ঞপ্তি প্রকাশিত – ০১.০৪.২০২২

আবেদন শুরু – ০১.০৪.২০২২

আবেদন শেষ – ২০.০৪.২০২২

প্রয়োজনীয় লিঙ্ক ( Importent Links )

অফিসিয়াল নোটিস – Click Here

আবেদন করুন – Click Here

আমাদের টেলিগ্রামClick Here 

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment