পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে ১৪৬ টি শূন্যপদে নিয়োগ – আবেদন করুন অনলাইনে

WBHRB Clinical Instructor Recruitment 2023: West Bengal Health Recruitment Board (WBHRB) এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে মোট ১৪৬ টি শূন্যপদে Clinical Instructor নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য পার্থী এখানে আগামী ২০ এই ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। WBHRB Recruitment 2023-তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাBengal Health Recruitment Board (WBHRB)
পদের নামClinical Instructor
মোট শূন্যপদ১৪৬ টি
বেতন (₹)৩৫,৮০০ – ৯২,১০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানপশ্চিমবঙ্গ
ওয়েবসাইটwbhrb.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ ২০২৩ (WBHRB Clinical Instructor Recruitment 2023)

পদের নাম (Post Name)

এখানে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (WBHRB) এর পক্ষ থেকে Clinical Instructor পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

WBHRB Clinical Instructor Recruitment 2023-তে সব মিলিয়ে মোট ১৪৬ টি শূন্যপদ আছে। এখানে শুধুমাত্র মহিলা পর্থীদের জন্য শূন্যপদ রয়েছে। শ্রেণী ভিত্তিক শূন্যপদের সংখ্যা নিচের ছকে দেওয়া হয়েছে।

শ্রেণীশূন্যপদের সংখ্যা
UR৭৭ টি
SC৩২ টি
ST০৯ টি
OBC A১৫ টি
OBC B০৯ টি
PWD০৪ টি
মোট শূন্যপদ ১৪৬ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

WBHRB Clinical Instructor Recruitment 2023-তে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে B.Sc/M.Sc নার্সিং করা থাকতে হবে। B.Sc নার্সিং করা থাকলে সংলিস্ট ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন কিন্তূ M.Sc নার্সিং করা থাকলে কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিস টি দেখুন।

বয়সসীমা (Age Limit)

WBHRB Recruitment 2023-তে Clinical Instructor পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুসারে ৫০ বছরের মধ্যে হতে হবে।

বেতন (Salary)

এখানে প্রতিমাসে ৩৫,৮০০ টাকা থেকে শুরু করে ৯২,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

আগ্রহী ও যোগ্য পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য West Bengal Health Recruitment Board (WBHRB) এর অফিসিয়াল ওয়েবসাইট wbhrb.in তে যেতে হবে। এখানে আবেদন করার পদক্ষেপ গুলি নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে।

WBHRB Clinical Instructor Recruitment 2023
  • প্রথমে wbhrb.in ওয়েবসাইটে যান।
  • এরপর Apply Online-তে ক্লিক করুন।
  • আপনি যদি এখানে প্রথম হয়ে থাকেন তাহলে Register Now-তে ক্লিক করে রেজিষ্টেশন সম্পন্ন করুন।
  • এরপর পছন্দের পদ বেছে নিয়ে নিচে রেজিষ্টার করা মোবাইল নম্বর দিয়ে Submit তে ক্লিক করুন।
  • অনলাইন আবেদনপত্র পূরণ করুন।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • আবেদন মূল্য জমা করুন (যদি প্রয়োজন হয়)।
  • আবেদন সম্পন্ন হলে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত/প্রিন্ট করে রাখুন।

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য ২১০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST শ্রেণীর পর্থীদের কোনোরকম আবেদন মূল্যের প্রয়োজন নেই।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

WBHRB Recruitment 2023 তে Clinical Instructor পদে ৬ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ২ টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

WBHRB Clinical Instructor Recruitment 2023-তে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। এখানে শিক্ষাগত যোগ্যতার মানের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে। মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে পরবর্তীকালে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ এর প্রাপ্ত নম্বর অনুযায়ী দ্বিতীয় মেরিট লিস্ট তৈরি করে প্রার্থীদের নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত৩১.০১.২০২৩
আবেদন শুরু০৬.০২.২০২৩
অনেদন শেষ২০.০২.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: wbhrb.in
  • আমাদের টেলিগ্রাম: Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

WBHRB Clinical Instructor Recruitment 2023 – FAQ

WBHRB Recruitment 2023-তে কোন পদে নিয়োগ করা হচ্ছে?

WBHRB Recruitment 2023-তে Clinical Instructor পদে নিয়োগ করা হবে।

WBHRB Clinical Instructor Recruitment 2023 Notification কিভাবে ডাউনলোড করবো?

উপরে Download PDF তে ক্লিক করে WBHRB Clinical Instructor Recruitment 2023 ডাউনলোড করতে পারবেন।

WBHRB-তে Clinical Instructor পদে আবেদনের শেষ তারিখ কত?

WBHRB-তে Clinical Instructor পদে আবেদনের শেষ তারিখ হলো ২০এই ফেব্রুয়ারি ২০২৩।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment