পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি পদে নিয়োগ 2022 | WBHRB Homoeopathic Pharmacist Recruitment 2022

West Bengal Health Recruitment Board (WBHRB) 2022: পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে Homoeopathic Pharmacist (গ্ৰুপ-সি) পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে আগ্রহী তারা অব্যশই এই খবরটি বিস্তারিত ভাবে জেনে নিতে পারেন। নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে সেখানে থেকে ভালো করে জেনে নিতে পারেন।

সংস্থাWest Bengal Health Recruitment Board (WBHRB)
পদের নামHomoeopathic Pharmacist (গ্ৰুপ-সি)
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাস
মোট শূন্য পদ151টি
আবেদন শেষ05.05.2022
স্থানপশ্চিমবঙ্গ

West Bengal Health Recruitment Board (WBHRB) 2022

পদের নাম ~ পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা ~ চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস এবং অন্যান্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সেগুলো আপনার অফিশিয়াল নোটিফিকেশন থেকে জেনে নিতে পারেন। এখানে সমস্ত চাকরি প্রার্থীদের বাংলা ভাষা জানতে হবে এবং বাংলা ভাষা লিখিতে ও পড়তে এবং কথা বলতে জানতে হবে।

বয়সসীমা ~ এখানে আবেদন করা জন্য আপনার বয়স 39 বছরের কম হতে হবে।

বেতন ~ Scale Of Pay:PB-3,Rs.7,100-37,600/- Grade Pay – Rs.3,200/- (ROPA 2009) Level 8, Cell-1,Rs.27000/-(ROPA 2019) Other allowances admissible as Per Govt.Rules.

আবেদন শেষ তারিখ ~ চাকরি প্রার্থীদের অললাইনে আবেদন চলবে 05/05/2022 তারিখ পর্যন্ত।

আবেদন মূল্য ~ যে সমস্ত চাকরিপ্রার্থী জেনারেল ও ওবিসি চাকরি প্রার্থী তাদের আবেদন মূল্য 160 টাকা দিতে হবে। অন্যান্য সংরক্ষিত শ্রেনী কোন রকম আবেদন মূল্য দিতে হবে না।

পশ্চিমবঙ্গের সাস্থ্য দপ্তরে আবেদন আবেদন পদ্ধতি (WBHRB Aplly Process 2022)

যেহেতু চাকরি প্রার্থীদের অনলাইনের সুবিধা রয়েছে।যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে আগ্রহী তারা অব্যশই সরাসরি স্বাস্থ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে অনলাইন মাধ্যম আবেদন করতে পারবেন। নিচে অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে যেখান থেকে আপনার সরাসরি আবেদন করতে পারবেন।

আবেদন করতে যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন ~চাকরি প্রার্থীদের নিচে দেওয়া ডকুমেন্ট গুলো আললাইনে আবেদন করা সময় দরকার হবে-

  • বয়সের প্রমানপএ বা মাধ্যমিক এডমিট কার্ড
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্ট
  • আধার/ভোটার কার্ড
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • পাসপো পাসপোর্ট সাইজের ফটো কপি

নিয়োগ পদ্ধতি (WBHRB Selection Process 2022)

এখানে সরাসরি লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি প্রকাশিত19/04/2022
আবেদন শুরু19/04/2022
আবেদন শেষ05/05/2022

গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক (WBHRB Imoortent Dates & Links)

আরো পড়ুন ~

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

1 thought on “পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি পদে নিয়োগ 2022 | WBHRB Homoeopathic Pharmacist Recruitment 2022”

Leave a Comment