WBHRB Staff Nurse Jobs 2022-23: পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে স্টাফ নার্স নিয়োগ, 6092 টি শূন্যপদ

WBHRB Staff Nurse Jobs 2022-23 Notification Out Now. Apply for 6092 Post.

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সাস্থ্য নিয়োগ বোর্ড (WBHRB) দ্বারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 6092 টি শূন্যপদে স্টাফ নার্স নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য পার্থী এখানে আগামী 23 ডিসেম্বর পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। WBHRB Staff Nurse Recruitment 2022-23 তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, মোট শূন্যপদ এবং আবেদন পদ্ধতি সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাWest Bengal Health Recruitment Board (WBHRB)
পদের নামস্টাফ নার্স গ্রেড-II
মোট শূন্যপদ6092 টি
বেতননিয়ম অনুযায়ী
যোগ্যতাGNM/Besic B.SC/Post Besic B.SC Nursing
আবেদন মোডঅনলাইন
স্থানপশ্চিমবঙ্গ
ওয়েবসাইটwbhrb.in

পশ্চিমবঙ্গের সাস্থ্য দপ্তরে স্টাফ নার্স নিয়োগ ২০২২-২৩ | WBHRB Staff Nurse Jobs 2022-23

পদের নাম – Post Name

West Bengal Health Recruitment Board দ্বারা স্টাফ নার্স গ্রেড-II পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ – Total Vacancy

এখানে সব মিলিয়ে মোট 6092 টি শূন্যপদ রয়েছে।

পদের নামURSCSTOBC-AOBC-BPWDমোট শূন্যপদ
Basic B.Sc Nursing (মহিলা)654812248416131422303
Post Basic B.Sc (মহিলা)67571628112181
GNM (মহিলা)11581013254524156783183
GNM (পুরুষ)1281614267197425
WBHRB Staff Nurse Job Vacancy 2022-23

শিক্ষাগত যোগ্যতা – Educational Qualification

ভারতীয় নার্সিং কাউন্সিল অনুমোদিত বা পশ্চিমবঙ্গ নার্সিং অনুমোদিত যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে GNM/Basic B.SC বা Post Basic B.SC Nursing কোর্স করে থাকলে WBHRB Staff Nurse Jobs 2022-23 এর জন্য যোগ্য পার্থী বলে গণ্য হবে।

বয়সসীমা – Age Limit

West Bengal Health Recruitment Board Staff Nurse Recruitment 2022-23 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার জন্য সর্বনিন্ম বয়সসীমা হলো 18 বছর এবং সর্বোচ্চ 39 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছ।

বেতন – Salary

সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি – Apply Online

WBHRB Staff Nurse Jobs 2022-23 এর জন্য যোগ্য পার্থীরা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট wbhrb.in তে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

  • প্রথমে wbhrb.in ওয়েবসাইটে যেতে হবে।
  • অনলাইন আবেদন সংক্রান্ত লিঙ্কে ক্লিক করতে হবে।
  • অনলাইন আবেদনপত্রটি সঠিক ভাবে পূরণ করতে হবে।
  • আবেদন সম্পন্ন হলে একটি প্রিন্ট আউট বের করে রাখতে হবে।

আবেদন মূল্য – Application Fee

এখানে আবেদন করার জন্য 210 টাকা আবেদন মূল্য ধার্য্য করা হবে। SC/ST/PWD শ্রেণীর পর্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য প্রয়োজন নেই।

আবেদনের সময়সীমা

এখানে 9 ডিসেম্বর 2022 সকাল 9 টা থেকে 23 ডিসেম্বর 2022 দুপুর 2 টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

গুরুত্বপূর্ণ তারিখ – Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত02.12.2022
আবেদন শুরু09.12.2022
আবেদন শেষ23.12.2022

প্রয়োজনীয় লিঙ্ক – Important Links

  • বিজ্ঞপ্তি প্রকাশিত: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: wbhrb.in
  • আমাদের টেলিগ্রাম: Join Group
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

WBHRB Staff Nurse Jobs 2022-23 – FAQ

WBHRB Staff Nurse Jobs 2022-23

WBHRB তে স্টাফ নার্স নিয়োগ ২০২২-২৩ তে মোট কতগুলি শূন্যপদ আছে?

WBHRB তে স্টাফ নার্স নিয়োগ ২০২২-২৩ তে মোট ৬০৯২ টি শূন্যপদ আছে।

WBHRB স্টাফ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-২৩ কিভাবে ডাউনলোড করবো?

WBHRB স্টাফ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-২৩ এর লিঙ্ক উপরে দেওয়া রয়েছে, সেখানে Download PDF তে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।

WBHRB স্টাফ নার্স পদে কিভাবে আবেদন করবো?

Wbhrb.in ওয়েবসাইটে গিয়ে স্টাফ নার্স পদে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার পদ্ধতি উপরে বিস্তারিত দেওয়া রয়েছে।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment