WBHRB Food Safety Officer Recruitment 2022-23: পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর অর্থাৎ West Bengal Health Recruitment Board দ্বারা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ফুড সেফটি অফিসার Food Safety Officer পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার পার্থী এখানে আবেদন করতে পারবেন। আগ্রহী ও যোগ্য পার্থী এখানে আগামী 30 ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। WBHRB FSO Recruitment 2022 তে আবেদন করার পদ্ধতি, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | West Bengal Health Recruitment Board (WBHRB) |
---|---|
পদের নাম | Food Safety Officer |
মোট শূন্যপদ | 22 টি |
বেতন | Rs. 35,800 – 92,100/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
স্থান | পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | wbhealth.in |
টেলিগ্রাম | Join Here |
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে ফুড সেফটি অফিসার নিয়োগ ২০২২-২৩
পদের নাম – Post Name
এখানে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড দ্বারা Food Safety Officer (General Service) পদে নিয়োগ করা হচ্ছে।
মোট শূন্যপদ – WBHRB Food Safety Officer Vacancy 2022-23
WBHRB Food Safety Officer Recruitment 2022-23 তে সব মিলিয়ে মোট 22 টি শূন্যপদ রয়েছে। শ্রেণী ভিত্তিক শূন্যপদের সংখ্যা নিচের সারনীতে উল্লেখ করা হলো-
শ্রেণী | মোট শূন্যপদ |
---|---|
UR | 11 টি |
SC | 04 টি |
SC (EC) | 01 টি |
ST | 01 টি |
OBC-A | 02 টি |
OBC-B | 02 টি |
PWD | 00 টি |
মোট | 22 টি |
শিক্ষাগত যোগ্যতা – WBHRB Food Safety Officer Educational Qualification
WBHRB ফুড সেফটি অফিসার পদে অনলাইনে আবেদন করার জন্য এমএসসি কেমিস্ট্রি বা এমবিবিএস বা ফুড সায়েন্সেস বা ফুড টেকনোলজি বা ডেইরি সায়েন্স বা ভেটেরিনারি সায়েন্স বা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং/সায়েন্স বা বায়োটেকনোলজি বা বায়োকেমিস্ট্রি বা মাইক্রোবায়োলজিতে ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা – WBHRB Food Safety Officer Recruitment 2022-23 Age Limit
01-01-2022 অনুযায়ী FSO পদের জন্য বয়সের সর্বনিম্ন বয়সসীমা 21 বছর এবং সর্বোচ্চ বয়সসীমা হলো 36 বছর। তাছাড়া SC/ST শ্রেণীর পর্থীরা 5 বছর এবং OBC শ্রেণীর পার্থীরা 3 বছর বয়স ছাড় পাবে।
বেতন – WBHRB Food Safety Officer Salary 2022-23
এখানে প্রতিমাসে Rs. 35,800 টাকা থেকে শুরু করে Rs. 92,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি – WBHRB Food Safety Officer Recruitment 2022-23 Apply Online
আগ্রহী ও যোগ্য পার্থী এখানে West Bengal Health Recruitment Board এর অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন নিচের তালিকায় দেওয়া হলো –
- প্রথমে WBHRB এর অফিসিয়াল ওয়েবসাইট @wbhrb.in তে যেতে হবে।
- আপনি যদি এখানে প্রথমবার কোনো পদে আবেদন করবেন তরলে প্রথমে রেজিষ্টার করতে হবে।
- রেজিষ্টার করা আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- WBHRB Food Safety Officer Recruitment 2022-23 Online Apply সংক্রান্ত লিঙ্কে ক্লিক করতে হবে।
- অনলাইন আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
- আবেদন ফী জমা করতে হবে (যদি প্রয়োজন হয়)।
- আবেদন সম্পন্ন হলে একটি প্রিন্ট আউট বের করে রাখতে হবে।
আবেদন করার আগে অবশ্যই নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন এবং West Bengal Health Recruitment Board এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সমস্ত নিয়মাবলী জেনে নেবেন।
আবেদন মূল্য – WBHRB Food Safety Officer Recruitment 2022-23 Application Fee
WBHRB FSO Recruitment 2022 তে আবেদন করার জন্য Rs. 210 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST শ্রেণীর চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম আবেদন মূল্য লাগবে না।
আবেদনের শেষ তারিখ – WBHRB Food Safety Officer Recruitment 2022-23 Last Date
এখানে 16 ডিসেম্বর 2022 তারিখ সকাল 10 টা থাকে আগামী 30 ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া – WBHRB FSO Recruitment 2022 Selection Process
এখানে আবেদনকারী চাকরি প্রার্থীদের প্রথমে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হবে। যে সকল পার্থীর এই লিস্টে নাম থাকবে তাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পর্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
লিখিত পরীক্ষার বিষয়বস্তু, নম্বর বিভাজন এবং নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন।
গুরুত্বপূর্ন তারিখ – Importent Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | 12.12.2022 |
আবেদন শুরু | 16.12.2022 |
আবেদন শেষ | 30.12.2022 |
প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Here
- আমাদের টেলিগ্রাম: Join Group
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
অন্যান্য চাকরির খবর
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
WBHRB FSO Recruitment 2022 – FAQ
WBHRB FSO Recruitment 2022 তে মোট কতগুলি শূন্যপদ আছে?
WBHRB FSO Recruitment 2022 তে মোট 22 টি শূন্যপদ আছে।
WBHRB Food Safety Officer Recruitment 2022-23 এর বিজ্ঞপ্তি ডাউনলোড করবো কিভাবে?
WBHRB Food Safety Officer Recruitment 2022-23 এর বিজ্ঞপ্তির লিঙ্ক উপরে দেওয়া রয়েছে, সেখানে Download PDF তে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।
WBHRB তে Food Safety Officer পদে আবেদনের শেষ তারিখ কত?
WBHRB তে Food Safety Officer পদে আবেদনের শেষ তারিখ হলো 30 ডিসেম্বর 2022।